নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আম-আঁটির ভেঁপু

কবে যাবো পাহাড়ে... কবে শাল মহুয়া কণকচাঁপার মালা দেব তাহারে....

আম-আঁটির ভেঁপু

বোকাসোকা মানুষ, কঠিন কথা বুঝিনা। মৌলবাদের গুষ্ঠি কিলাই। লিখতে ভাল্লাগে তাই লিখি। যোগাযোগ: [email protected]

আম-আঁটির ভেঁপু › বিস্তারিত পোস্টঃ

পাহাড়ী কিশোরী

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৬

রোদে পোড়া তামাটে বর্ণ, রুক্ষ শুষ্ক চুল কিশোরীর

বাহুতে জড়ানো একগাছি বেলীর মালা

দেখতে ঠিক আর দশটা ফুলওয়ালীর মত নয়

একটু বেশি সুন্দরীও নয়, একটু বেশি উদ্ধত যৌবনাও নয়

একটু ভিন্ন- চেহারার গড়নে, চোখের চাহনিতে-

একটু চেয়েই বুঝলাম- পাহাড়ী কিশোরী সে।

নিশ্চয় পাহাড়ের উদার বুকেও আহার নেই আর

দারিদ্র্য পাহাড়-সমতল মানেনা বোধ হয়

দাঁড় করিয়ে দু’টো মালা কিনলাম-

যদিও কেউ নেই খোঁপায় জড়াবার,

একটু বেশিই দাম দিলাম, বললাম- ‘বকশিশ’

সে যেন একটু কী ভাবলো, তারপর মুখ তুলে চেয়ে বলে-

“যারা আমার ঘর পোড়ালো, আমার বাবাকে বেঁধে মা’কে...

আমাকেও চেয়েছিলো, পারেনি- পালিয়ে এসেছি শহরে;

যারা আমার জন্মভূমি ছিনিয়ে নিলো- তুমি কি ওদেরই লোক?”

ক্ষণিকের উত্তেজনায়, হাতের মুঠি শক্ত করে উঁচিয়ে

বলতে চেয়েছিলাম- “না, না, না!”





মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২২

বাতায়ন এ আমরা কজন বলেছেন: ভাল।

২| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৩

কাজী নিয়াজ বলেছেন: ভালো লেখা।

৩| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৭

হাসান মাহবুব বলেছেন: এটা কি কবিতা?

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৯

আম-আঁটির ভেঁপু বলেছেন: কবিতাই লিখতে চেয়েছিলাম। কবিতা হয়নি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.