নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসা এবং আমি আর ঘাস ফুল

কষ্ট পাই , কারন কষ্টকে ভালবাসি

অনির্বাণ রায়।

খুব সাধারন, বেচেঁ থাকতে চাই মরনের আগে পর্যণ্ত, মৃত্যুর পরে দেখতে চাই, অন্তত একটি মানুষের চোখে একটু ভালবাসার জল।

অনির্বাণ রায়। › বিস্তারিত পোস্টঃ

যারা নিজের বা কোম্পানির জন্য ওয়েব সাইট করতে চান , তাদের জন্য ব্যাসিক ধারণা ।

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৬

অনেকেই ওয়েব সাইট বানাতে চান, কিন্তু জানেন না , ওয়েব সাইট বানাতে কি করা লাগবে , বা কি কি উপাদান লাগে । অনেকেই না বুঝে বিভিন্ন প্রভাইডার এর কাছ থেকে কিনে প্রতারিত হয় । যাতে কেউ আপনার অজ্ঞানতার সুযোগ নিয়ে প্রতারণা না করতে পারে , সেই জন্যই আমার এই পোস্ট , আপনাদের সাড়া পেলে , চালিয়ে যাবো ।

যারা ওয়েবসাইট এর ব্যাপার এ ধারণা অস্পস্ট তাদের জন্যই এই পোস্ট ।



আজকের বিষয়ঃ ওয়েবসাইট করার বেসিক উপাদান ও ডোমেইন । ( পর্ব-১ )

-----------------------------------------------------------------------------------



একটা ওয়েবসাইট বানাতে আপনার দরকার হবে তিনটা জিনিস ।

০১। ডোমেইন

০২। হোস্টিং

০৩। ওয়েব ডেভেলপার ।



ডোমেইনঃ ( আজকে শুধু ব্যাসিক ধারণা দিবো , ডোমেইন হোস্টিং সম্পর্কে পরবর্তিতে বিস্তারিত আলোচনা করবো )



ডোমেইন , হলো একটা নাম । একটা আইপি এড্রেস এর এগেইন্সট এ একটা নাম কেনা । ডোমেইন সারাবিশ্বে একটি কোম্পানি ই রেজিস্ট্রেশন করে থাকে । আর সেই প্রতিষ্ঠানের মাধ্যমে গো ড্যাডি , নেইম ছিলো , বা আমরা ক্লায়েন্ট কে ডোমেইন প্রভাইড করি ।

প্রতিটা ওয়েব সাইট এর ইউ আর এল ( ডোমেইন লিঙ্ক ) একটা আইপি এড্রেস কে রিডাইরেক্ট করে ।

প্রতিটা সার্ভার এর থাকে একটা নির্দিষ্ট আইপি এড্রেস , যখন আপনি কোন ওয়েব সাইট ডোমেইন এড্রেস দিয়ে ব্রাউজ করবেন , তখন সেই ডোমেইন টা সার্ভার এর আইপিকে দেখিয়ে দিবে , আর সেই সার্ভার থেকে তখন আপনার ব্রাউজার এ ওয়েব সাইট শো করবে ।

যেমনঃ

http://www.raweblab.com

এই ডোমেইন টা ব্রাউজার এ দিয়ে এন্টার দিলে আপনি আসলে ব্রাউজ করবেন http://72.29.67.88/ এই সার্ভার লিঙ্ক টা ।

ঠিক তেমনি , আপনি যদি http://www.yahoo.com এই ওয়েব সাইট ব্রাউজ করতে যান , তাহলে ডোমেইন 72.30.2.43 এই রকম আইপি এড্রেস এর সাথে কানেক্ট করবে আপনাকে ।



তো কেনো এই ডোমেইন নেইম, কারন হলো , http://www.somewhereinblog.net নাম টা যত সহজে মনে রাখতে পারবেন , আই পিএড্রেস দিলে আপনি এড্রেস মনে রাখতে পারবেন না ।

194.63.248.47 এই আইপি হলো সামহোয়ার ইন ব্লগ এর ।



কিভাবে একটা ডোমেইন এর এগেইন্সট এ আই পি এড্রেস বের করবেন ??

