![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিরেছি পারদের দেশে,
খুনোখুনি আর ক্লিন্ন পৃথিবীর
যুদ্ধোত্তর সব ট্রেঞ্চ ভালবেসে।
মানুষের চামড়ায় মোড়ানো
শোক বই পড়ে জেনেছি –
জগতে তুমিই সুন্দর,
বাকী সব উৎকট, মিথ্যে।
ওই কীটদুষ্ট গাছের ছায়ায়
পড়ে আছে যত ইচ্ছেচালিত যান
অশ্বশক্তির অপচয় রোধ করে –
তারা জানেনি খর গ্র্যাভিটির টানে
কী উলম্ব চলেছে জগত
আজ রসাতলের দিকে!
ওই সুতীব্র ভোর্টেক্স বেয়ে
নেমে যেতে-যেতে ভাবি
জগতে তুমিই সুন্দর, বিম্বিত
ধ্বংসের পরাবৃত্তে।
(আন্দালীব/ ২০১৫)
২| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩১
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
৩| ২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪২
একজন সৈকত বলেছেন: আপনি কি ফিরে এলেন প্রিয় কবি?
বহুদিন পরে আপনার ব্লগে ঢুঁ মেরে অবাক.।.।.।
নিয়মিত আপনাকে পাবো আশা করি।
ভালো থাকবেন। অনেক।
৪| ০২ রা জুন, ২০১৮ রাত ৩:৫৩
উত্তরাধিকার বলেছেন: অনেক দিন বাদে এলাম।
আপনার আঙিনায় না এলে কি চলে ?
আর এসেই দেখি -
পারদের গায়ে সুন্দরের প্রতিফলন।
ক্ষয়িষ্ণু সভ্যতায় অহেতুক অশ্বশক্তি অপচয়।।
ভাবনা প্রকাশে আপনি বরাবরই আইকনিক।
শুভেচ্ছা নিন প্রিয়।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:১১
বিজন রয় বলেছেন: আপনি অনেক পুরানো ব্লগার।
সম্প্রতি আবার পোস্ট দেয়া শুরু করেছেন।
আশা্করি নিয়মিত থাকবেন।
কী উলম্ব চলেছে জগত
আজ রসাতলের দিকে!
................................ ঠিক বলেছেন।