![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাগলী তোরে রাখব বড় আদরে।
থাকবি তুই আমার সাথে?
হাঁটবি আমার হাত ধরে?
বসবি আমার গা ঘেষে,
মায়াবী তরুর ছায়?
পাগলী তোরে রাখব বড় আদরে।
থাকবি তো আমার সাথে?
ভিজবি বাদল ধারায়?
রাতের আকাশে তারা গুনবি,
আমার নায়ে বসে?
দূর অজানায় পাড়ি জমাব,
উজানের স্রোতে ভেসে।
তোরে রাখব বড় আদরে, পাগলী।
তুই থাকবি আমাতে মিশে।
শিশির যেমন মিশে থাকে,
সোনালি ধানের শীষে।
তোরে রাখব বড় আদরে, পাগলী।
খেলবি রঙের খেলা?
তুই আর আমি প্রেমের পাথারে,
ভাসাবো সুখের ভেলা।
পাগলী, তোরে রাখব বড় আদরে।
রাখব অনেক সুখে।
থাকবি তো তুই আমার পাশে,
আমার পরম দুখে?
তোরে রাখব বড় আদরে আমি।
শোনাব তোরে গান।
তুই যে আমার আঁধার ঘরে,
ডাকবি আলোর বান।
থাকবি তো তুই চিরকাল আমার হাতটি ধরে?
পাগলী.... সত্যিই তোরে রাখব বড় আদরে।
অনিক
৯/৯/১৩
২| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগলো
৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৯
অবিবাহিত ছেলে বলেছেন: সুন্দর হইছে...অনেক রোমান্টিক কবিতা...আমার নাম দিয়ে চালিয়ে দিবো আমার গার্লফ্রেন্ডের ইনবক্সে...অনিক ভাই অনুমতি নিলাম কিন্তু>>>
৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১২
টুম্পা মনি বলেছেন: ভালো লিখেছেন। শুভকামনা।
৫| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪২
অনিক মাহফুজ বলেছেন: ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে পড়েছেন।
অবিবাহিত ভাই আপনার ও আপনার গার্লফ্রেন্ডের জন্য শুভকামনা। আমার একটা কার্টেসি দিয়েন। :p :p
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩০
চানাচুর বলেছেন: আপনার সাথে থাকলে তো পাগলীর শেষ পর্যন্ত পাগলা গারদে যাওয়া লাগবে, যা অবস্থা!!