RUN এ যান , CMD লিখে ইন্টার দিন, ping somewhereinblog.net লিখে ইন্টার দিন । সার্ভার রেস্পন্স টাইম সহ আইপি পেয়ে যাবেন ।





হোস্টিংঃ



আমরা ডোমেইন কে যদি বলি আপনার ঘরের এড্রেস আর হোস্টিং কে বলতে পারি , আপনার ঘরের জমি , যেখানে আপনার ঘর নির্মিত হবে , আর ইট বালু সিমেন্ট রাখা হবে ।

তার মানে আপনি যখন একটা ওয়েব সাইট দেখেন , আপনার ব্রাউজার এ ওপেন হয় , সেই ওয়েব সাইট এর ফাল গুলা কোথাও না কোথাও কম্পিউটার এর হার্ডিস্ক এ রাখা আছে । যারা এই হার্ড্ডিস্ক প্রভাইড করেন তাদের বলা হয় ডাটা সেন্টার । আপনি চাইলেই আপনার নিজের কম্পিউটারকেও একটা সার্ভার বানাতে পারবেন , কিন্তু কেনো এটা করা হয় না , কারন আপনি আপনার পিসি থেকে ব্যান্ডুইথ দিতে পারবেন না , আপনার পিসি ২৪ ঘন্টা ৩৬৫ দিন এক নাগারে চালাতে পারবেন না ।

ডাটা সেন্টার এর জন্য দরকার হয়, হাই ইন্টারনেট স্পীড , ২৪ ঘন্টা কারেন্ট , আর সার্বক্ষিনিক ম্যাইন্টেনেস । এই সার্ভার হলো সেইজায়গা , যেখানে আপনার ওয়েব সাইট এর সকল ডাটা , ইমেজ টেক্সট , কোড সব কিছু রাখতে হবে । একে বলা হয় সাইট হোস্টিং । বাংলাদেশ এ যতদুর জানি একটা মাত্র গভঃ ডাটা সেন্টার আছে । বাংলাদেশ এর সব হোস্টীং প্রভাইডার ই বাইরের দেশের ডাটা সেন্টার ইউজ করে । তবে এই ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় হলো USA এবং UK .



ওয়েব ডেভেলপারঃ

আপনার ব্রাউজার যখন কোন কিছু শো করে সেটা কোণ প্রগ্রামিং ল্যাঙ্গুইয়েজ এর মাধ্যমে শো করে । ওয়েব সাইট বানানোর , জনপ্রিয় প্রগ্রামিং ল্যাঙ্গুয়াজ হলো , Php , HTML, XML, Jquery, Javascript ইত্যাদি । এই প্রগ্রামিং ল্যাঙ্গুএজ দিয়ে যারা আপনার সাইট এর ডিজাইন করবে আকর্ষনিও করবে তাদের কে আমরা ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার বলতে পারি ।

বর্তমানে বেশ কিছু CMS আছে , যেমন ওয়ার্ডপ্রেস , জুমলা , ইত্যাদি , এই সি এম এস দিয়ে বেশ সহজে আকর্ষনিও কম কষ্টে ডায়নামিক সাইট বানানো যায় ।

ডায়নামিক সাইট মেইনলি পি এইচ পি বেসড হয় , আর স্টাটিক সাইট মেইনলি র এইচ টি এম এল দিয়ে করা হয়ে থাকে ।



--------------------------------------------------

আজ এ পর্যন্তই , সাড়াপেলে , আগামী পোস্ট এ ডোমেইন কি , কিভাবে ক্রয় করা যেতে পারে , ডোমেইন কিনার সময় কি কি ব্যাপার গুলা খেয়াল রাখতে হয় , ফুল কন্ট্রল কি , এবং ফুল কন্ট্রল দিয়ে কি জন্য দরকার বিস্তারিত আলোচনা করা হবে ।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৫

এহসান সাবির বলেছেন: আমার দরকার এটা, প্রিয়তে নিলাম।

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১২

অনির্বাণ রায়। বলেছেন: :D ধন্যবাদ ।

২| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৩

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ B-) B-) পরে যোগাযোগ করুমনে আপনার সাথে

