নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেবার মত তেমন কোন পরিচয় এখনো অর্জন করতে পারিনি। আরও কিছুদিন সময় দিন.।।

আনন্দ কুটুম

কে আমাকে ফুলের মালায় বরণ করল, আর কে আমাকে জুতার মালায় বরণ করল ! তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যেন সব সময় সত্য দ্বারা পক্ষপাত দুষ্ট হই। এটাই নিজের কাছে নিজের প্রত্যাশা।

আনন্দ কুটুম › বিস্তারিত পোস্টঃ

এসকল নোংরামি দেখেও কেন সবাই মুখে কুলুপ এঁটে বসে থাকে বুঝি না....

২৭ শে মার্চ, ২০১৫ রাত ১১:৫৬

বলুন তো ভারতের দেবতা কয়জন?
-৩৩ কোটি
-ধুর মিঞা পারলেন না?
- তা হলে আপনি বলুন কয়জন?
- ৩৩ কোটি + ১ জন।
এই হিসাবটা কিন্তু হিন্দুদের জন্য না। এই হিসাবটা সকল ভারতীয়দের জন্য। কি দিন্দু, কি মুসলিম... এই অতিরিক্ত দেবতাটি সবার। এটা নিয়ে কারো কোন আপত্তি ও নেই। এবার বলুন তো এই অতিরিক্ত একজন দেবতার নাম কি?
- শচিন............ টেন্ডুলকার।
ঠিক ধরেছেন। তিনি আর কেউ না শচিন টেন্ডুলকার। একবার শচিনকে একটি মদ কোম্পানির ব্রান্ড এম্বাসিডর হতে বলা হয়েছিল। তিনি জবাব দিয়েছিলেন- ভারতের ২৫ কোটি তরুন আমাকে আইডল মানে। আমি তাদের মদ খাওয়ার পরামর্শ দিতে পারি না। (স্যালুট বস)
শচিন কে নিয়ে বছর খানিক আগে একবার কথা উঠেছিল। কেউ বলেছিল শচিন মহত্তা গান্ধী থেকে বেশি প্রভাব বিস্তার করেছেন ভারতীয়দের উপরে। সুতরাং শচিনই হবে ভারতের জাতীর জনক। কেউ বলেছে শচিনের নামে টাকা ছাপা হোক। কের মতে শচিন হল ভারতের ইতিহাসে সব থেকে বড় মোটিভেটর।
.
আরেকজন মানুষ। নাম শুনলেই আমার মাথাটা আলগোছে তার পায়ের কাছে চলে যায়। এপিজে আবুল কালাম আজাদ। তিনি যদি আজ সন্ধ্যায় ঘোষণা করেন যে- আজ ভারতের সকল শিক্ষার্থী সারা রাত পড়ালেখা করে পার করবে। তবে ভারতের একটি বাড়িতেও আজ রাতে লাইট বন্ধ হবে না।
,
মোদী সরকার গঠনের পরেই রস্তায় নেমে গেল "ক্লিন ইন্ডিয়া" শ্লোগান নিয়ে। অমনি ভারতের সিংহভাগ মানুষ নেমে গেল ভারতকে ধুয়ে মুছে প্রবিত্র করতে। সে হোক বিজেপির সাপোর্টটার, হোক কংগ্রেসের সাপোর্টটার। দল এখানে বড় না। কে ডাক দিয়েছে সেটা বড় না। বড় হল ইন্ডিয়া। সুতরাং ইন্ডিয়ার উন্নতিতে দল-মত-ব্যাক্তি মিশে একাকার হয়ে যায়।
..........................................
কি কাটা ঘায়ে নুনের ছিটা দিলাম? বলুন তো কেন দিলাম?
