| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সেদিন গেলাম বসুন্ধরা সিটির একটা মোবাইলের দোকানে। এখনকার সময়ে অন্যতম জনপ্রিয় দোকান যেখানে ২ মিনিট কথা বলার সুযোগ পাওয়া কষ্টসাধ্য। সেদিন কোনো কারণে একটু ফাকা। আমি ফোন আগেই দেখে শুধু কিনতে গিয়েছি। তো বললাম ফোন বের করতে, যে ভাইকে বললাম উনি পাশের জনকে বললেন আর আমার সাথে বাকি কথা বলছেন।
খেয়াল করলাম উনি খুব আস্তে কিন্তু আমি শুনতে পাচ্ছি এমনভাবে কথা বলছেন। টোন এতই সুন্দর যে আমি অবাক হয়ে ভাবতে শুরু করলাম সে আমার সাথে এভাবে কথা বলছে কিনা। দেখলাম পাশের জনের সাথেও এমন।
রাস্তায় চলার সময় বা কোথাও অনেক মানুষ থাকলে কেউ জোরে কথা বললেই আমাদের মনোযোগ পায় কিন্তু এই লোক আস্তে বলেও আমার মনোযোগ ধরে রেখেছে। এখানে বলে রাখা দরকার আস্তে বলতে এমন যে আমি ঠিকই শুনছি। বিষয়টা নিয়ে ভাবা শুরু করলাম। বসায় আসার সময় রিকশাওয়ালাকেও আমি সেভাবে কথা বললাম। তেমন কিছু হলো না। বন্ধু মহলে বলে দেখলাম কিছুটা বেশি মনোযোগ পেলাম। এবার একটা মিটিঙ্গে যেখানে ৪ জন লোক ছিলো সেখানে দেখলাম। বেশ ভালো ফলাফল। ফোনে ট্রাই করলাম। অপরিচিত অনেকের সাথে চেষ্টা করলাম। দেখলাম মানুষতো এটাকে বেশ ভালো চোখেই দেখছে। ইচ্ছা ছিলো এই ব্লগ লিখার আগে আমার সাথে রেগে আছে এমন কারো সাথে অভাবে কথা বলে কি ফলাফল হয় সেটা জেনে নেয়ার কিন্তু হয় নি।
তাই এখন থেকে আস্তে কিন্তু শ্রোতা শুনতে পাবে এমন স্বরে কথা বলে দেখুন ভিন্ন কিছু হয় কিনা। শুধু স্বর নয় কথা আরও অনেক নিয়ম মেনে আপনিও হয়ে উঠতে পারেন ভালো বক্তা। অনেকে উচ্চস্বরে কথা বলতে পারেন না বলে কথাই বলেন না। তারা দয়াকরে হতাশ হবেন না। চেষ্টা করুন শ্রোতা শুনতে পায় এমনভাবে কথা বলার।
ইন্টারনেট ঘেঁটে অনেক পয়েন্ট শিখলেও এই পোষ্টে লিখছি না। সেটা নিয়ে একটি ভিন্ন পোষ্ট করবো সামনে। 
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২১
আনাস হাসান বলেছেন: ধন্যবাদ ।
২|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২০
নাহিদ০৯ বলেছেন: এই আস্তে কথা বলা নিয়ে অনেক অনেক অনেক বেশি কথা শুনেছি বন্ধু এবং আত্মীয় মহলে। এখনো জোরে কথা বলার কোন ইচ্ছাই হয়নি। আমি আস্তে কথা বললেও সবাই শুনে, বরং জোরে কথা বলার চাইতে বেশি মনোযোগ দিয়ে শুনে।
আমার নতুন ফ্ল্যাটমেট আমাকে কয়েকদিন খেয়াল করার পরে বলছে নাহিদ তুমি ফোন কানে নিয়ে কি শোন? উনি ভাবছেন আমি ফোনের এপার থেকে কথা না বলেও ফোন শুধু কানে ধরে রেখেছি কোন অডিও শোনার জন্য।
কম এবং ধীরে কথা, পরিমিত পরিমানে কথা জোরে বলা বেশি কথার চাইতেও অনেক অনেক গুনে ইফেকটিভ।
৩|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৬
তারেক ফাহিম বলেছেন: শ্রোতা শুনার মত করে আস্তে করে মাধুর্য দিয়ে কথা বলাটা মার্কেটিংয়ের লোকজন ভালো জানেন।
প্রয়োজন ছাড়া কথা না বলাকে অনেকেই অহংকারী মনে করে।
আমি অবসরে বেশি কথা বলি সামু ব্লগের ব্লগারদের সঙ্গে।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৭
আর্কিওপটেরিক্স বলেছেন: আসলে কথা বলার ক্ষেত্রেও ধীরেসুস্থে বলা উচিত। জোরে জোরে কথা বলা ভালো নয়.....
টাইপিং এর সমস্যা আছে। কিছু বানান ঠিক করুন.....