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১২

অনির্বাণ রায়। বলেছেন: থ্যাঙ্কু । B:-/

৩| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১২

অশান্ত পৃথিবী বলেছেন: চালাই যান, সাথে আছি

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৮

অনির্বাণ রায়। বলেছেন: ধন্যবাদ

৪| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৯

স্বঘোষিত মিসির আলী বলেছেন: ফিরিতে হইলে কল খিরিয়েন :#> ০১৭১১৪২০৮৪০
মিস কল দিয়া ডিস্টার্ব হরবেন না কইলাম X((
*সর্তপ্রজেজ্জ নহে :-P

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৪

অনির্বাণ রায়। বলেছেন: এই নাম্বার কার বাহে ?? :-P

৫| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৩

চোখাচোখি বলেছেন: টুকটাক ব্যাপার জানতামনা, জানলাম।

২টা প্রশ্ন :

১. সিএমএস কি?
২. ডায়নামিক সাইট আর স্টাটিক সাইট মানে কি? পার্থক্য জানতে চাই?
ব্লগ স্পটে আমরা যে ব্লগ করি এটা কী ধরনের মানে ডায়নামিক না স্ট্যাটিক?

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৬

অনির্বাণ রায়। বলেছেন: সি ফর কন্টেন্ট
এম ফর ম্যানেজমেন্ট
সি ফর সিস্টেম ।

মানে কন্টেন্ট মেনেজমেন্ট সিস্টেম , জুমলা , দ্রুপাল , ওয়ার্ডপ্রেস , এই গুলা একেকটা সি এম এইচ , এই প্লাটফর্ম গুলা ইউজ করে তুলনামুলক ভাবে ইজিলি ডায়নামিক সাইট তৌরি করা যায় এমন কি সল্প সময়ে , তাই প্রাইস ও কম হয় ।

০২। ডায়নামিক মানে হচ্ছে পি এইচ পি বেসড ওয়েব সাইট , যার একটা ব্যাকেন্ট থাকবে , মানে আপনি সাইট এ লগিন করে সাইট এর কন্টেন্ট ইজিলি চেঞ্জ করতে পারবেন কোন রকম কোডিং বা প্রগ্রামিং জ্ঞ্যান ছাড়া । এটা হল সহজ ভাষায় ।
আর স্টাটিক সাইট মেইনলি হয় এইচ টি এম এল এ , এই টাইপ এর সাইট হয় কোডিং বেসড , আপনি যদি কোন কিছু এডিট করতে চান তাহলে কোড থেকে এডিট করতে হবে , এই ক্ষেত্র আপনার প্রগ্রামিং জ্ঞ্যান মিনিমাম এইচ টি এম এল জানা থাকতে হবে ।

ব্লগ স্পট একটা সি এম এইচ বলা যেতে পারে , এবং সেটা ডায়নামিক সাইট ।

১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

অনির্বাণ রায়। বলেছেন: রেকটা ব্যাপার , ডায়নামিক সাঈট এ ডাটাবেজ লাগে , কিন্তু স্টাটিক সাইট এ লাগে না :P

৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নববর্ষের শুভেচ্চা নিন ।

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৪

অনির্বাণ রায়। বলেছেন: নববর্ষের শুভেচ্ছা :)

৭| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:২৮

যেড ফোর্স বলেছেন: খুব সহজেই ওয়েব ডিজাইন শিখতে ক্লিক করুন

০৯ ই মে, ২০১৩ রাত ১২:৫৬

অনির্বাণ রায়। বলেছেন: পনার ওয়েব সাইট এখনো পুর্ণ না , সো আরো সমৃদ্ধ করুন , সি এস এস এ দেখলাম কোন পোস্ট ই নাই

৮| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫২

অরনপ বলেছেন: B-)নতুন ঘর তৈরিতে ফেসবুক খরচ করবে ৫০০ মিলিয়ন ইউএস ডলার। ৫ লাখ স্কয়ার ফিটের এই নতুন অফিসে সবসময় থাকবে ৪০ জন কর্মী।ধন্যবাদ এমন সুন্দর পোস্ট করার জন্য। এর আগেও একটা নিউজ পেয়েছিলাম। এই নিউজ অনেক উপকারী। যার দরকার হবে দেখতে পারেন। আবারো লেখককে ধন্যবাদ না দিয়ে পারছি না। তবে এরকম আরো একটি লেখা পড়েছিলাম ।। এখানে< http://muktomoncho.com/archives/1108

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.