গত কয়েকদিন যাবত পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মাঝের নোংরা ফেসবুকিয় যুদ্ধ দেখছি। যুদ্ধ গড়াতে গড়াতে কম গড়ায়নি। আমি খুব স্পষ্ট দেখতে পাচ্ছি যে সাধারন মানুষের এই ছোট খাট ঘা বড় হয়ে যাচ্ছে। এটা অদুর ভবিষ্যতে উভয় দেশের সরকারকে ইফেক্ট করবে। কারন ভোট তো সাধারন জনগণই দেয়। বাংলাদেশের অনেক সম্মানিত মডেল, সাংবাদিক, অভিনেতা, ফেসবুকিয় সেলিব্রেটি, আরজে দেরও দেখেছি ইন্ডিয়াকে অপমান অপদস্ত করে লিখতে। পশ্চিম বঙ্গ ও পিছিয়ে নেই। গায়ক রুপমের বক্তব্যের সত্যতা জনাই না। কিন্তু এটা বুঝতে পারছি বিবাদটা শুধু মাত্র আর সাধারনের থাকছে না। এই বিবাদে মিডিয়া ব্যাক্তি থেকে সুশীল সমাজ সবাই জড়িয়ে পড়ছে। অবশ্যই এর পরিনাম খারাপ।
বাংলাদেশ-ইন্ডিয়া নিয়ে দক্ষিণ ভারতের মানুষের কোন খ্যামটা নিত্য দেখিনি। যেমন দেখেছি বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের। বাংলাদেশের ৭০% মানুষই কোলকাতাকে পুরনাজ্ঞ ভারত ভেবে ভুল করে। তারা ভারতের সব কিছু বিচার করে পশ্চিম বঙ্গের উপরে বিচার করে। এটাই হল সমশ্যার মূল বিন্দু।
মোদী, শচিন, এপিজে র মত অভিভাবক ভারতের আছে। আদের নেই। এই নেই বলেই আমরা বড় উশ্রিংখল। আমাদের বেড়ে ওঠা, আমাদের মানসিক বিকাশ, আমাদের গঠন সব কিছুতেই গলদ। কারন একটাই শচিনের মত সর্বজন গৃহীত অভিভাবক আমাদের নেই। আমাদের দেশে গুনির কদর হয়না। হয়না বলে অনেক অনেক গুন নিয়ে জন্মেও জাফর ইকবাল, মুহাম্মাদ ইউনুস, আনু মুহাম্মাদ রা আমাদের অভিভাবক হয়ে উঠতে পারেন না।
সাইবার ৭১ নামের একটা হ্যাকার গ্রুপের কাজ হল ভারতের সাইট হ্যাক করা। আমি অবশ্য পৃথিবীর এই একমাত্র ক্রাইমকে সমর্থন করি। কিন্তু ক্রাইমের তো একটা সীমা থাকবে। এরা যে উস্রিংখলতায় মেতেছে সেটা যথেষ্ট নিন্দার দাবিদার। ভারতীয় ক্রিকেটারদের নাম্বার, ভারতীয় ক্রিকেট বোর্ডের নাম্বার বাব্লিক করে দেওয়া। সেগুলোতে ফোন দিয়ে গালাগালি করতে সবাইকে উতবুদ্ধ করা এটা কি জাতীয় সংগ্রাম? এগুলো করে কি লাভ হচ্ছে? এর জন্য তো বাংলাদেশের সুনামই খুন্ন হচ্ছে সেটা এদের বোঝাবে কে? কারন আমাদের তো কোন অবিভাবক নেই।
খুব বেশি দিন আর নাই, যখন পুরো বিশ্ব এক সাথে বাংলাদেশকে বয়কর্ট করবে। কারন বাড়াবাড়ির একটা সীমা থাকে। আমরা সীমা অতিক্রম করে যাচ্ছি বার বার।
মুসলমানদের উশ্রিংখলতাকে আমরা বলে থাকি মৌলবাদ। কিন্তু বাঙ্গালী উশ্রিংখলতা, বাঙ্গালী মৌলবাদ নিয়ে আমাদের কোন মাথাব্যাথা নেই।
এসকল নোংরামি দেখেও কেন সবাই মুখে কুলুপ এঁটে বসে থাকে বুঝি না............

