নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Anik07

Anik07 › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে বিলুপ্তির দ্বারপ্রান্তে চলে যাওয়া প্রাণীগুলো পর্ব ২

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬

বাংলাদেশে বিলুপ্তির দ্বারপ্রান্তে চলে যাওয়া প্রাণীগুলো পর্ব ২ 

(iii) লামচিতা / মেঘলা চিতাবাঘ / Clouded Leopard 

বাংলাদেশের ৩ প্রকারের বড় বিড়ালগুলোর একটি এটা। অন্য গুলো হলো চিতাবাঘ আর বাঘ। 
প্রথমেই বলে রাখি লামচিতার সাথে চিতাবাঘ এর মিল বেশি নেই। বরং বাঘের সাথে মিল বেশি। লামচিতা 'বড় বিড়াল' সারণীর সবচেয়ে ছোট। তবে এটা ঠিকই বড় বিড়াল আর মেছো বাঘ থেকেই অনেক বড় হয়ে থাকে।


বান্দরবান বনে কেমেরা ট্রেপে (EcoGuardian Program Camera Trap Project 2015) ( ছবি -১ ) 

বাংলাদেশে এক সময়ে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম , সিলেট ও ভাওয়াল বনাঞ্চলে এরা বিচরণ করত। বর্তমানে সিলেট ও ঢাকার ভাওয়াল বনাঞ্চল থেকে এরা বিলুপ্ত। 
চট্টগ্রামেও এদের পাওয়া যায় নাকি সন্দেহ আছে। 
কিন্তু পার্বত্য চট্টগ্রামে এরা নিঃসন্দেহে টিকে আছে। রাঙামাটি, বান্দরবান এবং হয়তবা কক্সবাজারেও এরা মোটামুটি সংখ্যাএ টিকে আছে।


(ছবি -২)

৯২ থেকে ২০০৯ এ মাত্র একটা নিশ্চিত রিপোর্ট ছিল এ প্রাণীর। তাই এ সময়ে এ প্রাণীকে বিলুপ্ত ধারণা করা হত। কিন্তু মনে রাখা প্রয়োজন অত্যন্ত লাজুক ও লুকানো স্বভাবের জন্য এরা বেশ দুর্লভ আর তাই দেখা পাওয়া বেশ কঠিন। আবার বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ এটিকে চিতাবাঘ বলেই ধরে নেয় যেহেতু অনেকেই চিতাবাঘ কখনো দেখেনি। (এট লিস্ট লামচিতা এক প্রকার বড় বিড়ালই যেখানে ছোট মেছো বিড়ালকে পর্যন্ত সাধারণ মানুষ বাঘ মনে করে নেয় :P ) আবার পার্বত্য চট্টগ্রামে তখনো বড় পরিসরে কোন বণ্ণপ্রাণী সার্ভে ও করা হয়ে নি।
কিন্তু ২০০৯ থেকে অনেক রিপোর্ট জমা পড়েছে এ প্রাণীর। এর কারণ এই সময়েই বড় পরিসরে বেশকিছু পরীক্ষা চালানো হয়েছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। ২০০৯ সালে রাঙামাটি জেলায় বাচ্চা সহ তিনটি লামচিতা দেখা দেয় যার মধ্যে বাচ্চা টা ধরা পড়ে। আবার সুপ্রিয় চাকমা'র কেমেরা ট্রেপে ধরা পড়ে ২০১১ তে কাসালং এ(বান্দরবান) । আগে পায়ের ছাপ দেখা গেলেও ২০১৪ তেই প্রথম সচক্ষে ধরা দেয় কাপ্তাই বনে(রাঙামাটি)(ছবি -২) এক কেমেরা ট্রেপে। ২০১৫ তে আরেকটা কেমেরা ট্রেপে বান্দরবানে (ছবি -১)।
কক্সবাজারেও এদের কদাচিৎ দেখা যায় বলে মনে করা হয় ।

আমি নিজে কাপ্তাই হ্রদএ বেরানোর সময়ে গাইডের কাছে শুনেছিলাম যে সেখানের বনে এক প্রকার চিতাবাঘ কদাচিৎ দেখা দেয়। তারা আবার এটাকে 'গেছো বাঘ'ও বলে। 
সবমিলিয়ে বলা যায় লামচিতা এখানো টিকে আছে মহাকষ্টে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের গভীর বনগুলোতে। সংখ্যা অবশ্যই বলতে পারব না তবে চিতাবাঘ থেকে নিঃসন্দেহে বেশি। বলা যায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বড় বিড়াল বলতে এ লামচিতাই আছে। (চিতাবাঘ খুবই কম)
এ সুন্দর প্রাণী টি রক্ষা করতে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। আর আদিবাসীদের জন্য সঠিক কর্মসংস্থান ঘটিয়ে অবৈধ শিকারও রোধ করা সম্ভব।

চলবে ,,,,

তথ্যসূত্র - 

(Kaptai Wildlife Page এ ছবি - ২ ) 
https://m.facebook.com/profile.php?id=1424387654450829

২০০৯ এ লামচিতার বাচ্চা ধরা পড়ার খবর - (Click This Link)




মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লাগল! চালিয়ে যান!

২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লাগলো। এমন পোস্টের জন্য অশেষ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.