![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মতোই থাকব।
নিজের মতো বাঁচব।
নীলাম্বরীর মেঘে ভাসবো।
বলাকার মতো পাখা মেলে উড়ব,
আমার আকাশে।
রজনীগন্ধার গন্ধ হয়ে ভাসবো,
দখিনের বাতাসে।
জোনাক হয়ে জ্বলব,
বাঁশবাগানের মাথায় ওঠা চাঁদের
সাথে হাসব।
তারার সাথে জ্বলব।
স্রোতের
টানে গা এলিয়ে পাড়ি জমাব
দূর.... গাঁয়ে।
...........................
.............................
ভয় নেই। তোমার আড়ালেই থাকব।
নিজেকে লুকিয়ে নয়, অভিমান নিয়ে।
ভালোই তো আছি তোমায় ছাড়া।
কোন বারণ নেই, নিষেধ নেই।
নিজের মতোই চলছি।
দূর নীলিমায় চোখ মেলে থাকি,
চাতকের মতো।
দৃষ্টির সে ভাষা তুমি বুঝবে না।
মনের জলসায় একাই নেচে বেড়াই,
ইন্দ্রের নর্তকীর মতো।
অর্ধ সিক্ত লাল চোখে দু, চারটা স্বপ্ন
বুনি।
একাই উড়ে বেড়াই স্বপ্নের গালিচায়।
তুমি তার সঙ্গী হতে পারবে না।
নীল স্বর্গের দ্বারে যেখানে
মায়াবী কোমল
দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে থাকে,
কষ্টের পরীরা, সেখানে আমি একাই
যাব।
তোমাকে নেব না।
নীল উপত্যকায় একাই ঘুরে বেড়াব,
উদভ্রান্তের মতো।
....তুমি এসব পারবে না।
তাইতো আসতে এলাম।
আমি আমার মতোই থাকব।
আমার মতোই বাঁচব।
অনিক মাহফুজ।
১/৭/১৩
©somewhere in net ltd.