![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে আমাকে ফুলের মালায় বরণ করল, আর কে আমাকে জুতার মালায় বরণ করল ! তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যেন সব সময় সত্য দ্বারা পক্ষপাত দুষ্ট হই। এটাই নিজের কাছে নিজের প্রত্যাশা।
বাংলাদেশে ক্রিকেট ভক্তরা দুইভাগে বিভক্ত। একদল পছন্দ করে ভারত। অন্যদলের পছন্দের হল পাকিস্তান। এর মধ্যে ভারতের সাপোর্টার সম্ভাবত সংখ্যায় বেশি। এই যে আমরা দুই দলে বিভক্ত সেটা কিন্তু খেলার পারফর্মেন্সের উপর নির্ভর করে না। যারা পাকিস্তানকে সাপোর্ট করে তাদের ১০০% ই মুসলিম বলে সাপোর্ট করে। আর ভারতের সাপোর্টাররা সাপোর্ট করে তিন কারনে।
১। হিন্দু বলে
২। প্রতিবেশী বলে
৩। পাকিস্তানকে সাপোর্ট করবে না বলে।
এইযে ভারতের কাছে আমরা একটা বড় সড় বাঁশ খেলাম এটার জন্য ভারতের গুষ্টি উদ্ধার করতেই আমরা ব্যাস্ত। ব্যাপারটা সবাই কি ভাবে নিবেন তা জানি না। আমি কিন্তু বিষয়টাকে খুব পজেটিভলি নিব।
এখন আর আমরা ভারত-পাকিস্তান বলে বিভক্ত হব না। এখন আমাদের একটাই দল-বাংলাদেশ।
আমি মনে মনে অপেক্ষা করছি, ভারত যেমন একটা বাঁশ দিয়েছে ঠিক এমন একটা বাঁশ পাকিস্তান কবে দেবে?
এই প্রজন্মের জানা দরকার যে ভারত বা পাকিস্তান কেউই আমাদের বন্ধু রাষ্ট্র না। তথাকথিত হিন্দু-মুসলিম সাম্প্রদায়িকতার উপরে নির্ভর করে যে দেশ ভাগ হয়েছিল সেটা আসলে মৌলবাদকেই উস্কে দিয়েছিল। এই দুই মৌলবাদী রাষ্ট্রর সাথে বাংলাদেশের রাজনীতি হতে পারে, কিন্তু নিটোল বন্ধুত্ব না। আমরাও এক সময় মৌলবাদী রাষ্ট্র ছিলাম। কিন্তু ১৯৭১ সালেই আমরা সেই কালি ধুয়ে মুছে পবিত্র হয়েছি। আমরা কোন মুসলিম রাষ্ট্র না। আমরা কোন হিন্দু রাষ্ট্র না। আমরা কেবলই বাংলাদেশী।
এর পর থেকে আমরা ধর্মের কারনে কোন দেশকে সাপোর্ট করব না। আমরা শুধু ভালোবাসার কারনেই দল সাপোর্ট করব। সেটা শুধু মাত্র বাংলাদেশ, আর কোন দল না......
একটি পরাজয় আবার আমাদের সংঘবদ্ধ হতে সাহায্য করেছে... আমি প্রার্থনা করি এমন পরাজয়, এমন প্রতারনার স্বীকার যেন আমরা বার বার হই... যতবার প্রতারিত হব ততবার আমরা বুঝতে শিখব যে আমরা হিন্দু না, আমরা মুসলিম না, আমরা মানুষ... আমরা বাংলাদেশী...
২| ৩১ শে মার্চ, ২০১৫ সকাল ১০:১৭
ইমরান আশফাক বলেছেন: এই প্রজন্মের জানা দরকার যে ভারত বা পাকিস্তান কেউই আমাদের বন্ধু রাষ্ট্র না।
নির্বোধদের এই কথাটিই বুঝানো দরকার।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫৪
Palol বলেছেন: কিন্তু আমার নাগরিকত্ব বাংলাদেশি, জাতিগত পরিচয় আমি বাঙালী, বাংলাদেশে অনেক জাতিস্বত্ত্বার বাস, অন্যান্যদের মধ্যে রয়েছে, চাকমা, মারমা, সাওতাল, গারো, প্রমুখ।