নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেবার মত তেমন কোন পরিচয় এখনো অর্জন করতে পারিনি। আরও কিছুদিন সময় দিন.।।

আনন্দ কুটুম

কে আমাকে ফুলের মালায় বরণ করল, আর কে আমাকে জুতার মালায় বরণ করল ! তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যেন সব সময় সত্য দ্বারা পক্ষপাত দুষ্ট হই। এটাই নিজের কাছে নিজের প্রত্যাশা।

আনন্দ কুটুম › বিস্তারিত পোস্টঃ

দয়া করে অনুভূতির বিবাদে জড়াবেন না.।.।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৫

ইউরোপের দেশ গুলো নাস্তিক মুরতাদ রাষ্ট্র গুচ্ছ। তাই বাংলাদেশ থেকে নিজ খরচে নাস্তিক ব্লগার আমদানি করে তেল সাবানে পুষছে। বুঝলাম......
সৌদি আরব এক খানা ইমানি রাষ্ট্র। দাবী জানাই, আগামী বছর থেকে বিনা পয়সায় বাংলদেশিদের হজ্ব করার সুযোগ দেওয়া হোক। ইউরোপ যেমন নিজ খরচে নাস্তিক পুষছে ঠিক একই ভাবে সৌদি আরব নিজ খরচে আস্তিক (মুসলিম) পুষবে। কথা দিলাম হজ্ব শেষ হলেই আস্তিকরা চলে আসবে। থাকবে না।
যদি সৌদি আরব সেটা করতে সমর্থ হয় তবে আপনার কথাই থাকল, হজ্ব আমার জন্য ফরজ। এর সাথে টাকা পয়সার তুলনা চলে না। যদি না পারে তবে আর কথা বইলেন না। হজ্ব ট্যুরিজম ব্যবসা ছাড়া কিছুই না। আমাদেরও ট্যুরিজম ব্যবসা আছে। সুন্দরবন, কক্সবাজার, কুয়াকাটা, সেন্ট মার্টিন। আমাগো ব্যাবসা তাদের মত এতো বড় না। তবে ডরাই না। একদিন আমরাও বিদেশিদের এরকম ট্যুর অফার করব। আমরাও লোভ দেব। তবে সে লোভ কোন পরজাগতিক না। পূরাটাই হ্যান্ড পেমেন্ট। আইবেন, থাকবেন, মজা নিবেন, যাইবেন।। কোন ফাঁকি নাই।
১০৭ জন মৃত হাজীরে সৌদি সরকার ক্ষতিপূরণ দিয়েছে এটা খুবই ভালো কথা। ভালো কথা শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয়। আলহামদুলিল্লাহ্‌!!!! বড় বড় কোম্পানির রেপুটেশন বলিয়া এক খানা বায়বীয় বস্তু থাকে। এরা কাস্টমারদের পেছনে এক ডলার ক্ষতিপূরণ ব্যায় করে ১০০ ডলার আয় করার জন্য। আশাকরি এটা কারো অজানা না।
আমি ঘুরতে ভালোবাসি। সে মক্কাই হোক কি পাতায়া বিচ। ট্যুরিজম বেঁচে থাকুক। বেঁচে থাকুক হজ্ব। আমার যখন ৫০ বছর হবে তখন ঘরের চালে আগুন দিয়ে পরিব্রাজকের মত রাস্তায় নেমে যাব। দুনিয়াটাকে ঘুরে দেখতে চাই। আমরা মিথ্যাকে ঘৃণা করি। সে মিথ্যা পৃথিবীর যে প্রান্ত থেকেই আসুক না কেন।
[দয়া করে কেউ অনুভূতির বিবাদে যাবেন না। হজ্বের ভোক্তা হিসেবে এটা আমাদের কঞ্জুমার রাইট। আমারা আমাদের ভোগ্য পন্য/ সেবার মান নিয়ে সমালোচনা করতেই পারি। কি বলেন? ]

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৬

অন্ধকারের আলোর দিশারী বলেছেন: আমেরিকা, ইজরাইলের পর মানবতারজন্য সবচেয়ে বড় হুমকী সৌদি আরব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.