নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ চোখে সাধারণ কিছু কথা....

Anisa Nasrin

Anisa Nasrin › বিস্তারিত পোস্টঃ

হাহাকার বনাম হাসি

৩০ শে জুলাই, ২০২২ রাত ১১:০১

হাহাকার এখন একটা বিশাল বড় ব্যাধি। কথায় কথায় এখন মানুষের থাকে হাহাকার। কেনো এটা হলো না, কেনো সে চলে গেলো, কেনো আমার জীবনটা ওর মতোন না, কেনো কেউ এতো আঘাত দিলো... এইসব হচ্ছে হাহাকারের এক ঝলক।

দুঃখবিলাস যেনো পিছুই ছাড়ে না। এদের দুঃখ শুনে হাত বাড়ানোর মানুষও কিন্তু কম না। সারাদিন ইনবক্সে সমবেদনা জানানো তো চলছেই। আমার জানা নেই কি করে কেউ এতো সমবেদনা জানানোর বা শোনার সময় রাখে। জীবনটাকে এনারা বানিয়ে ফেলেছেন প্যান প্যান ঘ্যান ঘ্যান ধরণের টিভি সিরিয়ালের মতো। আর এই ফাঁকে সমবেদনা জানানোর ফাঁকে ঢুকে পরে কিছু মুখোশধারী মানুষ। ব্যস শুরু হয়ে গেলো এক প্রতারণার গল্প বলতে গিয়ে আরেক প্রতারকের পাল্লায় পরা।
এভাবেই গড়াতে থাকে হাহাকারের গাড়ি।

দুঃখ তো থাকবেই, না পাওয়াও থাকবে। সবকিছু মন মতো একবারে পাওয়াটাই অস্বাভাবিক। তাই বলে কি আমার কেউ নেই, কেউ ভালোবাসে না বলে চলতেই হবে?
এনারা নিজেরাও এই দুঃখ বেশে থাকবেন এমনকি যখন কেউ তাদেরকে বের করে স্বাভাবিক জীবনে আনার চেষ্টা করবেন সেটাকেও তারা লণ্ডভণ্ড করবেন। কারণ তারা শুনতে চায় অন্যের মুখে হাহাকারের কথা, আলোর কথা নয়।

হাসি কান্না মিলিয়েই তো জীবন, তাই জটিলতার মাঝে না গিয়ে আলোর পথে আসার চেষ্টা তো করতে পারি আমরা। আর যদি সেটা করতে নাই পারি অন্তত কোনো আনন্দঘন সময় আমরা অন্যের নষ্ট না করি। আপনি জটিলতার মাঝে থাকবেন বলে অন্য সবাইকে জটিলতা নিয়ে বসবাস করবে সেটা প্লিজ ভাববেন না।

হাসিতে থাকুন, জটিলতা ছাড়ুন।

___আ নি সা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.