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫৯

মুক্তকণ্ঠ বলেছেন: আপনেরে ঠিক চিনলাম না X(

২| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ১:০৭

অন্ধের যষ্ঠী বলেছেন: যেই মুহূর্তে কলকাতা বাঙলা রাষ্ট্রের দাবিকে কে পায়ে দলে ভারতে যুক্ত হয়েছে, সেই দিন থেকেই আপনাদের অধঃপতন হয়েছে, আমরা তো রক্ত দিয়ে পাকিস্তান থেকে আলাদা হয়েছি, এখন আপনারা কি করবেন? হিন্দি গান গেয়ে আর কতদিন চলবেন ভায়া? ঢাকাকে গালি দিলেই কি সব পাপের প্রায়শ্চিত্ত মিলবে? দক্ষিন ভারত থেকে শিক্ষা নিন এবং মানসিকতার পরিবর্তন করুন। আমরা রক্ত আর ঘামে স্বাধীন হওয়া জাতি। আপনাদের সাথে আমাদেরকে তুলনা করতে যাওয়া শুধুই বৃথা সময় নষ্ট।

৩| ২৮ শে মার্চ, ২০১৫ ভোর ৪:০৪

মতিউর রহমান মিঠু বলেছেন: আপনি সত্যিই ''ইন্ডিয়ার কুটুম'' তা বোঝা গেলো আপনার এই পোষ্ট পড়ে। ক্রিকেট নিয়ে যা হচ্ছে তার দায় কি শুধু বাংলাদেশের?? ভারতের ক'জন মানুষের নোংড়া মন্তব্য আপনি পড়ছেন মি.কুটুম? তারা যে শব্দগুলো ব্যাবহার করেছে তা উচ্চারন করতেও আমার লজ্জা লাগে, আর আপনি তাদের পক্ষে সাফাই গাইছেন!!
ক্রিকেট নিয়ে যা হলো বা হচ্ছে তার জন্য পুরো বিশ্ব একযোগে বাংলাদেশকে বয়কট করবে এই ভ্রান্ত ধারনা আপনাকে কে দিলো? এ খবর কোন দাদার কাছ থেকে পাইছেন ভাই কুটুম??

''বাংলাদেশের ৭০% মানুষই কোলকাতাকে পুরনাজ্ঞ ভারত ভেবে ভুল করে। তারা ভারতের সব কিছু বিচার করে পশ্চিম বঙ্গের উপরে বিচার করে। ''


এটা দিয়ে কি বোঝালেন ভাই? কোলকাতা কি ইন্ডিয়ার বাইরের দেশ? কোলকাতার জনগন কি ইন্ডিয়ান না? একই জাতীয় সঙ্গীত কি পুরো ভারতের জাতীয় সঙ্গীত না? এই জাতীয় সঙ্গীত কি কোলকাতার মানুষ গায় না বা শ্রদ্ধা করেনা?
তবে কেন কোলকাতা দিয়ে ভারত বোঝানো যাবেনা? কোলকাতার কেউ অন্যদেশে গেলে কি পরিচয় দেয়, বাঙালী নাকি ইন্ডিয়ান? পরিচয়টা কিন্তু ''ইন্ডিয়ান'' হিসেবেই দেয়। সুতারং কোলকাতা দিয়ে পুরো ভারত বোঝানো পুরোই জায়েজ এবং সঠিক মি.কুটুম।

''কি কাটা ঘায়ে নুনের ছিটা দিলাম? বলুন তো কেন দিলাম?''
না জনাব আমাদের কাটা ঘাও নাই আর নুনের ছিটাও দিতে পারেন নাই, তবে আপনি যে ভারতের প্রকৃত প্রেমিক তা প্রমান করতে পেরেছেন নিঃসন্দেহে।
আমাদের কেউ গালি দিবে বা জাতীয়তা নিয়ে বাজে কথা বলবে আর আমরা বাংলাদেশিরা শুধু শুনে চুপ করে থাকবো সেই দিন আর নাই। এখন কেউ ইট মারলে আমরা তাদের পাটকেল মারবোই তাতে আপনার মতো ভারতের যতো কুটুম যা বলেননা কেন ছারা হবে না।

আগে দেশ প্রেমিক হন তারপর শুশীল হবার চেষ্টা করবেন আশা করছি.....

অনেক ধন্যবাদ মি. কুটুম................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.