![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজও সোজা রাস্তায় এঁকেবেঁকে চলা সেই
আমি,
ভেবে যাই তোমার কথা।
দখিন হাওয়া এখনও ভাসিয়ে নিয়ে আসে,
তোমার চুলের গন্ধ।
বিস্তৃত ক্রন্দসী মেলে ধরে চারপাশে
তোমার মাতাল করা সৌন্দর্য।
আর আমার চারপাশে তোমার স্মৃতিগুলো,
উড়ে বেড়ায় সাদা মেঘের মতো।
শেষ বিকেলের চুম্বন এসে বলে যায়
তোমার সাথে কাটানো,
শেষ বিকেলের কথা,
যেদিন থেকে আস্তে আস্তে ডুবতে শুরু
করেছিলো,
আমার ভালবাসার সূর্য।
একি সময় মনে হত,
তোমায় ছাড়া মনে হয় বাঁচব না।
এখন তো তুমি নেই
কিন্তু আমি তো দিব্যি বেঁচে আছি।
হাসছি, কথা বলছি।
কিসে যে বাঁচিয়ে রেখেছে আমায়,
আমি জানি না। তবে জানি
আমার মাঝে বাস করে আরেক তুমি।
মনে পড়ে সেই বিকেলের কথা??
যেদিন তোমায় দেখেছিলাম মনের মত
করে শেষবার।
যেদিন তোমার স্পর্শে আমি পুলকিত হইনি,
হয়েছিলাম শঙ্কিত।
"আর দেখা পাবো তো??"
"এই বিকেলটা আবার আসবে তো??"
তুমি হাসতে হাসতে বলেছিলে,
"আসবে এ বিকেল আবার আসবে।"
শেষবারের মত দেখেছিলাম
অস্তগামী সূর্যের হাসি।
কি কুক্ষণেই না কথাগুলো ভেবেছিলাম।
আজ ভাবি মনে মনে,
তখন তোমার মত হাসতে পারলে মনে হয়,
আজ অশ্রুশূণ্য রোদনে ভিতরটা হাহাকার
করে
উঠত না।
শঙ্কাটা বাস্তব হত না। পূর্নিমার চাঁদ
বারবার ফিরে ফিরে আসত মনের নীলিমায়।
বিকেলটা হত আরও রঙিন।
গোধূলীটা মেঘে ছেয়ে থাকত না।
হাহাহাহা....................
কি বলতে গিয়ে কি বলে ফেললাম,
কি ভাবতে গিয়ে কি ভেবে ফেললাম।
অনধীকার চর্চায় ক্ষমাপ্রার্থী হয়ে গেলাম
আবার।
শুধু এটুকু জানি, যা ভেবেছি তা আমার
হারিয়ে যাওয়া
অধিকার থেকেই ভেবেছি।
অনিক মাহফুজ
১০/৬/১৩
©somewhere in net ltd.