নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারন, বেচেঁ থাকতে চাই মরনের আগে পর্যণ্ত, মৃত্যুর পরে দেখতে চাই, অন্তত একটি মানুষের চোখে একটু ভালবাসার জল।
আপনারা হয়তো জানেন , আমরা টিম'৭১ একটা গেইম ডেভেলপ করতে যাচ্ছি । আমারা বুয়েট ঢাবি আর বিভিন্ন জায়গা থেকে কিছু উদ্দোমী তরুন একসাথে কাজ টা এগিয়ে নিয়ে যাচ্ছি ।
এর জন্য আমাদের কিছু ইতিহাস জানতে হবে । আপাতত ৭ জন বীরশ্রেষ্টের ক্যারেক্টার ডিজাইন করার জন্য আমাদের , তাঁদের সম্পর্কে ডিটেইলস লাগবে ।
সে জন্য আপনাদের কাছে সাহায্য চাই ।
ডীটেইলস এ থাকতে হবে,
তাদের শৈশব থেকে বেরে উঠা ,
তাঁদের যুদ্ধে যোগ দেয়া ।
তাঁদের বিরত্বপূর্ন শহীদ হওয়ার দৃশ্য পট ( মানে কিভাবে যুদ্ধ করতে করতে মারা গেলেন )
এবং তাদের লাশ এর কি হয়েছিলো পরবর্তিতে ।
এক কথায় পুরা ডিটেইলস লাগবে ।
আপনাদের কাছে যদি এমন কোন লিঙ্ক বা ইনফো থাকে যা থেকে আমি সাহায্য পেতে পারি তাহলে আমার অনেক ভালো হয় ।
বাংলাদেশ এর গেইম ডেভেলপিং ইতিহাসের সাথে যুক্ত হোন , আর আমাদের সহযোগীতা করুন প্লিজ । ধন্যবাদ ।
আপডেটঃ Click This Link লিঙ্কন ভাই এই লিঙ্কটা দিলেন । আপনারা একটু রিভিউ করে দেখবেন , সব কিছু ঠিক আছে কিনা ?? ইনফো গুলা , আরো দুই তিনটা সূত্র পেলে মিলিয়ে দেখা যেত ।
বিদ্রঃ কোন গল্প এর রেফারেন্স নেয়া যাবে না , সত্যিকারের ইতিহাস নির্ভর যোগ্য সূত্র হতে হবে ।
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১
অনির্বাণ রায়। বলেছেন: ইনফরমেশন দরকার আপু । ২৩ তারিখ এর মধ্যে রিসার্চ এর কাজ শেষ করতে হবে আমাদের । ২৬ মার্চ ২০১৩ আলফা ভার্সন রিলিজ দেয়ার প্ল্যান করেছি ।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০
লিঙ্কনহুসাইন বলেছেন: গুগল আংকেল কি বলে ? তারে জিগান
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২
অনির্বাণ রায়। বলেছেন: গুগল আঙ্কেল কে তো জিগামুই , তার আগে ব্লগার দের কাছে যদি কোন ভালো পরামর্শ থাকে বা বই থাকে , কেউ হেল্প করতে পারে তাহলে ভালো হয়
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২
লালন রিটার্ন বলেছেন: ভাল উদ্যোগ। post sticky kora hok
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪
অনির্বাণ রায়। বলেছেন: এটা স্টিকি করার মত পোস্ট না মে বি আমার কিছু ইনফরমেশন লাগবে ।
সেগুলা পেয়ে গেলেই আপাতত পোস্ট এর কাজ শেষ । পরে ডিটেইল পোস্ট দিবো গেইম নিয়ে ।
ধন্যবাদ সাথে থাকার জন্য
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চালিয়ে যান। শুভ কামনা রইল।
হেল্প করতে পারলাম বলে দুঃখিত।
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬
অনির্বাণ রায়। বলেছেন: নো প্রব । সাথে আছেন এটাই বড় পাওয়া ।
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭
ইলুসন বলেছেন: চমৎকার উদ্যোগ। আপনাদের সাফল্য কামনা করি। আমি দুইটা লিঙ্ক দিচ্ছি দেখুন কাজে লাগে নাকি। এদের মাঝে একটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের সাইট।
Click This Link
Click This Link
সামুর মডুদের কাছে অনুরোধ এই পোস্টটি স্টিকি করা হোক।
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২
অনির্বাণ রায়। বলেছেন: জি ভাই , অনেক ধন্যবাদ । আজ রাতে সব গুলা রেফারেন্স নিয়ে মিলিয়ে মিলিয়ে ডিটেইলস গুলা লিখবো ।
৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯
লিঙ্কনহুসাইন বলেছেন: Click This Link
