![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোকাসোকা মানুষ, কঠিন কথা বুঝিনা। মৌলবাদের গুষ্ঠি কিলাই। লিখতে ভাল্লাগে তাই লিখি। যোগাযোগ: [email protected]
গাছের গোড়ায় ওদের কুঠার নিরন্তর আঘাত হানে,
ধ্বংস হয়ে যায় অবারিত সবুজ বন।
পেট্রোল আর কেরোসিন ঢেলে-
শত শত বাড়িঘর পুরে খাক করে দেয় ওরা
ডানাভাঙা পাখিগুলো উড়তে পারেনি কোনোদিন,
প্রতিবন্ধী জনতা কখনও শেখেনি চিন্তা করতে।
এই হল আমার দেশের শেকড়-
গাছের সবুজ পাতার জীবনীশক্তি
লুকিয়ে থাকে শেকড়ের মাঝে,
আশা ও স্বপ্নের স্থপতি,
পাখির ডানার মত মুক্ত স্বাধীনতা,
প্রবীণ বয়োজ্যেষ্ঠের অভিজ্ঞতা আর জ্ঞান;
বারবার, এখানে সেখানে- শেকড় কেটে উপড়ে ফেলছে দুর্বৃত্ত,
গাছগুলো বাড়তে শেখেনি, ডালপালা ছড়ায়নি
পঁচে, শুকিয়ে ঝরে গেছে সব,
ডানা গেছে ভেঙে, জাতির চিন্তাশক্তি আজ পরাহত,
ভেড়ার পালের মত কসাইখানায় এরা হত্যা করেছে মানুষকে।
এটাই
এযুগের সবচেয়ে বড় সত্য।
মূল: নাজিম হিকমত
অনুবাদ: আম-আঁটির ভেঁপু
২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫১
আম-আঁটির ভেঁপু বলেছেন: ধন্যবাদ
২| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৭
সাদরিল বলেছেন: বারবার, এখানে সেখানে- শেকড় কেটে উপড়ে ফেলছে দুর্বৃত্ত,
গাছগুলো বাড়তে শেখেনি, ডালপালা ছড়ায়ন
গভীর কিছু পড়লাম মনে হয়
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪
হাসান মাহবুব বলেছেন: ভাল হয়েছে অনুবাদ।