![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সময়টা খুব দ্রুত বদলে যাচ্ছে। গত বছরের
সাথে এই বছরটার অনেক পার্থক্য লক্ষ্য
করছি। সুখ দুঃখের মাঝেও অনেক পার্থক্য।
একাকিত্বের রঙও পাল্টে গেছে। কেউ
আসছে কেউ চলে যাচ্ছে। যাবার সময় তার
পায়ের ছাপ রেখে যাচ্ছে। স্রোতে একবার
ভেসে যাচ্ছি আবার সাঁতরে পাড়ে উঠছি।
আচানক সব যেন নতুন নতুন লাগছে।
মাঝে মাঝে মনে হয় এ দুনিয়া তো আমার
না আমার জগৎ তো এমন ছিল না।
তাহলে কোন দুনিয়ায় আমার পদার্পন
হচ্ছে!!!! খেয়ালের রঙে কিছুটা পরিবর্তন
লক্ষ্য করছি।
কিছুটা শুন্যতা ঘিরে রাখছে প্রহরগুলোকে পূর্ণতা তাতে খুব
অল্প। আগের দখিনের হাওয়া এখন
আসছে এখন আসছে উত্তর দিক থেকে।
চঞ্চলতায় নেমে এসেছে স্থবিরতা। তাঁরায়
তাঁরায় ঠোকাঠুকি এখন আর লাগেনা।
রুক্ষতায় ঢেকে গেছে সজীব কোমল
স্পর্শগুলো। বিশালতার মাঝে ক্ষুদ্রতার
আধিপত্য বেশ ভালভাবেই জানান দিচ্ছে,
হয়তো একসময় পুরোটাই গ্রাস
করে নেবে। চাঁদের আলোর স্নিগ্ধতা মনে হয় কমে গেছে।
বৃষ্টির ফোঁটাগুলো এখন আর মনে শিহরণ জাগায় না। কেমন
একটা শিরশির ঠান্ডা অনুভূতি হয়। বহুকাল ধরে ঠায়
দাঁড়িয়ে থাকা বটতরু হঠাৎ করেই পাতাগুলোকে ফেলছে।
আগের সজীবতা কোথায় যেন হার মানছে বারবার।
শুভ্র মেঘের হাসির শব্দ আস্তে আস্তে থেমে যাচ্ছে।
কালো মেঘ দানা বাঁধতে শুরু করেছে। পলাশের লাল
রঙে একটু পরিবর্তন এসেছে, কেমন একটা ফ্যাকাশে ভাব।
চাঁদের আলোটাও কমে আসছে। আমার আকাশে ভোর হচ্ছে-
রক্তিম ভোর। প্রকৃতি এখন আর সবুজ লাগে না। সেদিনের
বিকেলের বৃষ্টির পর থেকে আর কোন স্নিগ্ধতার
ছোঁয়া পাইনি। রুক্ষতায় ভরে গেছে চারপাশ। সূর্যের গগন
পোড়ানো তাপ শীতল হয়ে গেছে অনেকটা। পাখিহীন
আকাশটা খাঁ খাঁ করছে। ফিকে হয়ে গেছে সবুজের গাঢ় রঙ।
রাতের জোনাকগুলো এখন মিটিমিটি জ্বলে না।
লুকোচুরি খেলাতেও এসেছে পরিবর্তন। শুধু
ঝিঁঝিগুলো তারস্বরে চিৎকার করে চলে রাতভর। এর কোন
পরিবর্তন তো চোখে পড়ছে না। কান্না তবে কান্নাই
রয়ে যায়, বদলায় না একটুও। আমি কিন্তু
একটা হাতছানি দেখতে পাচ্ছি। অনেক দুরের
হাতছানি। শেষতক এই লাইনগুলি লেখা ছিল -
"ভেঙে গেছে খেলার আসর,
মুছে গেছে রঙিন বাসর,
শুভঙ্কর দিয়েছে ফাঁকি,
রাখেনি আর কিছুই বাকী।
নিয়ে গেছে অনেককিছু
যা ছিল অনেক দামী।
একা তাই ভাল লাগেনা।
অপেক্ষা কর। আসছি আমি।"
২| ০৮ ই মে, ২০১৪ রাত ৯:৫৭
এনামুল রেজা বলেছেন: কবিতা চলুক.. সবমিলিয়ে ভালোই লাগলো...
৩| ০৯ ই মে, ২০১৪ রাত ১২:৪৩
অনিক মাহফুজ বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৪ রাত ৯:১৫
সেলিম আনোয়ার বলেছেন: একা তাই ভাল লাগেনা।
অপেক্ষা কর। আসছি আমি।"
চমৎকার ।