নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ

অনিক মাহফুজ

অনিক মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৬

আবার কেন ক্রন্দসী ডাকে,

আঁধারে হারিয়ে শুভ্রতা।

আবার কেন কালো মেঘ জমে!

অনুভা কেন আঁধারে হাসে!

সূর্য কেন মেঘে লুকায় ভুলিয়ে সব

রুক্ষতা।



আমি তো অভ্যস্ত হয়ে গিয়েছিলাম।

দিনেশের তেজ সয়ে নিয়েছিলাম।

ভুলে গিয়েছিলাম মৃগাঙ্কের

হাসি।

একটি একটি করে ছিঁড়ে ফেলেছিলাম

নীল পুষ্পের বৃতি।

যার সাথে মিশে ছিল আমার

সোনালি ঊষার স্মৃতি।

আমি ছেড়ে দিয়েছিলাম বেণু -

বীনার সুর।

আমি তো একাই হেঁটে চলেছিলাম

দূর থেকে বহুদূর।



তবে আবার, কেন মেঘ আসে!

আবার, কেন ক্রন্দসী কাঁদে!

কেন ইচ্ছে জাগে দেয়ার

জলে ভিজতে।

বারেবারে কেন হৃদয় উঠছে কেঁপে!

বৃষ্টি, আবার কেন এলি, আমার

আকাশে ঝেঁপে?

অনিক মাহফুজ

২৬/১০/১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.