![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খোলা জানালার দিকে তাকিয়ে,
অজস্র স্মৃতির চেয়ারে বসে
আমি আজও আছি তোমার অপেক্ষায়।
হয়তো একদিন আসবে তুমি,
শুন্য মাঠে জাগবে ঘুমিয়ে পড়া সবুজ ঘাস।
গাছে গাছে জাগবে সবুজ পত্রপল্লব।
ফুলের সুবাস আরও মধুর থেকে মধুরতর হবে।
মেঘেরা ব্যস্ত হয়ে পড়বে তোমার পথে ছায়া দেবার জন্য।
উঁচু বিটপির শ্রেণি মাথা নত করে তোমায় জানাবে অভিবাদন।
কোকিল গাইবে গান তোমার অভ্যর্থনায়।
অঝোর ধারায় বৃষ্টি নেমে তোমাকে সিক্ত করবে বারেবারে।
আমি ওপর থেকে নেমে ভিজে গায়ে
তোমার সামনে এসে বলব,- "এসো"।
তুমি তখনো দাঁড়িয়ে হাসবে।
আমি বলব, " কবে থেকে তোমার অপেক্ষায় আছি।
অপেক্ষার মালা গেঁথেছি।
দুটি চখাচখির মান অভিমানের সাক্ষী হয়েছি।
মেঘের সাথে বৃষ্টির খুনসুটি দেখেছি।
সেই কবে থেকে বসে আছি খোলা জানালার ধারে,
আর তুমি কিনা এখনো দূরে দাঁড়িয়ে হাসছো"।
তুমি ধীর পায়ে সামনে এসে জড়িয়ে ধরবে আমায়।
আমি সিক্ত হব তোমার আলিঙ্গনে,
ফুরোবে আবার দীর্ঘ অপেক্ষার প্রহর।
অনিক মাহফুজ
২২/৫/১৪
২| ২৩ শে মে, ২০১৪ সকাল ১০:৩৬
অনিক মাহফুজ বলেছেন: ধন্যবাদ, মোঃ খালিদ সাইফুল্লাহ্।
৩| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৯
দীপান্বিতা বলেছেন: খুব সুন্দর...
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৪ রাত ২:৩৪
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: খোলামেলা স্পষ্ট বক্তব্য! কোথাও তেমন কোন শিল্প বৈষম্য বা সহজ কথায় তাল হারিয়ে ফেলার মত কিছু নজরে আসে নি। একবারে পড়ে ফেললাম!! সুন্দর!!!