নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেবার মত তেমন কোন পরিচয় এখনো অর্জন করতে পারিনি। আরও কিছুদিন সময় দিন.।।

আনন্দ কুটুম

কে আমাকে ফুলের মালায় বরণ করল, আর কে আমাকে জুতার মালায় বরণ করল ! তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যেন সব সময় সত্য দ্বারা পক্ষপাত দুষ্ট হই। এটাই নিজের কাছে নিজের প্রত্যাশা।

আনন্দ কুটুম › বিস্তারিত পোস্টঃ

রঙে রঙে রঙিন হল আল্লাহ্‌ তোমার ঘর।

২৯ শে জুন, ২০১৫ রাত ৩:০০

কিছু সত্য অকপটে স্বীকার করতে নাই। তাতে বিপত্তি বাড়ে। অন্তত যারা প্রোটোকল মেইন্টেইন করেন বা পাবলিক রিলেশন নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে এই বিপত্তি চরম। তবুও স্বীকার করলাম।
ছাগু পেজ/ ইস্লাম+হিন্দু ভিত্তিক পেজ বা বেহেস্তের টিকিট বিক্রি ফেসবুক পেজ থেকে প্রতিনিয়ত কিছু ছবি প্রচার হয়- "আলহামদুলিল্লাহ্‌ শেষ পর্যন্ত পর্ণ স্টার সানি লিওন ইসলাম গ্রহণ করে সত্যের পক্ষে ফিরে এলেন। চাঁদ ফেরত নীল আর্ম স্ট্রং ইসলাম গ্রহণ করলেন। শেষ জীবনে রবীন্দ্রনাথ ইসলাম গ্রহণ করলেন। কুরবানির মাংসে আল্লাহু লেখা। নেপাল ভেঙ্গে খান খান, কিন্তু একটা মসজিদও গাঙ্গে নাই। বলুন আলহামদুলিল্লহা"।
*
আসুন লাইন বাই লাইন ভাবি। আপনি ঐ সকল পেজে যান। দেখবেন হাজার হাজার লাইক, কমেন্ট, শেয়ার। বাংলাদেশে লাখ লাখ মানুষ সত্য মিথ্যা যাচাই না করেই দেদার্সে লাইক দিয়ে ভরে দিচ্ছে। এই সকল মানুষ গুলোই এই ছাগু পেজ গুলোকে টিকিয়ে রেখেছে। বলুন কথা সত্য না মিথ্যা????
এতো দিন এই সকল ছাগু পেজ থেকে এই ভুল ও নোংরা তথ্য ও বিকৃত ইতিহাস প্রচার করা হয়েছে। আপনার ভূমিকা কি ছিল তখন??? হয় আপনি চুপ করে ছিলেন, অথবা লাইক দিয়ে প্রমোট করেছেন। কিন্তু প্রতীবাদ করেন নাই। করেছেন??? বুকে হাত রেখে বলুন প্রতীবাদ করেছেন??
ছাগুরা যে কাজ এতদিন করে সমাজকে নষ্ট করেছে, ঠিক সেই একই কাজের পতিফলন ঘটেছে আসিফ মহিউদ্দিনের কাজে। আপনারা যারা ছাগু পেজের এই সকল অপপ্রচারে এতদিন নজর না দিয়ে সুশীল সেজে নাকে তেল দিয়ে ঘুমিয়ে ছিলেন। তারা আজো নাকে তেল দিয়ে ঘুমান। আসিফ মহিউদ্দিনের অপপ্রচারে নাক গলানোর দরকার নাই। আসিফের কাজটি ইটের জবাব পাটকেল মাত্র। আর যারা এতদিন সত্য মিথ্যা না জেনে লাইক, কমেন্ট দিয়ে ভরিয়ে দিয়েছেন। তারা এবার আসিফের ওয়ালে যান, বহু রঙিন কাবা ঘরের ছবিতে দলে দলে লাইক দিয়ে পুনরায় দোজাহানের নেকি হাসিল করুন।
বহু আগেই বলেছি। সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। আজ আপনি অন্যকে বধ করতে যে অপপ্রচারের আশ্রয় নিচ্ছেন, অন্যায়ের আশ্রয় নিছেন। একদিন আপনিই আপনার এই অন্যায়ের জালে ফেঁসে যাবেন। কারণ অন্যায় অন্যায়ই।
কোন মুসলিমকে জোর করে কেউ সমকামী হতে বলেনি। বাধ্যও করেনি। কেউ বলেনি বাইবেল বা কোরআনে সমকামী আয়াত জুড়ে দেও। কিন্তু সমকামীদের নিয়ে ধর্মের চুলকানিটা কিন্তু কম না। আপনি যদি সকাল বিকাল চুলকানি শুরু করেন তা হলে সমকামীরা কি ছেড়ে দেবে??? নিশ্চয়ই না??? তারা তাদের মত করে জবাব দেবে। দিয়েছেও।
আসিফের কাজ ন্যায় না অন্যায় আমি সেই বিচারে যাব না। আমি শুধু এই জায়গাটা আপনাদের ক্লিয়ার করতে চাই যে, আজকে যে কাবার গায়ে রঙ লেগেছে। সেটা কিন্তু আসিফ একা লাগায়নি। এটা এই সমাজের সবাই একসাথেই লাগিয়েছে। একটু একটু করে লাগিয়েছে। সবার কর্ম ফলে আজ কাবা বহুরঙ্গিন রুপ পেয়েছে।
অন্যর মতকে শ্রদ্ধা জানান। তিনি আপনার বিশ্বাস ও মতামতকেও শ্রদ্ধা জানাবে। আসিফের পেজে গিয়ে তাকে গালাগাল করলেই রঙিন কাবা কাল হয়ে যাবে না। আবার আসিফ ছবির গায়ে রঙ লাগালেও কাবার প্রবিত্রতা নষ্ট হয়ে যাবে না। যদি সত্যিকারেই মাথায় ঘিলু থাকে। তবে এই দুইয়ের মাঝে হিসাব নিকাশ করে ঠিক করুন আপনার রিয়াকশন কি হওয়া উচিৎ। বিশ্বাস অন্তরের ব্যপার। যাদের বিশ্বাস মানুষের কথার সাথে সাথে আহত হয় বা কাবা শরীফের রঙের সাথে সাথে বদলে যায় তারা আর যাই বলুন, নিজেকে মুসলিম বলে দাবী করবেন না। প্লিজ...
[আসুন কিছু না বুঝেই গালাগালি করে আনন্দ কুটুমের চোদ্দ গুষ্টি উদ্ধার করে একটা করে বেহেস্তের টিকিটের মালিক হই]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.