নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আম-আঁটির ভেঁপু

কবে যাবো পাহাড়ে... কবে শাল মহুয়া কণকচাঁপার মালা দেব তাহারে....

আম-আঁটির ভেঁপু

বোকাসোকা মানুষ, কঠিন কথা বুঝিনা। মৌলবাদের গুষ্ঠি কিলাই। লিখতে ভাল্লাগে তাই লিখি। যোগাযোগ: [email protected]

আম-আঁটির ভেঁপু › বিস্তারিত পোস্টঃ

আপনার জিন, আপনার রাজনৈতিক মতাদর্শ

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৩

সমাজবিজ্ঞান এবং জেনেটিক্স এর বিজ্ঞানীদের যৌথ গবেষণায় বেশ পরিষ্কারভাবে দেখা গেছে যে আপনার রাজনৈতিক মতাদর্শ অর্থাৎ, আপনি বামপন্থী না ডানপন্থী, রক্ষণশীল না প্রগতিশীল, ধর্মান্ধ না ধর্মনিরপেক্ষ- এ ব্যাপারগুলোর অন্তত ৫০% আপনার জিন দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ আপনি চাইলেও সেটা পরিবর্তন করতে পারবেন- সে সম্ভাবনা খুবই কম।



শুধু তাই না, একজন ব্যক্তিকে তার বদ্ধমূল ধারণার বিরুদ্ধে যুক্তি কিংবা তথ্যপ্রমাণ দেখালে সে সেটাকে কীভাবে গ্রহণ করবে- সেটাও জেনেটিক। কেউ সেসব প্রমাণ দেখে নিজের ভুল স্বীকার করে নেবে, আবার কেউ সেসব তথ্যপ্রমাণ দেখে আরো অনেক বেশি রক্ষণশীল হয়ে উঠবে এবং তার নিজের ভুল বিশ্বাসকে আরো শক্ত করে আঁকড়ে ধরবে। এমনকী, গবেষণায় দেখা গেছে- অনেক মানুষ সাধারণ যোগবিয়োগের অঙ্কেও ইচ্ছে করে ভুল করেন নিজের বক্তব্যকে সঠিক প্রমাণ করার জন্য।



তার মানে দাঁড়াচ্ছে যে, যুক্তিতর্ক এবং তথ্যপ্রমাণ দিয়ে কারো ধ্যানধারণা পরিবর্তনের চেষ্টা করা শুধু যে সময়ের অপচয় তাই নয়, আপনি একজন রক্ষণশীল ব্যক্তির সাথে যুক্তি দিয়ে তর্ক করতে গিয়ে তাকে আদপে আরো বেশি রক্ষণশীল করে তুলতে পারেন। কাজেই তাদের সাথে মুখোমুখি যুক্তিতর্কে না গিয়ে অন্য কোনো পদ্ধতিতে তাদের সাথে লড়তে হবে।



http://www.livescience.com/4454-political-preference-genetic.html





নীচের ভিডিওটি ৬:৪৫ মিনিট এর পর থেকে দেখতে হবে:





মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৯

পাঠক১৯৭১ বলেছেন: হাউকাউ।

রাজনীতি নির্ভর করে শিক্ষার উপর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.