![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই মেয়েটা! গোলাপী হিজাব,
বসবে নাকি আমার পাশে?
চাঁদনী রাতের সুখ কুঁড়াব,
বলব কথা হেসে হেসে।
এই মেয়েটা! মায়াবি মুখ,
হাঁটবে আমার হাতটি ধরে?
গহীন পথে হারিয়ে যাব,
ফিরব না আর পিছন ফিরে।
এই মেয়েটা! মায়াহাসি,
মুক্তো ঝরে রাশিরাশি।
ফুচকা খাবে আমার সাথে?
সন্ধ্যে হলেই গুণব তারা,
জোছনা মাখব মায়ার রাতে।
এই মেয়েটা! সঙ্গী হবে?
জীবনটাকে গুছিয়ে দেবে?
ছন্নছাড়া ভুলগুলো সব,
নিজের হাতে শুধরে দেবে।
এই মেয়েটা! শুনছ নাকি?
কাছে এসে হাতটি ধরো।
দূরে দাঁড়িয়ে হাসছ কেন?
আবদার কি এতই বড়?
এই মেয়েটা! ভণিতা ছাড়ো।
সরাসরি বলাই ভালো।
আসতে না চাও কাছে যদি,
শুকাও যদি প্রেমের নদী!
দূর থেকে তবু রটিয়ে যাব,
আমি তোমায় ভালোবাসি
অনিক মাহফুজ
২| ০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ১০:২৫
জগতারন বলেছেন:
ভালোবাসাময় সুন্দর পৃথিবী সবাই আশা করে ও কামনা করে !
অম্লান ভালোবাসা সবার জীবনে আসুক প্রার্থনা করি।
৩| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৪| ০৯ ই জুলাই, ২০২১ দুপুর ২:৫৪
আল-ইকরাম বলেছেন: আপনি অনেক ভাল মানের একজন কবি। লেখা চালিয়ে যাবেন আশা রাখি। ভাল থাকুন, নিরাপদে থাকুন।
৫| ১২ ই আগস্ট, ২০২২ রাত ১১:৫৮
অনিক মাহফুজ বলেছেন: ধন্যবাদ সবাইকে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪১
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: মনোমুগ্ধকর লেখনি