নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যান্ত্রিক সব খোলা চিঠি

অপ্রয়োজনে অনেক কথা বলে যাই, কিন্তু বলা হয়না আরো অনেক বেশী কথা- অনেক আপন মানুষদেরকে। তাইতো, এই খোলা চিঠি। হয়তো কারোর চোখে পরবে কোনদিন, যখন আমি থাকবোনা.....

আনন্দক্ষন

মানুষ হয়ে জন্মে যখন ফেলেছি, তাই নিরুপায় হয়ে মৃত্যুকে বরন করতেই হবে। পৃথিবীতে এসেছিলাম একা, জীবনের প্রতিটি অধ্যায়ে চলতে হয় একা, মরতেও হবে একা। তাই তো নিজের খুশি মতো বাচবার চেষ্টা করে চলেছি, আনন্দের সাথে। জন্ম নেবার সময় মাকে কষ্ট দিয়ে ছিলাম আর কিছু অক্ষমতার জন্য চলার পথে ইচ্ছে না থাকা সত্বেও কষ্ট দিয়েছি ভালোলাগা মানুষগুলোকে। তাই হয়তো পৃথিবীটা ছাড়বার সময় এদেরকেই আবার কষ্ট দিতে হবে ! তাই তো কেবল ভালোলাগার- ভালোবাসার এই মানুষগুলোকে গুরুত্ব দেই। সমাজ নামক জঞ্জালটাকে এড়িয়ে চলি আর প্রতিটা নিঃশ্বাসের জন্য কৃতজ্ঞতা জানাই সৃষ্টিকর্তাকে।

আনন্দক্ষন › বিস্তারিত পোস্টঃ

তুষারের দেশে আনন্দের এক একটা দিন ...... ২৮তম পর্ব

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪২





এখানে সেপ্টেম্বরের শেষের দিকটা থেকেই বেশ ঠান্ডা বাড়তে শুরু করে। বাতাসের বেগ প্রচন্ড হওয়ার সাথে সাথে তাপমাত্রা কমতে শুরু করার কারনে, গ্রীষ্মে অভ্যস্ত মানুষগুলোর জন্য আবহাওয়ার এই পরিবর্তন মানিয়ে নেয়া কিছুটা কষ্টকর হয়। আর অক্টোবরের প্রথম সপ্তাহে রীতিমত জ্যকেট গায়ে চড়াতে হয়। এসময়টাতে সাইকেল চলানোটা হয়ে যায় বেশ কঠিন, কিন্তু শেষ চার মাসের বাহন সাইকেলটাকে এড়িয়ে চলা হয়ে যায় অসম্ভব। সবচেয়ে ভালো লাগে যে জিনিসটা তা হলো, ওজন কমে রীতিমত মডেলদের মতো একটা ফিগার। হোক সে ছেলে কিংবা মেয়ে, সবাই পুরো গ্রীষ্মটা সাইক্লিং, জগিং আর বাহিরে বেড়িয়ে প্রফুল্ল একটা মন আর ঝরঝরে মেদহীন শরীরটা নিয়ে, কেবল আসন্ন ভয়াবহ ঠান্ডার ভয়ে কিছুটা ভীত থাকে বলে আমার মনে হয়েছে।



বছরের এই সময়টা আমিও যেন কিছুটা ঝরঝরে আনুভব করি। তবে যার মাঝে লুকিয়ে থাকে, আমার এই চঞ্চলতার রহস্য, থ্যাংক্স গিভিংয়ের বন্ধের পর, তাকে আগামী ছয় থেকে আট মাসের জন্য বিদায় জানানোটা খুব কষ্টের হয়ে যায়।



