নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রেম

প্রেম বড় অদ্ভূত স্ববিরোধ শুয়ে থাকে আনাচে কানাচে

অবাক মানুষ

আমি প্রতিদিন জন্ম নিই এবং প্রতিদিন যাই মরে আমি প্রতিদিন যাই ভেঙ্গে আবার প্রতিদিন উঠি গড়ে

অবাক মানুষ › বিস্তারিত পোস্টঃ

আমরাও বিদ্রোহী

০২ রা জুন, ২০১৩ দুপুর ২:১৫

( নজরুলের ১১৪তম জন্মদিনে)



নজরুল নজরুল কোথা আছো মশগুল

একবার এসো এই দেশেতে

এসো বিদ্রোহী বীর চির উন্নত শির

দেখে যাও আছি কোন বেশেতে



দেশজুড়ে লুটপাট খুন আর হত্যায়

হাওয়া ভারি মৃতদের গন্ধে

আমাদের নেতা সেজে যারা ঘাড়ে বসে আছে

তারা থাকে ক্ষমতার দ্বন্ধে



যারা যায় লঙ্কায় তারাই রাবণ হয়

দেখে দেখে আমরা যে ক্লান্ত

উৎপীড়িতের এই ক্রন্দনরোল দেখে

নিশ্চয় তুমিও অশান্ত



নজরুল নজরুল চলে এসো একবার

আমাদের দুখি এই বঙ্গে

এমন সময়ে আজ আমরাও বিদ্রোহী

তুমি থেকো আমাদের সঙ্গে।



২৫/০৫/২০১৩



মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৩ দুপুর ২:১৭

অপ্‌সরা বলেছেন: বাহ ভাইয়া!!!


এক্সসেলেন্ট একটা গান হবে।:)

০২ রা জুন, ২০১৩ দুপুর ২:৫৯

অবাক মানুষ বলেছেন: তাই নাকি?মাথায় থাকলো। ভাল থাকবেন।

২| ০২ রা জুন, ২০১৩ দুপুর ২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: অপ্‌সরা বলেছেন: বাহ ভাইয়া!!!


এক্সসেলেন্ট একটা গান হবে।

০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:০০

অবাক মানুষ বলেছেন: তাই নাকি?মাথায় থাকলো। ভাল থাকবেন। হাঃ হাঃ হাঃ......।

৩| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:১৭

বোকামন বলেছেন:




খুব ভালো লাগলো ভাই।

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:৫০

অবাক মানুষ বলেছেন: জেনে ভাল লাগলো। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.