নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যান্ত্রিক সব খোলা চিঠি

অপ্রয়োজনে অনেক কথা বলে যাই, কিন্তু বলা হয়না আরো অনেক বেশী কথা- অনেক আপন মানুষদেরকে। তাইতো, এই খোলা চিঠি। হয়তো কারোর চোখে পরবে কোনদিন, যখন আমি থাকবোনা.....

আনন্দক্ষন

মানুষ হয়ে জন্মে যখন ফেলেছি, তাই নিরুপায় হয়ে মৃত্যুকে বরন করতেই হবে। পৃথিবীতে এসেছিলাম একা, জীবনের প্রতিটি অধ্যায়ে চলতে হয় একা, মরতেও হবে একা। তাই তো নিজের খুশি মতো বাচবার চেষ্টা করে চলেছি, আনন্দের সাথে। জন্ম নেবার সময় মাকে কষ্ট দিয়ে ছিলাম আর কিছু অক্ষমতার জন্য চলার পথে ইচ্ছে না থাকা সত্বেও কষ্ট দিয়েছি ভালোলাগা মানুষগুলোকে। তাই হয়তো পৃথিবীটা ছাড়বার সময় এদেরকেই আবার কষ্ট দিতে হবে ! তাই তো কেবল ভালোলাগার- ভালোবাসার এই মানুষগুলোকে গুরুত্ব দেই। সমাজ নামক জঞ্জালটাকে এড়িয়ে চলি আর প্রতিটা নিঃশ্বাসের জন্য কৃতজ্ঞতা জানাই সৃষ্টিকর্তাকে।

আনন্দক্ষন › বিস্তারিত পোস্টঃ

তুষার দেশে আমার এক একটা দিন....২৩তম পর্ব।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২১





বহু পরিচিত জায়গা, অনেক চেনা কোন মানুষ, কিংবা খুব সাধারন ঘটনা, যখন অন্বোভ্যাসে পরিনত হয়, তখন কোথায় যেন মেলে না হিসাব। মেলে না সেই তাল আর সুর এক সাথে। প্রায় আড়াই বছর পর আজ এ্যালেনের সাথে দেখা হওয়াটা যেন সে রকম একটা সুর তালের ছন্দ না মেলা একটা গান হয়ে বেজে উঠে ছিল কোলাহল মুখর এই শহরটাতে।



এরকম ব্যস্ত কোন রাস্তায়, কিংবা কোন রেস্তোরার সামনেই সবসময় দেখা করতাম আমরা। দুপুরের রোদে, কিংবা ঠান্ডায় জমে যাওয়া কোন বিকেলে, কখোনোবা সকালের নাস্তা না করা খালি পেটের কষ্ট সহ্য করা বিরক্তিকর অপেক্ষায়। দেখা হয়েছে লক্ষ বার। কিন্তু আজ এই সহজ, খুব সাধারন, বহু পরিচিত জায়গা, সময় কিংবা উপলক্ষ সব কিছুই যেন অচেনা, অনেক বেশি অন্য রকম। আমার গানের কথাগুলো যেন সুর পাচ্ছিল না, এ্যলেনের তাল যেন আমার সেই সুর আর কথার ছন্দে মিলছিল না এক হয়ে।



কিন্তু তবু যেন মনে হচ্ছিল, এই অনেক আপন সুরগুলোই যেন মুখ্য, না মেলা তাল, হারিয়ে যাওয়া কথাগুলো যেন কিছুই না। এই সুরের খেলাই যেন আমার জন্য সব। আমার না দেখা পৃথিবী, না পাওয়া সুখ, না জানা আনন্দ, না শেখা কোন খেলা। কেমন যেন এক ঘোরের মাঝে কেটে গেল সময়টুকু। বুঝে উঠবার আগেই যেন দুপুর গড়িয়ে বিকেল নামলো আমাকে না বলেই। আর অনেক না বলা কথার ফাঁকে, সন্ধ্যের যেন বিদায়ের ঘন্টা বাজালো সময়ের কাছে কোন প্রশ্ন না করেই।



