নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারন, বেচেঁ থাকতে চাই মরনের আগে পর্যণ্ত, মৃত্যুর পরে দেখতে চাই, অন্তত একটি মানুষের চোখে একটু ভালবাসার জল।
অনেক দিন পর সামুতে একটা পোস্ট দিচ্ছি । জ্ঞ্যান বিলানো টাইপ এর দাতা হাতেম তায়ী পুস্ট । পড়বেন নিজ দায়িত্বে :S
আমাদের মধ্যে একটা বদ্ধমূল ধারনা হলো লোডশেডিং হয়েছে তার মানে বিদ্যুৎ উৎপাদণ প্রয়োজনের তুলনার কম হচ্ছে ।
অথচ, সরকার দাবী করছে তারা বিদ্যুৎ উৎপাদন প্রয়োজনীয় ভাবে বাড়িয়েছে ।
এমন কি মাঝে মাঝে বিদ্যুৎ প্রতিমন্ত্রি দাবী করেন , দেশে লোডশেডিং নাই ।
তাহলে কে ভুল ?? বিদ্যুৎ প্রতিমন্ত্রি নাকি আমরা ?? নাকি দুইজনেই ।
মূল ব্যপার হলো , লোডশেডিং হতে পারে কয়েকরকম ভাবে ।
১. বিদ্যুৎ উতপাদন প্রয়োজনের তুলনায় অপ্রতুল
২. টেকনিক্যাল প্রবলেম ।
০১. নাম্বার ১ নিয়ে আলোচনা না করাই বেটার , কারন সবাই জানে , এটা স্বাভাবিক যদি উতপাদন কম হয় তাহলে লোডশেডিং হবে ।
০২. কি কি টেকনিক্যাল কারণে লোডশেডিং হতে পারে ।
এই জন্য আমাদের জানতে হবে বিদ্যুৎ কিভাবে আমাদের ঘরে পৌচ্ছাছে । আমি আমার এলাকা সিঙ্গাইর নিয়ে বলছি ।
মানিকগঞ্জ জেলার সিঙ্গার থানার বিদ্যুৎ এর মূল কেন্দ্র কাপতাই পানি বিদ্যুৎ । এর পর সেটা আসে উপকেন্দ্র "রাউজান" এ রাউজানে আসতে আসতে ভোল্টেজ ড্রপ করে , এই ভোল্টেজকে বাড়িয়ে দিয়ে সেটা পাঠানো হয় , সিঙ্গাইরের বিদ্যুৎ উপকেন্দ্রে । একটা কেন্দ্র থেকে ২-১০ টা বা অনেক গুলা লাইন এর মাধ্যমে একটা থানার বিভিন্ন এলাকায় যেতে পারে । কয়েকটা জোনে ভাগ করা হয় । এই জোন গুলাতে বিদ্যুৎ যায় " ফিডার " নামক একটা কানেকশন এর মাধ্যমে । যেমন সিঙ্গাইর এ আছে ৫ টা জোন । তারমানে ৫ টা ফিডার দিয়ে বিদ্যুৎ কানেকটেড হয় । মেইন ক্যাবল দিয়ে ফিডারে আসে আর ফিডার ৫ টা ফিডার এর মাধ্যমে ৫ জায়গায় প্রবাহিত করে ।
এই ফিডার এর একটা লোড নেয়ার ক্ষমতা থাকে । একটা জোনে নির্দিষ্ট ফিডার এর লোড এর বেশি বিদ্যুৎ খরচ হলে সেই ফিডার বন্ধ করে দেয়া ছাড়া উপায় থাকে না । এখন বাস্তবতা হচ্ছে , ম্যক্সিমাম এলাকার ফিডার গুলাই বেশ পুরাতন , লোড বেড়েছে কিন্তু ফিডার পরিবর্তিত হয় নি । সিঙ্গাইর উপকেন্দ্রে মাত্র ২ টা নতুন ফিডার বসানো হয়েছে , যা বর্তমান লোড এর দিগুন লোড নিতে পারে ্, আর বাকি ৩ টা সেই পুরাতন আমলের ফিডার । তাই দেখা যায় যখন ঐ ২ টা ফিডার যে দুইটা জোনে কানেকটেড থাকে সেগুলাতে লোড শেডিং হয় না , অপরদিকে অন্য ৩ টা ফিডার এর আন্ডারের এলাকা গুলাতে সমানে লোড শেডিং চলতে থাকে ।
তো লোডশেডিং সহনীয় রাখতে , বাকি ৩ টা জোনকে লোড বেশি যখন তখন পর্যায় ক্রমে প্রথম ২তা ফিডার ( যে দুইটা নতুন এবন গ্লোড নিতে সক্ষম ) এর মাধ্যমে সাপ্লাই দেয়া হয় । আল্টিমেটলি দেখা যায় , সব গুলা জোন এই সমান ভাবে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হচ্ছে ।