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪
অনির্বাণ রায়। বলেছেন: ভাই ধন্যবাদ । আজ রাতেই কমপ্লিট করে ফেল্বো , মিনিমাম , ৩ টা লিঙ্ক পেয়েছি
৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬
আমার মন বলেছেন: বীরশ্রেষ্ঠ: মতিউর রহমান(১৯৪১-১৯৭১)
আপনি দেশের গৌরব ৭ বীরশ্রেষ্ঠ
দেখ এই লিংক আমার একবার কাজে লেগেছিল।
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮
অনির্বাণ রায়। বলেছেন: উখে , অনেক ধন্যবাদ
৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১১
ফয়সাল আহমেদ সোহেল বলেছেন: চালিয়ে যান। আমরা ও আছি।
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
অনির্বাণ রায়। বলেছেন: ধন্যবাদ
৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: "সেক্টর কমান্ডাররা বলেছেন মুক্তিযুদ্ধের স্মরণীয় ঘটনা" - আশরাফ কায়সার, শাহরিয়ার কবির। এই বইটা যোগাড় করেন। বাঙ্গালির বীরত্বের বহু কাহিনী পাবেন। মূলত সেক্টর কমান্ডাররা তাদের সেক্টরের উল্লেখযোগ্য ঘটনাগুলো বলেছেন বইটাতে। মুন্সী আব্দুর রবের বীরত্বের কাহিনী আছে বইটাতে। আরও অনেক অসাধারণ কাহিনী আছে সেখানে।
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
অনির্বাণ রায়। বলেছেন: ভাই বইটার কি পিডিএফ হিসেবে দিতে পারবেন ??
আর না হলে কিনবো , নীল ক্ষেতে এভাইলেবল কি বইটা?? আর দাম কেমন নিতে পারে ??
১০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭
মাহামুদুল হাসান লেলিন বলেছেন: শুভ কামনা রইল।
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
অনির্বাণ রায়। বলেছেন: ধন্যবাদ
১১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২
গেমার বয় বলেছেন: শুভকামনা থাকলো !!!
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০
অনির্বাণ রায়। বলেছেন: ভাই , হয়তো আলফা ভার্সনে গ্রাফিক্স সাউন্ড অত একটা প্রফেশনাল হবে না , কিন্তু ফাইনাল ভার্সন এর গ্রাফিক্স আর সাউন্ড পুরা সেই হবে প্রমিজ
আপনাদের কেই কিন্তু হেল্প করতে হবে গেইম টা কে নিয়ে উপরে উঠতে
১২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: ছোট বই, দাম বড়জোর একশ টাকা পরবে। অনলাইনে নাই, অনেক খুজেছি। মাওলা ব্রাদার্স এর বই সম্ভবত। বাংলাবাজারে গেলেই ভাল করবেন।
আমাদের মুক্তিযুদ্ধের জন্য কোন ফিকশনাল বীরত্বের কাহিনীর দরকার নাই। অনেক বাস্তব বীরত্বের কাহিনী আছে যা ফিকশনের থেকেও মারাত্মক। এগুলো জানতে হলে মুক্তিযুদ্ধের উপরে লিখা বইগুলো পড়া ছাড়া অন্য কোণ উপায় নাই। এইখানে একটা লিষ্ট আছে মুক্তিযুদ্ধের উপরে কিছু বইয়ের। এন জি ও ব্রাকের লাইব্রেরী দেখছেন? ওরা সাধারণত মুক্তিযুদ্ধের উপর বেশ কিছু বই রাখে। বিশ্বসাহিত্য কেন্দ্রেও খোজ নিতে পারেন।
Click This Link
১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
অনির্বাণ রায়। বলেছেন: জি ভাই , হয়তো গেইম এর প্রয়োজনে আমরা একটা মেইন ক্যারেক্টার নিবো , কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য যাতে ইতিহাস কোন ভাবেই বিকৃত না হয়
১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২
গেমার বয় বলেছেন: এইটা তো নিশ্চয়ই শুটার গেম হবে, তাহলে কোন ধরনের হবে ?!? ফার্স্ট পার্সন করলে বেশি ভাল হয়।
আমার তেমন কোন আইডিয়া নাই গেম মেকিং সম্পর্কে, তবে যেকোন গেম একটা ইন্জিনের উপর বেস করে বানায় বলে জানি। আপনারা কোন ইন্জিন ব্যবহার করবেন ?!?
