![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে করো দুনিয়ার সব সীমানাগুলা উঠাইয়া কেউ জ্বালানি বানাইছে
বর্ডারে বর্ডারে মেলা বইছে
প্রতিরক্ষা মন্ত্রণালয় শীতের ছুটিতে ঘুরতে গেছে।
তখন কি তুমি আমার হইবা?
আবার যদি এই দুনিয়ায় শুধু একটাই দেশ হয়,একটাই পতাকা হয়
যে পতাকা উড়লে শুধু প্রেমের বাতাসেই ওড়ে
তাইলে কি তুমি আমার হইবা?
সীমানার ওপারের ঘাস কি শিশিরে ভেজে?
বাতাসের গন্ধ কি আলাদা?
আমি কিন্তু তোমার গন্ধ না পাইলে এ জীবন রাখমু না।
বেহেশতের বাগানেও আমি তোমার গন্ধ চাই,যেমনটা এইখানেও পাই।
২| ৩১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জীবন না রাখলে বেহেশত পাইবেন ক্যামতে
৩| ৩১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৫
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: চমৎকার। বব ডিলানের গানের ধাঁচ পেলাম।
০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৭
অনন্ত গৌরব বলেছেন: বব ডিলানইতো জীবন
৪| ৩১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৫
নেওয়াজ আলি বলেছেন: অনন্যসাধারণ লেখা।
৫| ৩১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৩
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: আসলেই যদি একটা দেশ আর একটা পতাকা হতো... সুন্দর ভাবনাময় কবিতা...
কবিতায় পতাকা বানানটা ঠিক করুন, পতকা হয়েছে...
০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৮
অনন্ত গৌরব বলেছেন: একটা পতাকা হলেই এই পৃথিবীতে সুখের পতাকা ওড়ানো যেতো। টাইপিং মিস্টেকের জন্য সরি।
৬| ৩১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এখনো পৃথীবির বেশিরভাগ মানুষ জাতীয়তাবাদী।যখন বেশিরভাগ মানুষ আন্তর্জাতিকতাবাদী হবে তখন দেশ থাকবে না।সেটা হতে অনেক দেরি।দুনিয়ার মানুষ এক হও আওয়াজ খুবই ক্ষীণ।
০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৮
অনন্ত গৌরব বলেছেন: আওয়াজ বন্ধ করে রাখা হয়েছে
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।