নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ

অনিক মাহফুজ

অনিক মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

নিদয় কবিতা

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫০

কবিতা তুমি কাঁদিয়েছো আমায় অনেক।

অনেকবার অশ্রুশূণ্য রোদনে আমি

হাহাকার করে উঠেছি।

আমার গগণ বিদারী রব কেউ শুনতে পায়নি।

শুধু হৃদয়টা ভেঙে হয়েছে টুকরো টুকরো।

তোমায় লিখতে গিয়ে আমি অনেকবার,

নিজের গলা টিপে ধরেছি।

জাপটে ধরে মেরেছি।

জর্জর হয়েছি হৃদয়ের বিষে।

আমার প্রেম স্বর্গে তুমি হয়েছিলে বিষফোঁড়া।

তারপরও তোমার পিছে ছুটেছি।

নিজেকে বারবার বেঁধে রেখেছি,

লৌহ শিকলে, কয়েদির মত।

আমার ভাঙা হৃদয়ের ধ্বংসস্তুপ

ঢাকা পড়েছে টানা চামড়ার আড়ালে।

আমার ভেতরের শ্মশানচারী সন্যাসীটা

আমাকে উপহাস করেছে বারবার,

"কি নির্বোধ তুমি, সামান্য একটা কবিতা

লিখতে গিয়ে এত বড় ভুল করলে,

কি নির্বোধ তুমি।

হাহাহাহা.................. কি নির্বোধ তুমি।"



কবিতা, তুমি নিষ্ঠুর অতি।

আমি যখন কেঁদেছি, তুমি তখন হেসেছে,

পূর্ণরূপে বিকশিত হয়ে,

সবার প্রশংসা কুঁড়িয়েছ।

আমার শ্রাবণ তোমার বাগানে

ফুল হয়ে ঝরেছে।

আমার কষ্টগুলো তোমার দরজায়,

সুখ হয়ে কড়া নেড়েছে।

আমার জোছনা তোমার ছায়ায় ঢাকা পড়েছে বারবার।

বারবার বেরিয়েছে বেদনার উদগার।

ধীরে ধীরে দীর্ঘ হয়েছে জরিষ্ণু প্রহর।

বড় নির্মম তুমি, ক্রূর কবিতা।

লিখব না তোমায় আর লিখব না।



অনিক মাহফুজ

৩/৩/১৩

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১০

টুম্পা মনি বলেছেন: ভালো লাগল :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

২| ২২ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:৩০

অনিক মাহফুজ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.