মজার ব্যাপার হলো , সিঙ্গাইরে কারেন্ট লাগে ১৭-১৮ মেগাওয়াট , সেখানে বর্তমান সাপ্লাই ২২ মেগাওয়াট । কিন্তু মজার এবং দুঃখের ব্যাপার , পর্যাপ্ত কারেন্ট থাকা সত্যেও ফিডার এর জন্য প্রতিদিন ঘণ্টার পর ঘন্টা লোডশেডিং চলছেই ।
এরপর আশা যাক আরেকটা টেকনিক্যাল টার্মস । ধরুন একটা উপকেন্দ্রে বিদ্যতু দরকার ৫০ মেগাওয়াট । দেখা গেলো ফিডার পর্যাপ্ত সংখক আছে লোড নেয়ার জন্য । বিদ্যতু সাপ্লাইও ৫০+ মেগাওয়াট ই আছে । কিন্তু মেইন স্টেশন থেকে যে ক্যাবল এর মাধ্যমে উপকেন্দ্রে বিদ্যতু আসছে সেখানে ক্যাবল ৫০ মেগাওয়াট বিদ্যতু পরিবহন করতে পারে না । আল্টি মেটলি লোডশেডিং ।
উপসংহারঃ যখন সরকার দাবী করে লোডশেডিং নাই , ওনারা এসিতে বইসা বইসা যোগ বিয়োগ হিসেব করে , খরচ , ৫০০০ , উতপাদনঃ ৬০০০ । এক্সপোর্ট করা যাইবো ১০০০
বাংলাদেশ এ লোডশেডিং নাই ( যোগ বিয়োগ করে )
বাংলাদেশে লোডশেডিং আছে ( যাদের বাসায় আই পি এস / জেনারেটর নাই তাদের হিসেবে )
২১ শে এপ্রিল, ২০১৪ রাত ২:১৮
অনির্বাণ রায়। বলেছেন: ধন্যবাদ
২| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৫৪
আমিই মিসিরআলি বলেছেন: biddut patimontri'r elakay thaki,ekho baje ratri 3 ghotika. . .load shadding. . .mosar kamur khaitachi r gorome siddho hoitachi >
২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
অনির্বাণ রায়। বলেছেন: সৎ প্রতিমন্ত্রি -_-
৩| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৩
অন্য পুরুষ বলেছেন: দোস্ত, লোড শেডিং আমাদের ঐতিহ্য। একে যত্নের সাথে লালন করতে হবে।
৪| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৭
অন্য পুরুষ বলেছেন: লোড শেডিং আমাদের ঐতিহ্য, একে যত্নের সাথে লালন করতে হবে।
বি:দ্র: আমার বাসায় আই. পি. এস. আছে, কিন্তু আই.পি.এস. এরও তো লিমিট আছে। কিন্তু আমাদের লোড শেডিং লিমিটলেস। সো বুঝসই তো চার্জিং এর টাইমই পায় না সে।
৫| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৯
অন্য পুরুষ বলেছেন: লোড শেডিং আমাদের ঐতিহ্য, একে যত্নের সাথে লালন করতে হবে।
বি:দ্র: আমার বাসায় আই. পি. এস. আছে, কিন্তু আই.পি.এস. এরও তো লিমিট আছে। কিন্তু আমাদের লোড শেডিং লিমিটলেস। সো বুঝসই তো চার্জিং এর টাইমই পায় না সে।
০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:২২
অনির্বাণ রায়। বলেছেন: দোস্ত অনেক দিন পর সামু তে আইলাম । এখনো কি আগের মত অবস্থা ? :/
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১
বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
++++
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪১
দালাল০০৭০০৭ বলেছেন: ভাল বলেছেন