![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে আমাকে ফুলের মালায় বরণ করল, আর কে আমাকে জুতার মালায় বরণ করল ! তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যেন সব সময় সত্য দ্বারা পক্ষপাত দুষ্ট হই। এটাই নিজের কাছে নিজের প্রত্যাশা।
"অনুভুতি" এক অদ্ভুত শব্দ... কত কারণেই না তা আহত হয়.
আল্লাহর জন্ম নিয়ে প্রশ্ন করলে আহত হয়, রাষ্ট্রের সমালোচনা করলে হয়, রূপের সমালোচান করলে হয়, দুর্নীতির সমালোচনা করলে আহত হয়, বয়স জানতে চাইলে আহত হয়.. আইনের সমালোচনা করলে আহত হয়.. দাঁড়িয়ে প্রসাব করলে আহত হয়...
আজ নতুন করে জানলাম ক্রিকেট নিয়ে কথা বললেও অনুভুতি আহত হয়... হায়রে মানুষের অনুভুতি...
.
গতকাল আইসিসির নির্লজ্জতার সমালোচনা করাতে আমার ভারতীয় বন্ধুদের অনুভুতিতে আঘাত লেগেছে.. কিন্তু সৎ জ্ঞানে আমি কখনোই ভারতকে ছোট করে কখনোই কিছু বলিনি.. ভারতকে নিয়ে যা বলেছি তা অধিকাংশই আমার ব্যক্তিগত অনুভুতি. এর প্রায় সবই ইতিবাচক. কিছু কথা বলেছি সমালোচনা মূলক.. ভারতীয় সংবিধান দ্বারাই আমাকে সেই ক্ষমতা প্রদান করা হয়েছে.. এর বাইরে আমি ভারতকে বা ভারতীয়দের আঘাত করে কিছু বলেছি বলে মনে করতে পরিনা...
আমার ক্লাসে যে কয়জন শিক্ষার্থী আছে তারা কেউই বাংলা পড়তে বা লিখতে জানে না.. মাত্র দুইজন বাঙালী সেখানে.. আমি আর একজন মেয়ে.. অধিকাংশ সময়ই আমাদের কথোপকথন হয় ইংরেজিতে. বাংলা হল শেষ হাতিয়ার. যখন আর ইংরেজিতে বোঝানো সম্ভব না.. তখন... নিসন্দেহে সে আমার সব থেকে বড় সহযোগী এখানে...
গত কালের আমার বক্তব্য গুলো কেন তার অনুভুতিতে আঘাত করেছে সেটা বুঝতে আমি অপারগ. তার কোন সৎ জবাবও সে দিতে পারেনি.. আমার অন্য বন্ধুরা তার মুখ থেকে শুনে বা গুগল ট্যান্সলেটর দিয়ে ভাষা বদলে সেখান থেকে কি আবিষ্কার করেছে আমি জানি না.. তারা আমার বক্তব্যে আহত... সেটা নিয়ে পুরো কলেজ হইচই অবস্থা...
একটি গণতান্ত্রিক দেশে তাহলে বাকস্বাধীনতা কি? সেটা আমার জানতে ইচ্ছা করছে খুব...
আমি খুব স্পষ্ট করেই বলতে চাই যে গতকাল বাংলাদেশ খুবই বাজে খেলেছে, ভারত যথেষ্ট ভালো খেলেছে এবং সেই সাথে আইসিসি নির্লজ্জ ভাবে ভারতকে সাপোর্ট করে গিয়েছে.. এটা হতে পারে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত. যতক্ষণ না পর্যন্ত প্রমান হচ্ছে এটা ততক্ষণ পর্যন্ত আমি ভারতীয় ক্রিকেট টিমকে দায়ী করতে পারি না..
বাংলাদেশের মানুষেরও ভদ্রতার অভাব আছে. যেমন ভদ্রতার অভাব আছে ঐ সকল ভারতীয়দের. যারা ডান-বাম বিচার না করেই অসুস্থ জাতিয়তাবোধে ভোগে..
আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন তারা কেউই আমার অধীন নয়. সকলেই স্বাধীন. আমার মন যুগিয়ে কথা বলার প্রয়োজনও কের নেই. কিন্তু আশা করব যাই কমেন্ট করেন না কেন, সেটা যেন যোক্তিক হয়.. কারণ আমি আন্তর্জাতিক পরিমন্ডলে জীবনযাপন করি. আপনি যখন আমার পোস্টে কমেন্ট করেন তখন শুধু ব্যক্তি আপনি নয় পুরো বাংলাদেশ কথা বলে. আমার যে সকল বিদেশী বন্ধুরা আপনার বক্তব্যগুলো পড়ছে তারা হয়তো আপনাকে চেনে না, কিন্তু বাংলাদেশকে চেনে. সুতরাং অনুরোধ হল এমন কিছু বলবেন না যাতে বাংলাদেশের সুনাম ক্ষুন্ন হয়..
সকাল বিকাল ভারতকে গালি দিয়ে আসলে কিছুই অর্জিত হবে না.. কারণ আমাদের সরকার থেকে শুরু করে গলাভেজানোর পানি পর্যন্ত ভারত নিয়ন্ত্রণ করে. সুতরাং বৈশ্বিক রাজনীতিটা আয়ত্ত্ব করতে শিখুন.. পৃথিবীটাই টিকে আছে রাজনীতির উপর. রাজনৈতিক ভাবে যতদিন আপনারা মস্তিস্কে শান দিতে না পারবেন ততদিন বারবার আপনাদের হেরে যেতে হবে...
আপনাদের বিবেকহীন ব্যবহারের কারণে প্রবাসীদের অনেক মাসুল দিতে হয়... আশাকরবো আপনারা সেটা বুঝতে অপারগ না...
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
চাঁদগাজী বলেছেন:
হবে, হবে, একদিন শিরোনামও থাকবে