নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেবার মত তেমন কোন পরিচয় এখনো অর্জন করতে পারিনি। আরও কিছুদিন সময় দিন.।।

আনন্দ কুটুম

কে আমাকে ফুলের মালায় বরণ করল, আর কে আমাকে জুতার মালায় বরণ করল ! তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যেন সব সময় সত্য দ্বারা পক্ষপাত দুষ্ট হই। এটাই নিজের কাছে নিজের প্রত্যাশা।

আনন্দ কুটুম › বিস্তারিত পোস্টঃ

পুরানা কাসুন্দি ঘাটি!!!!! ছত্রলীগের বেয়াদবি, অতঃপর জাফর ইকবাল স্যারের গান্ধী বাদী মতবাদ!!!

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৭


শুনেছি এক মুখে চড় খেয়ে অপর মুখ বাড়িয়ে দিয়ে ঘাতককে উদারতা শেখাতে হয়। কিন্তু প্রশ্ন হল ছাত্রলীগের কি আদেও সেই উদারতা দেখার চোখ আছে কি না!! যে প্রাণী মানুষের পেটে জন্মায়নি তাকে মনুষ্যত্ব শেখানোটা অর্থহীন। উলুবনে মুক্তা ছড়িয়ে জাফর স্যারের কি ফায়দা হল জানি না। কিন্তু এর মধ্য দিয়ে যে বাংলাদেশের সকল শিক্ষকরাই অনিরাপত্তার মাঝে পতিত হলেন সেটা কি স্যার বিচার করেছেন???
একবার এক মহান কমুইনিস্ট নেতা ক্ষোভের বসে বলে ফেলেছিলেন- " ভালো ঘরের ছেলেরা কি কখন ছাত্রলীগ করে?'' আমি অবশ্য তার সাথে গলা মেলাতে চাই না। ভাল মন্দ সব জাগাতেই থাকে। কিন্তু কলসের ৯৯% দুধের বদলে জল, আর ১% জলের বদলে দুধ থাকলে সেই কলসকে কেউ দুধের কলস বলে না। জলের কলসই বলা হয়।
ছাত্রলীগ নিয়ে নোংরা অভিজ্ঞতা নাই এমন মানুষ দেশে খুঁজে পাওয়া ভার। আমি আমার ছোট একটি উদাহরণ সেয়ার মারি আপনাদের সাথে......
*
বন্ধুর নাম বলা যাবে না। কলকাতায় পার্ক স্ট্রিটে বসে কথা হচ্ছিল। নয়া ছাত্রলীগের মেম্বার হয়েছে। দাদা ছিল দাগী রাজাকার। জীবন ভর করেছে জামাতের রাজনীতি। সেই রাজনীতি গিয়ে ঠেকেছে বিএনপির সাথে। নাতির স্কুলিং হল শিবিরের পোণা উৎপাদন সেন্টার "আল আমিন একাডেমী" চাঁদপুর। ইন্টার মিডিয়েট কেটেছে ঢাকা সিটি কলেজের মেয়েদের ব্রা এর সাইজ মাপতে মাপতে। বেশি জিপিএ যদি উন্নত চরিত্রের মাপকাঠি হয় তা হলে সে আমার থেকে হাজার গুন বেশি চরিত্রবান। বংবন্ধু আসলে বন্ধু না বল্টু, দেশের পিতা না জারজ সন্তান, লগী বৈঠার তান্ডব মানে নাস্তিকতা না আস্তিকতা, হেফাজতের মতিঝিল সম্মেলনে ১১ মরেছে না ১১০০০ খুন করা হয়েছে এই সকল অর্থহীন আলোচনায় তার সাথে আমার অনেক সময় কেটেছে। বন্ধু এখন পুরাপুরি আওয়ামী সাপোর্টার। যেন তেন না। ডাই হার্ট ফ্যান।
কথা হচ্ছে, আলোচনার টপিক "আমি কিডা জানিস??? ছাত্রলীগ" । সে কয়জনকে ক্যালিয়েছে, কয়টা পুলিশের মুখে থাপ্পড় দিয়েছে, কয়টা ব্যাবসায়ির মা বোন উদ্ধার করেছে, সে দিনে কয়বার আমার বাংলাদেশি নাগরিকত্ব খারিজ করতে পারে, এগুলোই তার আওয়ামীলীগ থেকে প্রাপ্ত ডিউটি। আমি নিশ্চিত বঙ্গবন্ধু বাঁচিয়া থাকিলে তাহার কথা শুনিয়া পুনঃ পুনঃ দেওয়ালের সাথে মাথা ঠুকিয়া ইহলোক ত্যাগ করিতেন। কোন এক কথার মাঝে আমার একটি বাক্য বঙ্গবন্ধুর ফেভারে চলে গেল- "বঙ্গবন্ধু মহান নেতা"। বন্ধুর রিয়াকশন- "ধুর দিলি তো মনটা দুর্বল করে। জানিস তো দোস্ত, কেউ বঙ্গবন্ধুর কথা বললে আমরা ইমশোনাল হয়ে পড়ি।।" তাহার কথা শুনে আমি হাসব না কাদব সেটাই খুঁজে পাই না।
*
ছাত্রলীগের বর্তমান কর্মী বা নেতা এরাই। পূর্বপুরুষ করেছে পাকিস্তানের গোলামি না হলে ছিল সুযোগ সন্ধানী। স্কুলিং হয়েছে রাষ্ট্র বিরোধী বই পত্র আর লগী বৈঠার মুমিন হত্যার ডকুমেন্টারি দেখে। এরা গড়েই উঠেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঘৃণা করে। এদের জন্ম সমাজের নিন্ম শ্রেণীতে অভাব অনটন আর কুশিক্ষার মধ্যে। রাজনৈতিক ফাঁক ফোঁকর গোলে আজ তারা ভার্সিটির হলের নেতা। সরকারের পেটোয়া বাহিনী অথবা লুটেরা।
এদের কাছে জয় বাংলা, জয় মা তারা, নাড়ায়ে তাকবীরের মাঝে কোন ফারাক নাই। এরা যে পা দিয়ে জাফর স্যারের গায়ে লাথি বসাতে পারে ঘরির কাঁটা ঘুরে গেলে কাল বংবন্ধুর কবরেও সেই লাথি বসাবে।
মহামান্য জাফর ইকবাল স্যার, আপনার এই গান্ধী বাদী মতবাদের জন্য রাষ্ট্রের যে কি অপূরণীয় ক্ষতি হল সেটা আশাকরি আপনি অচিরেই উপলব্ধি করতে পারবেন। বিজ্ঞানের শিক্ষক হিসেবে আপনি বোধে হয় জানেন না যে, ক্ষমা করে হনুমানকে মানুষ বানানো যায় না। হনুমানকে মানুষে রূপান্তর করতে হল তার জিনের বৈশিষ্ট্য গুলো বদলে দিতে হয়। এর জন্য হনুমানকে যদি দুই একবার এফোঁড় ওফোঁড় করে অপারেশন টেবিলে ফেলে কাটতে হয় তো সেটাই ভাল। আপনার সরলতার জন্য আপনার প্রতি বড় মায়া হয়।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭

মাঘের নীল আকাশ বলেছেন: জাফর ইকবালের বরাবরে মত অতিভালমানুষী ভাব আসলে কপটতা, এটা হয়তো সবাই বুঝতে পারছে!

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৭

আমি আবুলের বাপ বলেছেন: ওনার এই ক্ষমা, আরো মাইর যাতে না খেতে হয় এই ভয় পেয়ে অথবা ছাত্রলীগকে নিজের দলে টানার জন্য। উদারতার জন্য নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.