![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়টা খুব দ্রুত বদলে যাচ্ছে। গত বছরের সাথে এই
বছরটার অনেক পার্থক্য লক্ষ্য করছি। সুখ দুঃখের
মাঝেও অনেক পার্থক্য। একাকিত্বের রঙও
পাল্টে গেছে। কেউ আসছে কেউ চলে যাচ্ছে। যাবার
সময় তার পায়ের ছাপ রেখে যাচ্ছে। স্রোতে একবার
ভেসে যাচ্ছি আবার সাঁতরে পাড়ে উঠছি। আচানক
সব যেন নতুন নতুন লাগছে। মাঝে মাঝে মনে হয় এ
দুনিয়া তো আমার না আমার জগৎ তো এমন ছিল
না। তাহলে কোন দুনিয়ায় আমার পদার্পন হচ্ছে!!!!
খেয়ালের রঙে কিছুটা পরিবর্তন লক্ষ্য করছি।
কিছুটা শুন্যতা ঘিরে রাখছে প্রহরগুলোকে পূর্নতা তাতে খুব
অল্প। আগের দখিনের হাওয়া এখন আসছে এখন
আসছে উত্তর দিক থেকে। চঞ্চলতায়
নেমে এসেছে স্থবিরতা। তাঁরায় তাঁরায়
ঠোকাঠুকি এখন আর লাগেনা। রুক্ষতায়
ঢেকে গেছে সজীব কোমল স্পর্শগুলো। বিশালতার
মাঝে ক্ষুদ্রতার আধিপত্য বেশ ভালভাবেই জানান
দিচ্ছে, হয়তো একসময় পুরোটাই গ্রাস
করে নেবে।
©somewhere in net ltd.