![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-অস্মিতা।
- মা।
- ইদানিং তোমার চলাফেরা আমার ভাল লাগছে না। রাত করে বাড়ি ফিরছ। এত রাত পর্যন্ত বাইরে কি কর?
- তোমার মেয়ের জামাইর সাথে থাকি।
- মানে?
- সোজা।
- ঠিকমতো উত্তর দাও।
- রাত পর্যন্ত বাইরে কি কর?
- মা, তোমার শাড়িটা পছন্দ হয়েছে?
- কোনটা?
- কাল যেটা এনে দিয়েছিলাম।
- হ্যাঁ হয়েছে। আবার কার ফোন রিসিভ করছ? ইদানিং ফোনে কথা বলার বাতিক হয়েছে তোমার। কার সাথে এত কথা বল?
- আমার বয়ফ্রেন্ডের সাথে।
- লজ্জা করছে না আমার সামনে এসব বলতে।
- হাহাহাহা........ আস্তে কথা বলো মা লজ্জা করবে কেন!!!!! সত্যি বলতে আমি লজ্জা পাইনা।
- আবার কথা বলছ?
- বাবার পাঞ্জাবীটা পছন্দ হয়েছে?
- হ্যাঁ হয়েছে।
- খেয়েছ?
- হ্যাঁ খেয়েছি।
- মা, আমাকে হাতখরচ দাওনা কতদিন?
- ২৬ দিন ২ ঘণ্টা ৪৮ মিনিট।
- বেশ ভাল হিসেব রাখতো।
- হিসেব ভাল না রাখলে তোমাকে মানুষ করলাম কিভাবে। এবার আমার কথার ঠিকঠাক জবাব দাও। এত রাত পর্যন্ত বাইরে কি কর? এত কথা কার সাথে বল?
- মা, তোমার মাসে কত টাকা হাত খরচ লাগে?
- ২ হাজার ৮ শত ৮০ টাকা।
- এই নাও মিষ্টি খাও।
জোর করে মায়ের মুখে একটা মিষ্টি গুজে দিল অস্মিতা।
- আমাকে ঘুষ খাইয়ে লাভ হবে না।
- এই নাও তোমার হাত খরচের টাকা।
- সেদিন তুমি আমার থেকে টাকা নিয়ে হাত খরচ চালাতে আর আজ আমাকেই টাকা দিচ্ছ। এই টাকা কোথায় পেলে?
- এ মাসে প্রথম বেতন পেয়েছি, মা। তোমার দুঃখ ঘোচানোর একটা উপায় খুঁজে পেয়েছি।
আসমা বেগমের চোখের কোনায় এক ফোঁটা পানি সূর্যের আলোয় চিকচিক করছে।
©somewhere in net ltd.