![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোকনপুর উচ্চ বিদ্যালয়।
লক্ষীপুর।
আমাদের বিদ্যালয়। আমাদের ভালোবাসা। আজ হয়ত ছাত্র জীবন শেষ করে কর্ম জীবনে প্রবেশ করেছি, কলেজ, বিশ্ব-বিদ্যালয়ের থেকে সনদপত্র পেয়েছি। এতকিছুর পরে ভুলতে পারিনি আমাদের সেই বিদ্যালয়টিকে। আজ মনে হয় তখন হয়তো অনেক ভালো ছিলাম। ঘুম থেকে উঠে সকালে মুস্তফা স্যারের কাছে গনিত অথবা আবুল হোসেন স্যারের কাছে ইংরেজী প্রাইভেট পড়া, শ্রেণীতে পাঠ গ্রহন করা, দুপুরের বিরতিতে (লেইজার প্রিয়ড এ)পোদ্দার বাজারে আড্ডা দেয়া আর বিকালে ছুটির ঘন্টা বাঁজলে চিৎকার করে শ্রেনী কক্ষ থেকে বের হতে গিয়ে হুদা স্যারের হাতে পিটুনি, উহ তারপরে বলব অনেক ভালো ছিলো। আজ কর্ম জীবনের ফাকেঁ ফাকেঁ এ বিষয় গুলো অনেক মনে পড়ে। মন চায় সেই দিন গুলিতে ফিরে যাই আবার। কিন্তু তা হয়তো আর কখন সম্ভব হবে না। জীবন জীবনের গতিতে চলবে। একদিন সবাই কে বিদ্যালয় ছেড়ে চলে যেতে হবে। তাই বলে কি, বিদ্যালয়ের প্রতি ভালোবাসা একফোঁটা কমবে? আজ শ্রদ্বাভরে স্মরণ করি আমাদের সেই প্রিয় শিক্ষকদের যাদের অনুপ্রেরনা, ভালোবাসা এবং শাসনের কারণে আমরা এ অবস্থানে আসতে পেরেছি এবং দোয়া করি আমাদের সকল শিক্ষকবৃন্দ ভালো থাকুক সুস্থ থাকুক। এই প্রত্যাশায় ...........
২| ৩০ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৪৫
আমার মন ভাল নাই বলেছেন: আরে কন কি কেমনে ভূলি ... ভূলতে চাইলে ভূলা যায়না....
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:১৭
ভুদাই আমি বলেছেন: আপনি নিশ্চয় পুলিশ অফিসার নয়।। আর স্কুল না ভুললেও স্কুল মাষ্টারদের ঠিকই ভুলে গেছেন....................