সামু ব্লগে গেম ইন্জিন বা গেম মেকিং সম্পর্কে কিছু জানেন বলে মনে হয় তাদের দুইজন হলেন- বেওউল্ফ এবং কণাদ। আপনি এই দুইজনের সাথে যোগাযোগ করতে পারেন।
১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
অনির্বাণ রায়। বলেছেন: জি ভাই , ধন্যবাদ লিঙ্ক শেয়ার করার জন্য । আমরা আপাতত ক্রাই ইঞ্জিন টা ইউজ করতেছিলাম । কিন্তু সেটায় কিছু সমস্যা হওয়ার কারনে এখন আমরা ইউনিটি দিয়ে কাজ করছি । মূলত এখন খুবি প্রারম্ভিক অবস্থা চলছে । আর ইনভাইরন মেন্ট আর ক্যারেক্টার ডিজাইন চলছে , সাউন্ড এর কাজ এর পাশাপাশি রিসার্চ এর কাজ চলছে ।
আমরা সবাই সেচ্ছাশ্রম দিচ্ছি , উপরের দুইজনের সাথে অবশ্যই আমি যোগাযোগ করবো , যদি তারা আমাদের মত ভোল্যান্টিয়ার হিসেবে কাজ করেন ।
১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: সাহয্য করতে পারলাম না , কিন্তু শুভকামন রইলো
১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
অনির্বাণ রায়। বলেছেন: থ্যাঙ্কস
১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
নিরপেক্ষ মানুষ বলেছেন: আনিসুল হক এর "যারা ভোর এনেছিল" বইটা দেখতে পারেন।শুভকামনা থাকলো।মোবাইল ভার্সনও বের করিয়েন।রকমারিতে এ সংক্রান্ত অনেক বই পাবেন
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
অনির্বাণ রায়। বলেছেন: মোবাইল ভার্সন এটা পড়ের ব্যাপার , তবে বের করার পরিকল্পনা আছে । ধন্যবাদ
১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯
নোবিতা রিফু বলেছেন: ক্রাইইঞ্জিন দিয়ে কন্টিনিউ করতে পারলেই বেশি ভালো হইত মনে হয়...
তবে যাই হোক, শুভকামনা থাকলো... আর ফাইনাল ভার্শনের জন্য অপেক্ষায় থাকলাম...
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
অনির্বাণ রায়। বলেছেন: আমরা হয়তো ফাইনাল ভার্সন ক্রাই ইঞ্জিন দিয়েই করবো । তবে ওদের পলিসিতে কিছু ব্যাপার আছে , আর আমরা যেহেতু কোন লাভাএর জন্য কাজটা করতেছি না সেটা একটা ফ্যাক্ট ।
সবচেয়ে মূল সমস্যা হলো , ক্রাই ইঞ্জিন চালাতে হাই কনফিগ পিসি দরকার , যেটা করলে ডেভেলপার কম পাওয়া যাবে আর এখন মোটামূটি সব পিসিতেই কাজ করা যাবে ।
১৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬
অনির্বাণ রায়। বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫
অজানা পথিকৃ বলেছেন: ভাইয়া ইমেল দেন পুরা রিসার্চ পেপার দিচ্ছি
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
অনির্বাণ রায়। বলেছেন: আপনার ফেসবুক আইডি দেন ভাই , আপনাকে আমি আমাদের টিম গ্রুপ এ নিয়ে নিচ্ছি ।
১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০
লোনলিফাইটার বলেছেন: গুড গুড
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১
অনির্বাণ রায়। বলেছেন:
২০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩
স্বপ্নবাজ পথিক বলেছেন:
শুভকামনা
মডুদের কাছে অনুরোধ এই পোস্টটি স্টিকি করা হোক।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
অনির্বাণ রায়। বলেছেন: ধন্যবাদ , আমি নিজেই চাচ্ছি না , এটা স্টিকি হোক , আমরা খুব দ্রুত সময়ে ডিটেইলস দিয়ে পোস্ট দিবো
২১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭
নিষ্পাপ কয়েদি বলেছেন: বাংলাদেশ মুক্তিযোদ্বা ফাউন্ডেশনে পাবেন মনে হয়। গুড লাক বস।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৮
