নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ

অনিক মাহফুজ

অনিক মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত কবিতা

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৭

আমি জানি তুই কোনদিন আমার হবি না।
তবুও তোকে নিয়ে এক সমুদ্র পাড়ি দেবার স্বপ্ন দেখি প্রতিদিন।
তোর হাত ধরে আল পথ দিয়ে এঁকেবেঁকে হাঁটার স্বপ্ন দেখি।
পূর্ণিমার আলোয় স্নান করার স্বপ্ন দেখি।
নৌকায় করে মাঝ নদীতে ভেসে যাবার স্বপ্ন দেখি।
একটু একটু করে ঘর বাঁধি বালুচরে।
কিন্তু, ওতো তাসের ঘর। ভেঙে যাবে চোখের পলকে।
আমি জানি আমার আকাশে কখনও রবি হাসবেনা।
তারপরও অরুনোদয়ের আশায় বসে থাকি।
না বোনা স্বপ্নের জালে জড়াতে থাকি।
পথহারা পথিকের মতো পথ খুঁজতে থাকি।
আলেয়াকে আলো ভেবে নিয়ে তার পেছনেই ছুটতে থাকি বারবার।
আমি জানি এসবই বৃথা, সবই কেবল ফাঁকি।
তোকে নিয়ে লেখা কবিতা তাই অসমাপ্তই রাখি।

অনিক মাহফুজ
০৭/০২/১৫

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩০

স্রাঞ্জি সে বলেছেন: কবিতায়+++

২| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩১

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালোবাসা এমনই। পাওয়া হবে না, দেখা হবে না, কথা হবে না- সব জেনে,বুঝেও ভালোবাসে। বালুর খেলাঘরের মতো, নিজেকে ভাঙ্গে-গড়ে।

কবিতা মন ছুঁয়েছে। +

৩| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: গ্রিক ঐতিহাসিক হেরাক্লিটাস কী বলেছিলেন মনে নেই ?

৪| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৩

অনিক মাহফুজ বলেছেন: কি বলেছিলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.