নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ

অনিক মাহফুজ

অনিক মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে ফেলেছি তোমায়

২৬ শে জুন, ২০১৩ রাত ৮:২৬



তোমাকে যেদিন প্রথম বিদায় বলেছিলাম

সেদিন থেকেই আমার চারপাশটা অন্ধকার।

একগুচ্ছ কালো মেঘ আর কুয়াশার চাদর

আচ্ছন্ন করে রেখেছে আমায়।

মাঝে মাঝে বৃষ্টি হয়েছে খুব

কিংবা কখনো হয়নি।

বিদ্যুতের মত তুমি ঝলক দিয়ে গেছ,

আমি ধরতে পারিনি।

কখনও. শিশির কথা বলেছে কানে কানে।

শুনতে চাইনি।

অনেকবার বলেছে, কেঁদে কেঁদে বলেছে

আমি তারপরও শুনিনি।

আজ তোমাকে শেষ বিদায় বলে দেয়ার পর

আমার ভেতরকার শ্মশানচারী সন্যাসীটা,

অট্টহাস্যে উপহাস করছে নিজেকে।

"তুমি নির্বোধ, তুমি আলেয়াকেই

আলো ভেবে গেলে

তুমি নির্বোধ। "

আমি বারবার কেঁপে কেঁপে উঠছি,

আমার কলম চলছে না।

আমি হারলাম নিজের কাছে।

বড় কঠিন সে পরাজয়।

পরাজিত রাজা যেমন মাথা নিচু

করে বিদায় নেয়,

তেমনি আমিও চলে গেলাম

তোমার হৃদয়পট থেকে।

ভাল থেকো, সুখে থেকো।

আমি চললাম।'

অনিক মাহফুজ

২/৩/১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.