![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে আমাকে ফুলের মালায় বরণ করল, আর কে আমাকে জুতার মালায় বরণ করল ! তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যেন সব সময় সত্য দ্বারা পক্ষপাত দুষ্ট হই। এটাই নিজের কাছে নিজের প্রত্যাশা।
Pk সিনেমাটা দেখেছেন?? হিন্দু ধর্মকে ধুয়ে একেবারে সাফা করে দিয়েছে। সেই তুলনায় মুসলিম ধর্মকে স্পর্শ করেনি ঠিক মত। জানেন কাশ্মীরের মানুষের দৈনিন্দন পারিবারিক আলাপে কি থাকে??? থাকে সেখানের অনিরাপদ জীবন আর ভারতীয় সেনাবাহিনীদের অত্যাচারের বিলাপ। জানেন ইজ্রাইলের বুদ্ধিজীবীরা কি নিয়ে আলাপ করে??? তারা গাজায় ইজ্রাইল সেনা দ্বারা মানুষ হত্যার প্রতীবাদ করে। জানেন রোমের নাস্তিকরা কি করে??? তারা খ্রিষ্টান ধর্মকে তুলোধুনা করে। জানেন আফগানী নারীরা কি পেতে উন্মুখ হয়ে থাকে?? একটু স্বাবলম্বী হওয়ার সুযোগ পাওয়ার জন্য।
এখন যদি আপনাকে প্রশ্ন করা হয়, কেন কাশ্মীরের মানুষ খ্রিষ্টান ধর্মের সমালোচনা করে না? কেন রোমের নাস্তিকরা কাশ্মীরে ভারতীয় সেনাদের সমালোচনা করে না?? কেন পিকে সিনেমায় ইহুদী ধর্মের সমালোচনা করা হল না??? তবে আপনি কি জবাব দিবেন??
*
মানুষ আসলে কোন বিষয় নিয়ে কথা বলে??? মানুষ সেই বিষয় নিয়েই কথা বলে যেটা সে বিলং করে। যেটা তার সমস্যা। যেটা তাকে কষ্ট দেয়। ভারতের মত হিন্দু প্রধান দেশে হিন্দু ধর্মের বাড়াবাড়ি ধরনের নিয়ম গুলো ভারতের মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। তাই ভারতে পিকে নির্মাণ করা হয়েছে। পাকিস্তানের সমাজে ইসলাম ধর্মের বাড়াবাড়ির কারনে জন্ম নিয়েছে সালমান রুশদী। তেমন করে বাংলাদেশের নারীর প্রতি ধর্মের বৈষম্যের জবাব হিসেবে জন্ম নিয়েছে তসলিমা নাসরিন।
যে দেশের যেটা সমস্যা, সেখানকার এক্টিভিস্টরা সেই বিষয় নিয়েই কথা বলবে এটাই নিয়ম। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। এখানের সমস্যা গুলোও ইসলাম কেন্দ্রিক। তাই এখানের ব্লগারদের লেখা, শিল্প, সমালোচনা, জ্ঞান গুলো ইসলামকে ঘিরেই হবে। যেমন ইজ্রাইলের জ্ঞান গুলো ইহুদী ধর্ম কেন্দ্রিক।
*
বিষয়টা কি ক্লিয়ার কেন বাংলাদেশের ব্লগাররা শুধু ইসলামেরই সমালোচনা করে??? ভাই আমরা তো ব্যাবসা করতে আসিনি যে দাঁড়িপাল্লায় বাটখারা বসিয়ে মেপে মেপে দুইদিকে ব্যালেন্স করব। এগুলো রাজনীতিবিদদের কাজ, আমাদের না। আমার যারা লিখতে ভালোবাসি তারা অসঙ্গতি দেখলেই লিখি। আমাদের নিকট হিন্দু, মুসলিম, খ্রিষ্টান,জেইন কোন কিছুই ইস্যু না। ইস্যু হল সমস্যা ও তার উৎপত্তিস্থল এবং সমাধান। এর মাঝে হিন্দু মুসলিম খোঁজা আপনাদের মত নাদানদের কাজ। আপনারা একজন মুসলিম হত্যা হয়েছে বলে একজন হিন্দু হত্যা করে সমতা বিধান করেন।
মায়ানমারে মুসলিম মরছে চল আমরা বৌদ্ধ মারি। এটা আপনাদের ইকুয়েশন। আমাদের ইকুয়েশন আমরা কোন হত্যার পক্ষেই না। মানুষ তার আপন স্বাধীনতা নিয়ে বেঁচে থাকুক।
২| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ২:৫৬
