নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যান্ত্রিক সব খোলা চিঠি

অপ্রয়োজনে অনেক কথা বলে যাই, কিন্তু বলা হয়না আরো অনেক বেশী কথা- অনেক আপন মানুষদেরকে। তাইতো, এই খোলা চিঠি। হয়তো কারোর চোখে পরবে কোনদিন, যখন আমি থাকবোনা.....

আনন্দক্ষন

মানুষ হয়ে জন্মে যখন ফেলেছি, তাই নিরুপায় হয়ে মৃত্যুকে বরন করতেই হবে। পৃথিবীতে এসেছিলাম একা, জীবনের প্রতিটি অধ্যায়ে চলতে হয় একা, মরতেও হবে একা। তাই তো নিজের খুশি মতো বাচবার চেষ্টা করে চলেছি, আনন্দের সাথে। জন্ম নেবার সময় মাকে কষ্ট দিয়ে ছিলাম আর কিছু অক্ষমতার জন্য চলার পথে ইচ্ছে না থাকা সত্বেও কষ্ট দিয়েছি ভালোলাগা মানুষগুলোকে। তাই হয়তো পৃথিবীটা ছাড়বার সময় এদেরকেই আবার কষ্ট দিতে হবে ! তাই তো কেবল ভালোলাগার- ভালোবাসার এই মানুষগুলোকে গুরুত্ব দেই। সমাজ নামক জঞ্জালটাকে এড়িয়ে চলি আর প্রতিটা নিঃশ্বাসের জন্য কৃতজ্ঞতা জানাই সৃষ্টিকর্তাকে।

আনন্দক্ষন › বিস্তারিত পোস্টঃ

মা

০৭ ই মে, ২০১৩ রাত ১২:০২

আমার চারপাশের এই পৃথিবীটা খুব ছোট হলেও, সেখানে লক্ষীপূজার খীচুরীর স্বাদ আমি নিয়েছি - শবেবরাতের পর মায়ের বানিয়ে দেয়া হালুয়ার ভাগ দিয়েছি আমার ক্লাসমেটদের, কেউ ফিরিয়ে দিয়েছিল বলে মনে পরেনা। ক্লাসের দাড়িওয়ালা ছেলেটাকেও কোনদিন অন্য ভাবে দেখিনি - কট্টপন্থীকে "কাট মোল্লা" বলে গাল দিয়ে, চা খেয়েছি পাশে বসে - মাদ্রাসায় পড়া চাচাত ভাইকে ভাত বেড়ে খাইয়েছি - আমার বির্ধমী বন্ধুকে বলেছি সন্ধ্যায় বাড়ি পৌঁছে দিতে। ঝর্না বড়ুয়ার মাকে তো কোনদিন "আদাব" দিতে ভুল হয়নি, সমীর চক্রবর্তী স্যার তো কোনদিন গান শেখানোতে অযত্ন করেননি। আমার চাচা তো কোনদিন আমাকে বলেনি নেকাব পড়তে।



কোনদিন ওরা কেউ ওদের সীমানা আলাদা করেনি। আর এটাই আমার সবচেয়ে বড় বিশ্বাস, আমার দেশটা লিবিয়া, সিরিয়া কিংবা মিশর হবেনা। আমরা কোনদিন আমাদের মাকে ছেড়ে যাবনা, ভাগ করবো না মাকে ধর্মের দোহাই দিয়ে। তেমনি দাড়িওয়ালা ভাইটার জন্যও সুরা ইয়াসিন পড়বো, ওর আত্নার মাগফেরাত কামনা করে।



আশা রইলো সৃষ্টিকর্তা, নির্বোধকে জ্ঞান দেবেন, শক্তিশালীকে দায়িত্ববোধ দেবেন, শাষককে দেশপ্রেম দেবেন - সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করার মত ক্ষমতা দেবেন আর আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করবেন। সর্বোপরি, রক্ষা করবেন এই সংকট থেকে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৩ সকাল ৮:৪৭

রবিউল ৮১ বলেছেন: দেশে সত্যি কার অর্থে দুর্নীতি আর সন্ত্রাস ছাড়া তেমন কোন সমস্যা নাই কিন্তু ওই দুইটা মূল সমস্যা নিয়ে কেউ কোন কথা বলে না।

০৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৫০

আনন্দক্ষন বলেছেন: জানিনা তো, সমস্যা কোথায়- কিই বা তার প্রতিকারের উপায়? জানি কেবল একজন আমাদের সকল সমস্যা সমাধেনের উপায় জানেন, তাই তার কাছেই সাহায্য প্রার্থী।

২| ০২ রা জুন, ২০১৩ সকাল ১০:২২

খেয়া ঘাট বলেছেন: অল্পতে অনেক তাৎপর্যময় কথা বলেছেন। আহারে সবাই যদি একথাগুলো বুঝতো।

০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

আনন্দক্ষন বলেছেন: অন্তত একজন তো পড়লো। এভাবেই বাড়বে বুঝবার মানুষ। একটা সময় আসবে যেদিন সবাই ভালো-মন্দের ভেদ বুঝতে পারবে। ..........।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.