![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একগুচ্ছ লাল গোলাপ
নিয়ে বসে আছি,
তোমায় দেব বলে।
একজোড়া বুভুক্ষু চোখ নিয়ে বসে আছি,
তোমায় দেখব বলে।
রজনীগন্ধার মালা নিয়ে বসে আছি ,
তোমার খোঁপায় দেব বলে।
আমার হাত দুটো অধীর
আগ্রহে অপেক্ষা করছে,
তোমার স্পর্শ পাবে বলে।
কানদুটো অস্থির হয়ে আছে,
তোমার কথা শুনবে বলে।
আমার তৃষ্ণার্ত ওষ্ঠ অপেক্ষায় আছে,
তোমার চুম্বন পাবে বলে।
আমার অস্থির চিত্ত ব্যাকুল হয়ে আছে,
তোমায় ভালবাসবে বলে।
অনিক মাহফুজ
২৩ /১২ /১২
©somewhere in net ltd.