![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের দিনে ফেসবুক নেই এমন কোন মানুষ খুঁজে পাওয়া ভাগ্যের ব্যাপার। একইভাবে ফেসবুকে কোনো সমস্যায় পরেন নি এমন লোকও অনেক। ভার্চুয়াল জগত থেকে সেই সমস্যা চলে যায় আসল জীবনে।
কয়েক বছর আগের ছবিতে যেখানে আপনাকে হিরো লাগছে আপনার ভালো বন্ধুরা সেটা সবার সামনে এনে দিচ্ছে একটা লাইক বা কমেন্টে। এতে আপনার নায়ক হবার সম্ভাবনা যতো বাড়ছে তারচেয়ে কমেন্টের সংখ্যা অনেক বেশী। আর খুঁজে খুঁজে এতো ছবি ডিলিট করা অনেক কঠিন একটি কাজ।
কেমন হয় যদি বলি মাত্র দুই বা তিন ক্লিকের সব ছবি বা পোষ্ট ডিলিট করতে পারবেন। চাইলে বেধে দিতে পারবেন নির্দিষ্ট সময়। যোগ করতে পারেন কোনো শব্দ যাতে করে ঐ শব্দ আছে এমন সব পোষ্ট একবারে ডিলিট হবে। বিশ্বাস হচ্ছে না? চলুন করে দেখাই। আমি নিজে কয়েকবার টেস্ট করেই লিখছি।
এটি একটি ক্রোম ইক্সটেনশন। আমি ক্রোমে ব্যবহার করে দেখেছি।
আমি ক্রোমে ব্যবহার পদ্ধতি লিখছি।
কম্পিউটার ক্রোম ওপেন করুন। তারপর নিচের লিঙ্কটি কপি করে ক্রোমে পেস্ট করুন। যদি ক্রোম আপনার ডিফল্ট ব্রাউজার হয় তাহলে Here ক্লিক করলেও নিয়ে যাবে ।
লিঙ্ক: ০https://chrome.google.com/webstore/detail/social-book-post-manager/ljfidlkcmdmmibngdfikhffffdmphjae
ওপেন হবে এই পেজটি।
এখানে উপরে added to chrome দেখাচ্ছে কারণ আমি অলরেডি এটা ব্যবহার করি। আপনাকে দেখাবে add to chrome।
Add to chrome এ ক্লিক করলে আরেকটি পপ আপ আসবে। আপনাকে add extension ক্লিক করতে হবে।
ক্লিক করার পর এটি আপনার ব্রাউজারে যোগ হয়ে যাবে। আপনি উপরে ডানপাশে দেখতে পারবেন নিচের ছবি মতো।
এবার অতীত মুছে ফেলার পালা।
ক্রোম দিয়ে ফেসবুক লগইন করুন। activity log এ চলে যান।
যারা যেতে পারেন না তাদের জন্য নিচের ছবি দেয়া হলো।
প্রথমে আপনার টাইমলাইনে যাবেন। এখানে ক্লিক করে।
তারপর সেখান থেকে কভার পিকের নিচের বাটনে ক্লিক করে।
এখানে আপনার ফেসবুকে করা যাবতীয় কাজের রেকর্ড আছে। এই পেজের বামদিকে নিচের ছবি মতো লিস্ট রয়েছে। আপনি যা ডিলিট করতে চান সেটায় ক্লিক করুন। আমি পোষ্ট ডিলিট করতে চাই।
এবার যে পেজ এসেছে সেটায় আপনার সব পোষ্ট আছে। এখন উপরে ডান পাশে এক্সটেনশনের আইকনে ক্লিক করুন।
এবার পেজের উপর ডানদিক বড় একটি পপ আপ আসবে।
এখানে আপনি সময়কাল ঠিক করে দিতে পারবেন। Prescan on Page একবার দেখার সুযোগ পাবেন ঠিক মতো হয়েছে কিনা। এতে সময় বেশী লাগবে। স্পীড আপনার পছন্দমতো দিবেন। তারপর ডিলিট বাটনে ক্লিক করবেন। যদি আপনার দেয়া লাইক আনলাইক করতে চান তাহলে activity log পেজে গিয়ে unlike প্রেস করবেন। ট্যাগ করা ছবি হলে সেই পেজে গিয়ে hide/unhide বাটনে ক্লিক করবেন।
কোন পেজে গিয়ে কি করা যাবে সেটা আগের ছবিতে মার্ক করাই আছে।
ক্লিক করার পর একটু সময় নিবে। কি পরিমাণ ডেটা ডিলিট করবেন তার উপর নির্ভর করে। কাজ শেষে চাইলে এক্সটেনশন রিমুভ করতে পারেন। আইকনে ক্লিক করে remove from chrome ক্লিক করে রিমুভ করে দিতে পারেন।
লিখতে অনেক বড় হলেও ২ মিনিট লাগার কথা কাজ করতে। যেকোনো সমস্যায় কমেন্ট করুন। চেষ্টা করবো সলভ করার।
০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
আনাস হাসান বলেছেন: কোন সময়ে ছিলো?
২| ০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
ব্লগার_প্রান্ত বলেছেন: কখনোই ছিলো না, প্রমিস।
৩| ০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:১২
আনাস হাসান বলেছেন: তাহলে আমি সত্যি সৌভাগ্যবান বলা যায়।
৪| ০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
বিদেশে কামলা খাটি বলেছেন: ফেসবুক ভালো জিনিস। ডিলিট করা ঠিক না।
০৩ রা মে, ২০১৮ রাত ৯:৩৯
আনাস হাসান বলেছেন: তাই ভাই?
৫| ০৩ রা মে, ২০১৮ রাত ৮:৪৮
রাজীব নুর বলেছেন: আমার জীবনের মূল মন্ত্র হচ্ছে স্প্রিড। গতি। আমি ঝড়ের গতিতে চলতে চাই।
০৩ রা মে, ২০১৮ রাত ৯:৪০
আনাস হাসান বলেছেন: হা হা হা
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:০২
ব্লগার_প্রান্ত বলেছেন: আমার ফেসবুক নেই, আপনার ভাগ্য সুপ্রসন্ন বটে।