এই দেখা করাটা জানতাম বিশেষ কিছু। গত একটা সপ্তাহ হাজারটা কথা ভেবেছি এই অল্প সময়ের দেখা করাটা নিয়ে। জানি হয়তো এটাই আমাদের শেষ দেখা হওয়া, হয়তো আরো দেখা হবে, হয়তো পরিস্থিতি আর এরকম থাকবেনা। কিন্তু আজ যতক্ষন ওর সাথে ছিলাম একবারও মনে হয়নি, এটাই আমাদের শেষ দেখা, মনে হয়নি আমার অনেক চেনা-আপন এই মানুষটা আর আমার আপন থাকবেনা, থাকবেনা আমার হয়ে। আমি কি বদলে গেছি? না কি হাজারো ইট পাথরের তৌরী দেয়াল আমাকে আড়াল করে রেখেছে বাস্তবতা থেকে। আমি কি আমার মাঝে নেই?



কি জানি? কেবল বিদায় নেবার সময় যখন হাতটা বাড়িয়ে দিলাম, শেষবারের মতো বিদায়ের সম্ভাষন জানাবার জন্য, কেপে উঠেছিল গলাটা। ধরে এসেছিল কথাগুলো। বলবার আগেই যেন শেষ হয়ে গেল সব, হঠাৎ দেখলাম এ্যলেন পিছন ফিরে হেটে যাচ্ছে। পরক্ষনেই মনে হলো, আমার পৃথিবীটা যেন খালি হয়ে গেল, শুন্যতায় ভরে গেল এই কোলাহল মুখর ডাউনটাউনের হাইরাইজে ঘেরা বিশাল রাস্তাটা। ও যেন আমাকে বড্ড বেশি নিঃস করে দিয়ে অজানার পথে পা বাড়ালো, ফিরেও তাকালো না।

হয়তো ওর চোখে পানি ছিল, কিংবা বলবার কোন কথা ছিলনা। কিংবা আমার চেয়েও বেশি অসহায় সে নিজেই, তাই তো আমাকে আর তার পৃথিবীর আভাস বুঝতে দিলনা বরাবরের মতোই।

বিকাল ৬টা,

৯ই ফেব্রুয়ারী, ২০১৩

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

বড়দাদা বলেছেন: অনেক দিন পর ফিরলেন

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

আনন্দক্ষন বলেছেন: হমমম, কি করে এতো সঠিক কমেন্টটা করলেন? প্রায় তিন বছর পর ফেরা ........।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

রিফাত হোসেন বলেছেন: ++:-) :-(

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

আনন্দক্ষন বলেছেন: অর্থ তো বুঝলাম না, আপনার সংকেতগুলোর। তবে + জন্য ধন্যবাদ।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

রবিউল ৮১ বলেছেন: দুই সপ্তাহ পেরিয়ে তিন সপ্তাহ চলে আসলো এতক্ষণে আপনার মনে হলো সিরিয়াল গল্পের পোষ্টটা দেয়া দরকার X( X( X( নাকি :!> :!> ?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪

আনন্দক্ষন বলেছেন: হমমম। গল্প হলে লেখা সহজ, লেখক হলে তো কথাই নেই। কিন্তু গল্প যখন জীবনের সাথে মিশে থাকে , তখন প্রকাশ করা কঠিন হয়ে যায়। পেশা যখন লেখার সাথে জীবিকার অমিল পায়, তখন সময় করে ওঠাটাও দুরহ হয়ে যায়।

চাকুরী, সময়, বাস্তবতা.........।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

রবিউল ৮১ বলেছেন: পেশা যখন লেখার সাথে জীবিকার অমিল পায়, তখন সময় করে ওঠাটাও দুরহ হয়ে যায়। =p~ =p~ =p~ =p~ =p~

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

আনন্দক্ষন বলেছেন: ঠিক বললাম কি?

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

কেএসরথি বলেছেন: আ্যালেন নামে কি সত্যিই কেউ আছে?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০

আনন্দক্ষন বলেছেন: আপনার কি মনে হয়.......? আমাদের চারপাশে কখোন এ্যালেন থাকে.....কখোনবা এ্যলেনের মতো চরিত্র থাকে......কখোনবা দুটোর কোনটাই না......।

আমি বোধ হয় এই খুব ভাগ্যবান তাই এদের সান্নিধ্য পেয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.