নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ

অনিক মাহফুজ

অনিক মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

কেন??

২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২০

যে কলি ফুল হয়ে ফোটার অধিকার পায়

তাকে কলি হয়ে জন্মাবার অধিকার কেন দেওয়া হয়??

কেনইবা তাকে আশা দিয়ে আশাহত করা হয়??

কেনইবা তাকে সৌন্দর্য ছড়ানোর অধিকার

থেকে বঞ্চিত করা হয়?? আর কেনইবা তাকে স্বপ্ন

দেখানো হয়??

এই এতগুলো প্রশ্নের উত্তর হয়তো স্রষ্টাই দিতে পারবেন।

তবে প্রকৃতির এই নিষ্ঠুর আচরণ এদের জন্য কেন??

যারা নিষ্ঠুর আচরণে অভ্যস্ত হয়ে গেছে তাদের জন্য

স্রষ্টা কেন এত নমনীয়?? এত উত্তরও কেবলমাত্র স্রষ্টাই

দিতে পারবেন।

আমি ক্ষুদ্র সৃষ্টি। আমার কাজ শুধু

তাকিয়ে তাকিয়ে দেখা আর প্রয়োজনে এসবের

শিকার হওয়া। মানুষ সবসময়ই শিকার

করতে পারেনা কখনো কখনো তাকেও শিকার হতে হয়।

স্রষ্টার মাহাত্ম্য এর

পিছনে লুকিয়ে থাকে তবে সেটা তাৎক্ষণিক

মেনে নেওয়াটা খুব কঠিন। এখানে আমাদের চরম

অসহায়ত্ব।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪১

ইকবাল হোছাইন ইকু বলেছেন: চরম

২| ০১ লা মে, ২০১৪ বিকাল ৩:১২

অনিক মাহফুজ বলেছেন: :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.