![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বপ্নের চোখ বেধে এপিটাফের জন্য তুলে রেখেছি
একটা দিন বাচার আশায় ১০০ জোছনা রাত চোখ বন্ধ করে রেখেছি
উত্তাল সমুদ্রের ডাকে সাড়া দেইনি,
পাছে লোকে কিছু বলে!!
উড়তে গিয়েও, ডানা পুড়িয়ে ফেলেছি
পাছে লোকে কিছু বলে!!
স্বপ্ন বিলিয়ে দিয়েছি পুরোনো কাগজের দামে,
আর বাকি যা ছিলো সব খাতায় বন্ধি করে ফেলেছি।
পাছে লোকে কিছু বলে!!
আকাশ হতে গিয়ে জল ছবি হয়েছি,
নিজেও কখনো চোখ মেলে দেখিনি,
পাছে লোকে কিছু বলে!!
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৩০
নয়ন বড়ুয়া বলেছেন: বাহ দাদা...