![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে যেদিন প্রথম বিদায় বলেছিলাম
সেদিন থেকেই আমার চারপাশটা অন্ধকার।
একগুচ্ছ কালো মেঘ আর কুয়াশার চাদর
আচ্ছন্ন করে রেখেছে আমায়।
মাঝে মাঝে বৃষ্টি হয়েছে খুব
কিংবা কখনো হয়নি।
বিদ্যুতের মত তুমি ঝলক দিয়ে গেছ,
আমি ধরতে পারিনি।
কখনও. শিশির কথা বলেছে কানে কানে।
শুনতে চাইনি।
অনেকবার বলেছে, কেঁদে কেঁদে বলেছে
আমি তারপরও শুনিনি।
আজ তোমাকে শেষ বিদায় বলে দেয়ার পর
আমার ভেতরকার শ্মশানচারী সন্যাসীটা,
অট্টহাস্যে উপহাস করছে নিজেকে।
"তুমি নির্বোধ, তুমি আলেয়াকেই
আলো ভেবে গেলে
তুমি নির্বোধ। "
আমি বারবার কেঁপে কেঁপে উঠছি,
আমার কলম চলছে না।
আমি হারলাম নিজের কাছে।
বড় কঠিন সে পরাজয়।
পরাজিত রাজা যেমন মাথা নিচু
করে বিদায় নেয়,
তেমনি আমিও চলে গেলাম
তোমার হৃদয়পট থেকে।
ভাল থেকো, সুখে থেকো।
আমি চললাম।'
অনিক মাহফুজ
২/৩/১৩
©somewhere in net ltd.