![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদমই ছেড়ে যেতে চাই না তোমায়
তুমি না হয় নদীর মত গল্প করে যাবে, যেমনটা কেউ করে নি আগে।
যেমনটা ভেবে রাখা ছিল আমাদের
বর্ষা দিনে এ গল্প আর যেন থামবেই না।
হুড তোলা রিক্সার গল্প, তোমার হারিয়ে যাওয়া নুপুরের গল্প
নয়তো কোনো ব্যাথার গল্প।
যন্ত্রনার এক একটা রাতের গল্প।
অসহায় আমার যখন কিছুই করার ছিল না,
ভীষণ অসুখে না ঘুমানো রাতের মত কালো গল্প।
তবুও আমি ছেড়ে যাবো না
তোমার নদীর গল্প শুনবো।
তোমার চোখের নদী,
অনেক যন্ত্রনা অনেক নির্ঘুম রাতের গল্প।
১৬ ই আগস্ট, ২০২০ ভোর ৬:২৮
অনন্ত গৌরব বলেছেন: অনেক ধন্যবাদ। ঘুম ঘুম চোখে লিখেছি। বানানের দিকে খেয়াল করা হয়নি।
২| ১৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০৫
নেওয়াজ আলি বলেছেন: নদীর গল্প শুনান । সব নদী বালুময় আজ।
৩| ১৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৫৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০২০ ভোর ৬:০৯
পদাতিক চৌধুরি বলেছেন: নির্ঘুম রাতে শূণ্য দৃষ্টিতে আপনজনকে নিয়ে এভাবে ছবি আঁকতে থাকুন।সময়টা দ্রুত এগিয়ে যাবে।
ভীষণ বানানটা একটু ঠিক করে নিন।
শুভকামনা জানবেন।