![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জগতের সবথেকে বড় দার্শনিক হলো কবি আর
লেখকেরা। তাদের লেখা জীবনের কথা বলে,
উক্তিগুলোয় যথার্থ যুক্তি থাকে কিন্তু বাস্তব
জীবনে সেগুলো মেনে চলা সবসময় সম্ভব হয়
না। কিন্তু জীবনকে সুন্দর করতে এই মানুষদের
জুড়ি মেলা ভার। এদের কথাগুলো হয় খুব
তাৎপর্যপূর্ণ আর এগুলোর বাস্তব প্রতিফলন
জীবনকে করে তুলবে স্বপ্নের চেয়েও সুন্দর।
আক্ষেপটি হলো সাহিত্য চিরকাল সাহিত্যই
রয়ে যায় আর দার্শনিক চিরকাল দার্শনিক
রয়ে যায়, বাস্তব তাদের ধারেকাছেও
ঘেঁষে না।
©somewhere in net ltd.