সে আর কেওনা, আমার দ্বিচক্রযান।



ছোটবেলা থেকেই আমি বেশ গোলগাল, বাঙ্গালীর ভাষ্যমতে যা "স্বাস্থ্য ভালো" হিসেবে আখ্যায়িত হয়। বহু বছর আগে বুদ্ধদেব বসুর গল্পের বইয়ে, লেখক তার নায়িকার বর্ননা দিতে গিয়ে বলেছিল- গতানুগতিক গল্পের বইয়ের নায়িকারা যেমন - আকর্ষনীয় শরীর আর রুপ লাবন্যের অধিকারী হয়, "বাবলী" সেরকম না। পড়াবার সময় মনে হয়েছিল, ঠিকতো আমার মতো মানুষ কোনদিন নায়িকার আর্দশ রুপ হতে না পারুক, চলনসই তো বটে। সেই থেকে আমি আমাকে মধ্যবিত্ত পরিবারের "একজন চলনসই মেয়ে" হিসেবে ধরে নিয়েছি। নিজের ওজন কিংবা সৌন্দর্য্যের দিকে লক্ষ্য করবার প্রয়োজনীয়তাটা , বুদ্ধদেব বাবুর অনুপ্রেরনার পরও "ছিকাঁয়" তোলা আজব বস্তু হয়ে থাকলো। কিন্তু বিগত কয়েক বছরের ল্যাবে, পাঁচ থেকে ছয় ঘন্টা দাড়িয়ে কাজ করবার কারনে, পায়ে ব্যাথার চিকিৎসা হিসেবে ওজন কমাবার চেষ্টায় নামতে হয়েছিল বেশ ভালো ভাবেই। যার ফলশ্রুতিতে এই সাইকেলের সাথে সাক্ষাৎ।



সাইকেল কেনা, চালানো শেখা, অতঃপর ছোটখাটো ট্রাফিক আইন ভংগো করে, দুই-একটা দুর্ঘটনার মধ্য দিয়ে রাস্তায় নেমে প্রয়োজনীয় মোটামোটি সব জায়গাতে যাওয়া শুরু করলাম। মোটের উপর সবই এই হতভাগ্যের একাই করতে হয়েছিল। তবে জুনিয়র এক বন্ধুর পরোক্ষ এবং প্রত্যক্ষ বেশ কিছু সাহায্য , সেসময়টাতে আমাকে এগিয়ে নিয়ে গিয়ে ছিল বলে- এক বাক্যে স্বীকার করা ছাড়া উপায় নেই। সে বেচারীর উৎসাহ ব্যন্ঞক কথাগুলো না শুনলে হয়তো আমার এই অসম্ভব ভালোলাগার অভিজ্ঞতাটা কোনদিন হতোনা।



সাইকেল কি করে চালাতে হয়, এটা ইউনিভার্সিটিতে শেখায় একটা ক্লাব। কিন্তু তার সাথে আমার জানাশোনা ছিলনা। তাই মূল ভয়টা ছিল, এই স্থুল স্বাস্থ্যটা নিয়ে কিভাবে সাইকেল চালানো শেখা যায়, তাকে কেন্দ্র করে। দ্বিতীয় কারন সাইকেল কেনা। আমার হঠাৎ করে জেগে ওঠা আগ্রহের ফলশ্রুতিতে কেনা "সাইকেলের কোনদিন কোন ব্যবহার হবেনা" -এই ধারনাটা বেশ বদ্ধমূল ছিল। তারপর আবার সাইকেলের দাম বেশ বেশী, নুন্যতম ১৫০ডলার। যা আমার কাছে হালকা চিন্তার কারন। ভরসার কথা একটাই, আমার এখানে প্রতি মাসের বাস পাসের দাম ৮৬ ডলার। সুতরাং কোনভাবে যদি প্রতিদিন স্কুল থেকে ৪৫ মিনিটের রাস্তা পাড়ি দিতে পারি, তাহলে মাসের এই খরচটা কমে যাবে। আর সেক্ষেত্রে কেবল মাঝে মাঝে দুরে কোথাও যেতে হলে বাসে টিকিট কেটে যাওয়া যাবে। স্কলারশীপ বন্ধ হবার আশংকায়, সে সময় খরচ বাচাবার জন্য এটা একটা বিরাট সুযোগ।



এক কথায় - "এক ডিলে দুই পাখি মারা"। কিন্তু আমার মাথায় কেবল, আম-ছালা দুই হারাবার ভয় - যদি সাইকেলটা কিনে চালাতে না পারি।



