![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুঁনো মানুষ, বোঝেনা মন-বোঝেনা ভাষা আমি বুঝেছি, ভালোবেসেছি তোমায় নিয়ে বুক ভরা আশা।
রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক এর জন্য প্রধানমন্ত্রীর অনুমোদন করা স্বতন্ত্র বেতন কাঠামো কোন অমোঘ কারনে আটকে গেল?
আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রী গত ১৪ই নভেম্বর রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক এর জন্য স্বতন্ত্র বেতন কাঠামো অনুমোদন করেন। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর শুধূ গেজেট প্রকাশ হওয়া ছাড়া আর কিছু অবশিস্ট থাকে না। এবং এরপর অরথমন্ত্রীও বল্লেন যে দু'একদিনের মাঝেই প্রজ্ঞাপন জারি হবে, কিন্তু এর পর প্রায় এক মাস চলে গেলেও প্রজ্ঞাপন জারি তো হইনি বরং নানা অজুহাত দেখিয়ে এটিকে বন্ধ রাখা হয়েছে।
যেসব কারণে রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংকগুলোতে স্বতন্ত্র বেতন কাঠামো চালু করা প্রয়োজন। এ বিষয়ে আমার আগের একটি লেখা এখানে ক্লিক করুন>>>>>
আমরা যারা সরকারি ব্যাংক এ চাকরি করি তাদের জন্য এই বেতন কাঠামো যে কতটুকু প্রয়োজন তা একমাত্র চাকুরেদের পরিবার ই জানে। তাই আজ আমাদের একটাই দাবি রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক এর জন্য স্বতন্ত্র বেতন কাঠামো চালু কর-করতে হবে।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪০
বাক স্বাধীনতা বলেছেন: সচিবেরা এমন খেলা খেলেছেন যে, তাদের এই খেলার ফলে চিরকালের জন্য সরকারি ব্যাংকের কর্মকর্তাদের সাথে সচিবালয়ের কর্মকর্তাদের একটা বৈরী ও অসহযোগীতাপূর্ণ মনোভাবের জন্ম হলো। দেশতো বুড়োরা চালাবেন না। দেশ চালাবে আজকের তরুণেরা। কাউকে বঞ্চিত করে রাখা এ দেশের মানুষ সমর্থন করে না।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৫
রাজীব বলেছেন: আপনি বলতে পারেন কেন এই স্পেশাল বেতন স্কেল দরকার?? ৯০ হাজার ব্যাংকারের কয়জন কাজ করে?? কয়জন যোগ্য?? এদের অনেকেই আধুনিক ব্যাংকি পারেই না, এদের অনেকেই কম্পিউটার ধরতে পারে না, এদের ৯০% অনলাইন ব্যাংকিং ইন্টার্নেট ব্যাংকিং কি জানে না। এদের অনেকেই এটিএম বুঝে না।
তাহলে এই বিশাল অযোগ্য লোকের বহরের জন্য স্পেশাল বেতনের কি দরকার??
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০২
পাউডার বলেছেন:
@রাজীব - ছাগ্লাদের মত কিছুই না জেনে যেখানে সেখানে মুখ দিবেন না। বাংলাদেশের সরকারী ব্যাংকগুলোর কার্যক্রম যে কোনো বেসরকারী ব্যাংকের চেয়ে কয়েকগুন প্রসারিত।
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩
জোকার আবুল বলেছেন: @ রাজিব-ভাই মন্তব্য ঢালাও না হয়ে তথ্য নির্ভর হওয়া উচিত না?
৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৩
মির্জা জুনায়েদ বলেছেন: @ রাজিব ৯০ হাজার ব্যাংকারের এর মধ্যে যে এখন ৪০ হাজার নতুন যারা পেনশন পাবে না এটা কি জানেন?? ২০০৭ এর পর থেকে যারা নিয়োগ পেয়েছেন তারা সবাই লিমিটেড কোম্পানি এর অধীন তাই তারা আর সরকারি বলা যাবে না। আর একটু খোঁজ নিলে জানতে পারবেন এখন সব ব্যাংক এই অনলাইন সুবিধা চালু আছে। কম্পিউটার ধরতে না জানলে অনলাইন চলছে কিভাবে??? আর ২০০৭ এর আগে যেই ব্যাংক গুলা লস এ ছিল সেগুলাই এখন কতো লাভ করছে এতা জানেন?? অগ্রণী ব্যাংক গত বছর লাভ এর দিক থেকে দ্বিতীয়। এটা কিভাবে সম্ভব হল?? তাই না যেনে ফালতু কমেন্ট করবেন না ।
৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২০
পাউডার বলেছেন: ব্যাংকের স্বতন্ত্র বেতন কাঠামো এখনই হচ্ছে না: অর্থমন্ত্রী
৮| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪
ৎঁৎঁৎঁ বলেছেন: উপ্রে জনাব রাজীবের মন্তব্য দেইখা মফিজ হয়ে গেলাম, ব্লগিং তো বেশ অনেক দিন ধইরাই করেন দেখা যায়, অন্যের জ্ঞানের বহর যাচাই করার আগে আপনার জ্ঞানের পরিধি জানতে মুঞ্চাই, সেইটা জাইনা সিদ্ধান্ত নেব আপনার সাথে এই বিষয়ে কথা বলা যায় কিনা। ভাইজান, আপনি পড়াশোনা করেছেন কোথা থেকে? শিক্ষাগত যোগ্যতা কী?
এই দুইটা জানান আগে, তারপরে আপনারে দেখাব সরকারি ব্যাঙ্কাররা কী জানে আর কী জানে না। আপনি কতটুকু জানেন সেইটাও আমরা জানবো।
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩১
মোঃ জাকির হোসেন ৭৮ বলেছেন: আমার ভাবতে লাগে এই দেশের আমলাদের কাছে সরকার ও কতটা জিম্মি?
প্রধানমন্ত্রী ও অর্থ মন্ত্রীর চুড়ান্তকঅনুমোদনের পরও সচিবদের অনিহার কারনে ৯০ হাজার ব্যাংকার অনেক দিনের স্বপ্ন পূরন হলোনা,