নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান নিজের কাছে না রেখে সবাইকে জানানো উচিত

আনাস হাসান

শখের বসে লিখি। অল্প জানি সেটাই সবাইকে জানাই

আনাস হাসান › বিস্তারিত পোস্টঃ

কষ্টিপাথর বুক রিভিউ

৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

বই কষ্টিপাথর।
লেখক: ডা. শামসুল আরেফীন


বিষয়বস্তু: মুসলমানদের জন্য ইসলাম হচ্ছে দ্বীন যার অর্থ পরিপূর্ণ জীবন-ব্যবস্থা। যেখানে জীবনের সব কাজের ইসলাম-সম্মত পদ্ধতি এবং কিভাবে করতে হবে তার সবটাই বলে দেয়া আছে। ১৪০০ বছর আগেই আমাদের নবী সুন্নাহার মাধ্যমে এসব বলে গিয়েছেন শুধু তাই নয় উনার সুন্নাহ হিসাবে পালন করলে আমাদের জন্য রয়েছে পরকালের সুখ এবং এই জীবনে আল্লাহর নেয়ামত। কিন্তু আধুনিক যুগে স্বল্প জানা বিজ্ঞান, ধর্ম নিরপেক্ষতার নামে ইসলামের বিরোধিতা এবং লোকলজ্জার ভয়ে আমরা এসব থেকে সরে এসেছি এবং ভাবতে শুরু করেছি যে আধুনিক বিজ্ঞান এদের চেয়ে ভালো কিছু দিয়েছে। এই বইতে এমনসব বিষয়কেই তুলে ধরা হয়েছে যেখানে বিজ্ঞান প্রমাণ করেছে ১৪০০ বছর আগে বাতলে দেয়া পদ্ধতি পালনেই বেশী উপকার দুনিয়ায় আর আখিরাতের কথা তো আল্লাহ নিজেই বলেছেন। বইটিতে অবাক করে দিয়েই যুক্ত করা হয়েছে অসংখ্য রেফারেন্স। কি ভেবেছেন হাদিসের? জি তা রয়েছে কিন্তু যুক্ত হয়েছে আধুনিক বিজ্ঞানের দেয়া ভুঁড়ি ভুঁড়ি রেফারেন্স। বিখ্যাত জার্নাল, বিজ্ঞানীদের আর্টিকেল যা পুরো লেখাকেই বিশ্বাসযোগ্য করে তুলে।

বইয়ের শেষে "প্রলাপ" নামে একটি অংশ যুক্ত করেছেন লেখক। যেখানে মুসলিমদের বলেছেন কেনও শুধু জায়েজ কাজের মধ্যে থেমে না থেকে আরও বেশী আমল করে নিজেদের স্থান দুনিয়া এবং আখিরাতে আরও সন্মানীত করবেন।

পাঠ প্রতিক্রিয়া:
পাঠক হিসাবে আমাকে অনেক নতুনই বলতে পারেন। খুব বেশী বই পড়া হয়নি এখনও তবে অনেক বেশী পড়তে চাই।
বইয়ের শুরুতেই যখন লেখন ঘোষণা দিলেন তিনি যোগ করেছেন বিদেশী সব রেফারেন্স এবং তিনি নিজেই দেখলাম একজন ডাক্তার যেহেতু বইটি স্বাস্থ্য নিয়েই তাই আরও আগ্রহী হয়ে উঠলাম। টানা ৫০ পেজ পড়ে ফেললাম। খুবই সহজ পাঠ বইটি। লেখা পড়ে বুঝলাম উনি আসলেই অনেক রেফারেন্স দিয়েছেন। চেয়েছিলাম কিছু যাচাই করি। অপেক্ষা করলাম শেষ করার। রাতে বসলাম বই নিয়ে। আরও বেশী মনোযোগ কেড়ে নিলো। অবাক করা সব তথ্য যোগ হতে থাকলো। বলেছিলাম পরীক্ষার কথা। পানি নিয়ে লেখার একটা পার্ট গুগল করলাম। দেখলাম যা যা বলেছেন সবটাই ঠিক। নিজেই অবাক হয়ে গেলাম কেনও আরও আগেই জানলাম না। আমি এখানে নিরপেক্ষভাবে লিখছি কিন্তু পড়বার সময় আরও অনেক আবেগী হয়ে গিয়েছিলাম।
লেখাটি সবার জন্য। বইটি সবাই পড়তে পারেন। যারা যুক্তি,রেফারেন্স,বিজ্ঞান দিয়ে বিচার করেন এবং মুক্তভাবে যেকোনো যুক্তি বুঝতে চান আপনারা সবাই পড়তে পারবেন বইটি। হ্যাঁ,যারা মুসলমান আছেন তাদের জন্য অবশ্যই পড়া উচিত। লেখক শেষদিকে আমাদের জন্য খুবই নমনীয় ভাবেই উপদেশ দিয়েছেন। লেখক বলেছিলেন বাধ্য করবেন না,চিন্তার খোরাক দিবেন। সত্যি তিনি পেরেছেন।

ব্যক্তিগতভাবে আমি নিজের একটা দোষ বলি। আমি ইসলামিক বই পড়ার আগ্রহ হারাই সঠিক উপস্থাপনার অভাবে, তবে বলছি আরিফ আজাদ সাহেব এবং ডা. শামসুল আরেফীন সাহেবের লেখা পড়ার পর আমি অনেক আগ্রহী হয়ে উঠেছি। আমি তাদের বলবো আপনাদের খুবই দরকার ছিলও এই সময়ে। আপনারা আরও বই লিখবেন তবে খেয়াল রাখবেন যাতে মানটাও ঠিক এমনই থাকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.