অনির্বাণ রায়। বলেছেন: দেখি , মুক্তি যুদ্ধে ব্যবহৃত হওয়া কিছু অস্ত্র ও দরকার ।
২২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
ভবঘুরে তানিম বলেছেন: class 3 থেকে শুরু করে ৮ র আগের বাংলা বই গুলো সংগ্রহ করতে পারেন....ওখানে ভাল তথ্য পাবেন....আশা করি..।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৭
অনির্বাণ রায়। বলেছেন: কিন্তু সময়ের সাথে সাথে গল্প চেঞ্জ হয়েছে । আমাদের ইতিহাস দরকার ভাই
২৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪১
প্রকৌশলী আতিক বলেছেন: ভাল উদ্যোগ।
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২
অনির্বাণ রায়। বলেছেন: ধন্যবাদ
২৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১১
আমি মুখতার বলেছেন: Click This Link
এইখানে দেখতে পারেন। ইনশাল্লাহ সব কিছুই এখানে পাবেন। আমার কাছে একটা বইও ছিল, কিন্তু এখন ওইটা নেই। ওখানে সবার বিস্তারিত তথ্য দেওয়া ছিল।
আমার মাঝে মাঝে মনে হয় বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরকে নিয়ে কোন গেম বানালে তা cod বা battlefield কেও হার মানাবে। ইনশাল্লাহ আপনারা তা পারবেন।
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
অনির্বাণ রায়। বলেছেন: হুম । কিন্তু কষ্টের ব্যাপার হলো , বীর শ্রেষ্টদের আমরা হয়তো মেইন ক্যারেক্টার বানাতে পারবো না , কারন , তারা গেইম এর এক পর্যায়ে শহীদ হবে ।
তাদের বাচিয়ে রাখতে গেলে ইতিহাস এর বিকৃতি ঘটবে ।
২৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৪
আমি মুখতার বলেছেন: আগের লিঙ্কটা কেন জানি কাজ করছিল না।
Click This Link
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫
অনির্বাণ রায়। বলেছেন: নো প্রব , জি অনেক ধন্যবাদ কাজে লাগবে
২৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩
পাগলামৃদুল বলেছেন: চমৎকার উদ্যোগ। শুভ কামনা রইল।
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬
অনির্বাণ রায়। বলেছেন: ধন্যবাদ
২৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
আমি মুখতার বলেছেন: এক কাজ করেন, বীরশ্রেষ্ঠদের বন্ধু কাউকে মেইন ক্যারেক্টার বানান। তাহলে গেম ও হবে আবার ইতিহাস ও বীরশ্রেষ্ঠদের বীরত্ব সুন্দরভাবে দেখান যাবে। তাদের এন্ডিং তাও দেখান যাবে। cod এর mw3 এর মত।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪১
অনির্বাণ রায়। বলেছেন: জি ভাইয়া , মাথায় রাখবো ব্যাপার টা । ধন্যবাদ । কড এন্ড আইজিআই এই গুলাকেই ফলো করছি ।
২৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৭
আমি তুমি আমরা বলেছেন: ভাল উদ্যোগ।
০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:২১
অনির্বাণ রায়। বলেছেন: ধন্যবাদ
২৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
সভ্য সৌরভ বলেছেন: .।।।
৩০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২১
সৈয়দ রকিবুজ্জামান ডলার বলেছেন: এ্যানড্রয়েড কি রিলিজ করবেন? আর যদি করেন তাহলে HAVOK ইউজ করতে পারেন....
০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:২১
অনির্বাণ রায়। বলেছেন: আগে পিসি , এরপর এন্ড্রউয়েড এর প্ল্যান মাথায় আছে ।
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল উদ্যোগ। গুড লাক।