শেষমেশ সকল চিন্তা ভাবনার অবসান ঘটিয়ে, কিনলাম একটা সেকেন্ড হ্যন্ড সাইকেল, দামে কম- সুতরাং ভয়ও কম। বিদেশ বিভূয়ের একাকী জীবনে আমার এই সাইকেল অধ্যায় অসাধারন ছিল। স্কুল থেকে রাত করে ফিরবার জন্য আর কোন বাধা ধরা সময় ছিলনা, যেকোন জায়গায় হঠাৎ থেমে যেতে বাঁধা ছিলনা। ছিলনা কোন বিকেলে পার্কের রাস্তা ধরে হেটে বেড়াবার ক্লান্তি। সবচেয়ে বেশি ভালো লাগতো গ্রীষ্মের শেষে এই পাতা ঝরা সময়টাতে অলিগলি ঘোরা। তাইতো প্রতিক্ষায় থাকলাম, আবার আগামী বছরের, সাইকেলটা তুলে রাখলাম সযত্নে বেসমন্টে।



মাঝে মাঝেই এই পার্কের রাস্তাটা ধরে এগিয়ে যেতে মন চাইতো অজানায়,







পার্কের এক পাশে এই লেক,





রাতে দেখা শহর, সোডিয়াম লাইটের আলোয় হলুদ পাতায় ছেয়ে যাওয়া গাছ:









মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার লেখার হাত বেশ চমৎকার। তাই পড়তে বেশ ভালো লেগেছে। লেখাটার মধ্যে কেমন যেন একটা নিঃসঙ্গতার একটা ছাপ আছে।

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৪

আনন্দক্ষন বলেছেন: অসংখ্য ধন্যবাদ..., অনুপ্রেরনা দেবার জন্য।

এই পৃথিবীতে কি আমরা সবাই কোন না কোনভাবে একা নই? চারপাশটা ঘিরে আছে অনেক মানুষ, তবুও যেন আমরা সবাই একা....আমার ক্ষেত্রেও হয়তো তাই হয়েছে...।

২| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩২

কেএসরথি বলেছেন: এটা কোন প্রভিন্স?

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৬

আনন্দক্ষন বলেছেন: Western part of Canada, where winter has already knocking on the door.

ধন্যবাদ সাথে থাকবার জন্য।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ছবি এবং লেখা দুটোই ভাল লেগেছে

২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৪

আনন্দক্ষন বলেছেন: ধন্যবাদ....।
ভালো থাকুন।

৪| ২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৬

আমিনুর রহমান বলেছেন:




চমৎকার সুন্দর লিখা আর ছবি গুলো অসাধারণ।

২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২২

আনন্দক্ষন বলেছেন: আমার লেখা কতটুকু অসাধারন তা জানিনা, তবে আপনার প্রফাইল পিকচারটাতে অপর্থিব এক সৌন্দর্য বর্তমান।

আমরা যদি এতোটা নিষ্পাপ হতে পারতাম, যে আমাদের উপস্থিতি কারোর ছবিকে এতো মোহনীয় করতো?

ভালো থাকুন , আর আমাদের ভবিষ্যতরা যেন এমনি নিষ্পাপ থাকে সেই প্রত্যাশায় থাকলাম।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৬

রবিউল ৮১ বলেছেন: আপনার মতো আমারও খুব ইচ্ছে সাইকেল চালানোর কিন্তু প্রথম সমস্যা হচ্ছে সাইকেল চালানো জানি না।২য় সমস্যা অফিসের গাড়ী বাদ দিয়ে সাইকেল চালিয়ে অফিসে আসার ইচ্ছে বাস্তবে কত দিন থাকবে?তাই মনে হয় কেনার পরে ওটা আসলে পড়েই রইবে।তবে ইদানিং শরীরের ওজন বাড়ছে আর ব্যায়ামও করা হয় না।এই ভয়ে মনে হচ্ছে সাইকেলটা কিনেই ফেলি?

০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৫৮

আনন্দক্ষন বলেছেন: অফিস যদি ঢাকায় হয় তবে এই ঝুঁকি না নেয়াই ভালো।
তবে "শখের দাম টাকায় না ভালো লাগায় " এটা আমার জীবনের একটা প্রেরণা। আর সে হিসেবে অফিস যেতে না পারলেও অল্প বিনোদন দিতে পারবে।

বহু দিন পর নিজের পৃথিবীতে বিচরণের সময় আপনার মন্তব্যটা চোখে পরলো। ...দুঃখিত এতো বেশি দেরির জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.