বটপাকুড় বলেছেন: বুঝলাম আপনি সমালোচনা করেন, কিন্তু ভাইজান এই সব সমালোচনা করে লাভটা কি? আপনি কি আন্তজাতিক লেভেলের কোন চিন্তাবিদ? কোন আন্তজাতিক কনফারেন্সে আপনাকে ডাকে? আপনার কোন লেখা রেফারেন্স আছে? আপনার আসলে কোন কাজ নাই, তাই এই সব বিশ্বয় নিয়ে চিন্তা করেন...এই টা হলো আসল কথা।
অনেক আগে বিদেশে দেখতাম সবাই দেশ থেকে এসে রাজনৈতিক আশ্রয় প্রাথনা করতো। এখন এই পলিসি ফেইল মারছে। কাড়ন সিরিয়া, ইরাক থেকে অনেক পাবলিক অল রেডি জায়গা ফিলআপ করছে।
ভাবতেছেন দুই চারটা ইসলাম বিরোধী কথা বার্তা লেখি । তারপর ইউরোপের কন এমবাসিতে গিয়ে লাইনে দারাই, পেপার কাটিং নিয়ে। ভাই আমারে বিদেশে নিয়ে যান, এখানে মোল্লারা আমারে মাইরে ফেলাইতেছে।
এখন কন আমি কেন কমেন্ট লেখলাম, কারন আজকে বিদেশে উইকএন্ড, পড়া শোনা নাই, তাই ডিনার খেয়ে বসলাম, ব্লগে কে কি লেখে দেখতে।
দেশে থেকেও অনেক কাজ করা যায়, কিছু প্রদাক্টিভ কাজ করেন, নিজের উন্নতি হবে, সাথের দেশেরও
৩| ০৯ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:৫৩
আমাদের ইয়াহু বলেছেন: বাংলাদেশের নাস্তিকতা শুধু বিদেশ যাবার ধান্দা। আর কিছুই নয়।
৪| ০৯ ই আগস্ট, ২০১৫ ভোর ৬:২৩
সজিব্90 বলেছেন: এটা একটা অন্ধ ফ্যাশনে রূপান্তরিত হয়েছে।
৫| ০৯ ই আগস্ট, ২০১৫ ভোর ৬:২৬
অদ্বিত বলেছেন: ''আমি একটা জীবন সৃৃষ্টি করতে পারি না, তো একটা জীবন ধ্বংশ করার অধিকার আমাকে কে দিয়েছে ?'' - এই চিন্তা সবার মধ্যে জাগ্র্রত হলেই খুনোখুুনি বন্ধ হয়ে যাবে। মাঝে মাঝে মনে হয় বাংলাদেশে কোন সুপারহিরো দরকার ( নাস্তিক সুপারহিরো ) অথবা নাস্তিক প্রধাণমন্ত্র্রী। তাহলে খুব ভাল হত। স্বয়ং প্র্রধাণমন্ত্রী যখন ইসলামের সমালোচনা করত, তখন উচিত শিক্ষা হত তথাকথিত ধার্মিকদের।
৬| ০৯ ই আগস্ট, ২০১৫ ভোর ৬:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: আপনার সাথে আমি একমত
৭| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৩০
মাঘের নীল আকাশ বলেছেন: লেখকের সাথে একমত!
৮| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৪
হোৎকা বলেছেন: হারামজাডা
৯| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৭
তাপস কুমার দে বলেছেন: গুড।
১০| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৩
আর জে নিশা বলেছেন: পি কে ছবিতে ইসলামকে বাংলা ওয়াশ করা হয়েছে আপনি দেখেন নি ?
১১| ১০ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৬
রেজওয়ান26 বলেছেন: আনন্দ কুটুম @ আপনার লেখার শিরোনামে ভুল আছে।
আপনি লিখেছেন 'বাংলাদেশী ব্লগাররা কেন শুধু ইসলামেরই সমালোচনা করে??'
আসলে হবে 'কিছু পথভ্রষ্ট বাংলাদেশী ব্লগার কেন ইসলামের সমালোচনা করে??'
এই পথভ্রষ্ট ব্লগাররা ব্লগের পরিবেশ নষ্ট করছে।
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৫ রাত ২:৫৩
রাফা বলেছেন: You, re absolutely right brother,
But I'm disappointed about some bloger.
They're making weaker as a bloger.