নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ আমার আপন জগত

আনিসা নাসরীন

এ এক অনন্ত যাত্রা

আনিসা নাসরীন › বিস্তারিত পোস্টঃ

মধ্যরাতের কুয়াশা

০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:০৭

মধ্যরাতে কোন কুয়াশা থাকে না, একটা নিস্তব্ধতা থাকে। কেমন জানি ঘোর লাগানী আবছা একটা আলো থাকে। মাঝে মাঝে এই আবছা চারপাশকে আমি কুয়াশা বলে ভুল করি। একটা মিষ্টি মাতালতার গন্ধও থাকে। এর মাঝে তুমি মাঝে মাঝে উদয় হও। খুব শান্ত হয়ে আমার পাশে থাকো। বাস্তবতার কোন ব্যস্ততা তোমার তখন থাকে না। কোন ফোন কল, কোন ইমেইল কিছুর তাড়া তোমার থাকে না। তুমি লুকিয়ে থাকো তখন শুধু আমার পাশে। কোন তাড়া নেই আমাকে রেখে যাওয়ার। পথ পাহাড় পাড়ি দেওয়ার বালাই নেই। তুমি ব্যস্ত শুধু আমায় নিয়ে। একদম নীরব হয়ে থাকো।আমিও তেমন। নীরবতা দেখছি। না ঠিক নীরবতা না আসলে তোমাকেই দেখছি।

এই সময়টা আমার খুব প্রিয়। ভীষণ রকম প্রিয়। এই সময়টাতেই তুমি কেবল আসো। বাকী সময়ে ব্যস্ততা অনেক। তখন মাঝে মাঝে তোমায় আমি গান শোনাই। মাঝে মাঝে অভিমানও রাখি। তুমি নীরবে থাকো। দেখি তোমার চোখের কোণটা চিকচিক করছে। এটা আমার প্রিয় না। এটা আমাকে আঘাত করে। তোমার ওই গোলগোলে চোখে আর যাই হোক অশ্রু মানায় না। এখানে শুধু আমার পাশে থাকার কথাই মানায়।

মধ্যরাতে কোন কুয়াশা থাকে না, কেবল একটা ভেসে যাওয়া থাকে।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:১৭

মাহির মুনিম বলেছেন: ভালো লাগলো :)

০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:১৯

আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ মুনিম আপনাকে।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:৫১

নিয়াম বলেছেন: রাতের শেষাংশে ছুঁয়ে গেল। বেশ ভালোলাগা জানবেন।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৭

আনিসা নাসরীন বলেছেন: অনেক ধন্যবাদ রইলো আপনাকে।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৩

বিজন রয় বলেছেন: এখানে শুধু আমার পাশে থাকার কথাই মানায়।


অনেক আবেগীয় বিচ্ছুরণ।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫০

আনিসা নাসরীন বলেছেন: বিজন, অনেক ধন্যবাদ আপনাকে।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৮

সুমন কর বলেছেন: ব্যস্ততা আমাকে দেয় না অবসর, তাই বলে ভেবো না.............

লেখা ভালো লাগল।

অ.ট.: লেখাগুলো ব্লোড করার প্রয়োজন আছে কি !

০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৯

আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ।

আমি একটু কানা টাইপ তো, বোল্ড হলে নিজের একটু সুবিধা হয় দেখতে।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮

সাহসী সন্তান বলেছেন: চমৎকার আবেগের বহিঃপ্রকাশ! ৪ নাম্বার মন্তব্যের প্রতিউত্তরটা পড়ে ব্যাপক হাসি লাগলো! কানা মানুষের সাথে ব্লগিং করে পেতে নিজের ফিলিংসটাই এখন অন্যরকম লাগতেছে! ;)

শুভ কামনা জানবেন!

০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩২

আনিসা নাসরীন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

এতো সিরিয়াস কানা আবার না। কিন্তু ভালোই কানা। :)

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৫

সাহসী সন্তান বলেছেন: সে জানি, আমি তো কেবল মাত্র মজা করার জন্যই কথাটা বললাম! :)

০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪১

আনিসা নাসরীন বলেছেন: সাহসী, তা বুঝেছি। :)

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার রসবোধের তারিফ করছি। ৪ এর রিপ্লাই পড়ে হাসতেই আছি---- =p~

০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৪

আনিসা নাসরীন বলেছেন: ঘটনা কিন্তু সত্য :)

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০০

জেন রসি বলেছেন: রোম্যান্টিক। আবেগটা লেখায় প্রতিফলিত হয়েছে। সুন্দর।

০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১১

আনিসা নাসরীন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.