নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ

অনিক মাহফুজ

অনিক মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১২

তুমি ভাই বুঝবে কি করে!!

থাকছো তো মহা আদরে,

ইট, কাঠ, অট্টালিকার পরে

থেকে ভাই পোড়া খাঁচায়

কখনো বোঝা কি যায়

মুক্ত হয়ে স্বাধীন থাকার মানে।

যে ছেলেটি বের হয়ে যায়

না থেকে পোড়া খাঁচায়,

বুক পেতে বুলেট যে খায়

রক্তে যে সাঁতরে বেড়ায়,

সে বুঝেছে স্বাধীনতার মানে।

যে ভাঙায় গভীর নিদ্রা,

ধরতে যে যায় উজল চন্দ্রা,

যে শোনে মন্ত্রধ্বনি কানে,

ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যে যায়

না থেমে মায়ার টানে,

সে জানে স্বাধীনতার মানে।

তুমি ভাই বুঝবে কি করে??

থাকছো তো মহাআদরে।

শোনাচ্ছ, স্বাধীনতার গান।

জানালার ভেতরে বসে,

কেদারায় ঠেসান দিয়ে,

যায় বোঝা স্বাধীনতার মান??

যে মরে হাসিমুখে,

কি জানি, কোন সে সুখে,

যে দেয় আলগা সুতায় টান।

যে চেঁচায় উচ্চরবে,

গলা দিয়ে রক্ত ঝরে,

সেই গায় স্বাধীনতার গান।

হুম। সেই বোঝে স্বাধীনতার মান।

যার কথা বলছি আমি,

কেউ সূর্য কেউবা ক্ষুদি,

কেউবা আমার মায়ের ছেলে।

ভেঙে দিয়ে সকল বাঁধা,

ভেঙে দিয়ে গোলকধাঁধা,

দিয়ে গেছে স্বাধীনতা ঢেলে।

আমায়, দিয়ে গেছে স্বাধীনতা ঢেলে।



অনিক

১৯/৮/১৩

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.