![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিনের শেষে, ক্লান্ত বেশে
চেয়ে আছি, মেঘের দেশে
বর্ষা তোমায় ছুয়েছে নাকি,
সূর্য তোমায় দিয়েছে ফাকি।
আধাঁর তোমায় রেখেছে ঢেকে?
আড়াল করে লুকিয়ে রাখে?
আস্তে আস্তে ক্লান্ত হয়ে,
আধাঁর মেঘ যাচ্ছে ক্ষয়ে।
যাবার আগে দরজা খুলে
নামিয়ে দিল তোমায় ভুলে।
তুমিই বৃষ্টি!! ভারী মিষ্টি।
স্রষ্টার গড়া অবাক সৃষ্টি।
কে দিয়েছে নামটি তোমার?
দিনের শেষে তুমিই আমার।
অনিক মাহফুজ
২/২/১৩
©somewhere in net ltd.