![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘের পরে মেঘ ঢেকেছে সূর্যের হাসি।
বিষন্ন ক্রন্দসী কাঁদছে অঝোরে
আর আমি বসে বসে ভাবছি
তোমায় কতটা ভালবাসি।
রঙিন সুতোয় অনেকগুলো স্বপ্ন বুনে রেখেছিলাম।
তোমাকে সাথে নিয়ে কপোত-কপোতীর মতো
বৃষ্টিতে ভিজবো।
আর্দ্র বস্ত্রে তোমার সৌন্দর্য আর চুলের ঘ্রাণে
মাতাল হব।
কদমের একটি পুষ্প গেঁথে দেব তোমার খোপায়।
মাঝ নদীতে বৈঠা ফেলে দুজনে
ভেসে ভেসে চলে যাব নদীর মহোনায়,
যেখানে নদী মেশে সাগরে।
দুজনের কলকল ধ্বনি একসাথে ভেসে যায়
অনেক দূরে. . . . . . . .
কিংবা দুজনে একসঙ্গে হাঁটতে হাঁটতে
হারিয়ে যাব কোন বিজন গহীন অরণ্যে।
নির্জন রাতে একসাথে আঙিনায় বসে
দেখব চাঁদের হাসি।
চখা-চখীর মতো এক নীড়ে ঘর বাঁধব দুজনে মিলে।
তুমিও কি দেখেছিলে এমন স্বপ্ন??
জানিনা!! তবে. . .
অঝোর বৃষ্টি নেমে হঠাৎ থেমে যাওয়ার মতো,
আমার স্বপ্নও ভেঙে গেছে মাঝরাতে।
শুধু রয়ে গেছে আমার কাছে,
ফেলে আসা দিনের স্মৃতি।
অনিক মাহফুজ
২৪/৫/১৩
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৯
অনিক মাহফুজ বলেছেন: ধন্যবাদ
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৯
অনিক মাহফুজ বলেছেন: ধন্যবাদ
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
সাইন বোর্ড বলেছেন: স্বপ্ন বাস্তবে রূপ নিক....
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫০
অনিক মাহফুজ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২১
বাকপ্রবাস বলেছেন: প্রেম, আকাঙ্খা, স্বপ্ন ও ছেদ এবং সবশেষে নাপাওয়া রোমন্থন। ভাল লেগেছে।