![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওই চেয়ে দেখ গগন ভেদিয়া
আসিতেছে কেবা ছুটে,
মলিন, আঁধার, ধোয়াশা নীরদ
যাইতেছে ধীরে টুটে।
কান খাড়া করে, শূন্যে চেয়ে,
একি শুনি! একি শুনি!
দূর হতে কার
ভাসিয়া আসিছে বজ্রপদের ধ্বনি।
কেবা দিলো হাক, কে বাজায় শাঁখ,
কুঠার হানিয়া কেবা দিল দাগ
সবুজ ধরার বুকে,
কে ডাকিল ঐ অনলের বান
অত্যাচারের সুখে।
কে বাজায় মল, কে নামায় ঢল,
কে আনে শূন্যে বর?
কার পদভারে কাঁপিয়া উঠিছে
সুকঠিন ধরাধর।
দেখ চেয়ে দেখ, প্রস্তরে আজ,
পুষ্প উঠিছে ফুটি,
ফুলের সুবাসে শত হারামের
নিদ্রা গিয়াছে টুটি।
গত অকালের মৃত্যু আবার
ফিরিয়া পেয়েছে প্রাণ,
অরুণ তেজে পুরিয়া গিয়াছে
ভয়–ডর পিছুটান।
উঠেছেরে প্রলয়দোলা,
নাচিছে কালবোশেখী।
ভেঙেছে জুলুমের বাঁধ, চির উন্মাদ,
মহাকালের ঐ দ্রোহের দ্রোহী।
শুনেছিস অবেলার ডাক?
শুনেছিস তরুনের হাক?
তবু তুই দাঁড়িয়ে কেন?
ছুটে আয় ভাঙিয়া দে ফাঁদ।
দেখেছিস সর্বনাশী, খলোকে তমের
শশী।
নিয়ে আয় ধরার বুকে,
ছিঁড়ে ফেল উগ্রসুখে।
ফিরেছে আমার মাঝে,
বিগত দ্রোহের দ্রোহী।
পোড়ায়ে শ্মশান, চির অবসান
চল ফের মিলে নতুন গড়ি,
নতুনের বিজয় কেতন উড়ায়ে গগন জুড়ি।
অনিক মাহফুজ
২৫/৩/১৩
©somewhere in net ltd.