![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের হিসাবগুলোর হিসাববহি খুঁজতে আর মন চায়না।কোন একদিন একজন বলেছিলো কোন এক মেঘবালিকা নাকি মেঘে মেঘে তাকে খুঁজে।আমি বিশ্বাস করিনি।আজ দেখো পায়ের নিচের ধুলিকনাও জানান দেয় তোমার হৃদপিণ্ড অনেক দূরে।তবে ধুলিকনাগুলি খুব সুন্দর। তোমার চেয়েও অনেক বেশি।পায়ে জড়িয়ে থাকে।কিন্তু আমি বুঝতে পারি তুমি এদের আদর করনি।গায়ও মাখনি।আমার কাছে নালিশ করল।আমি বলেছি সামনে ঝড় আসবে।সেই ঝড়ে তাঁর এক ফোঁটা রক্ত বের করে এনে তোমাকে খেতে দেব।এবার যেতে দাও আমায়.....
২| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ২:০৩
radha বলেছেন: ধন্যবাদ
৩| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ২:২১
রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল।বেশ সুন্দর লিখেছেন
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৮
radha বলেছেন: ধন্যবাদ রইল।আমি আসলে
বানান অনেকটা ভুলে গেছি।তবুও ভাললাগার জন্য কৃতজ্ঞতা।
৪| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ২:৩৩
মহা সমন্বয় বলেছেন: বেশ সুন্দর লিখেছেন।
এই কথাগুলোই কবিতা আকারে প্রকাশ করতে পারলে আরও ভাল হত।
৫| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১৪
বিজন রয় বলেছেন: ধূলিকণা হবে।
অন্যথায় ভাল লিখেছেন।
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৩
radha বলেছেন: ধন্যবাদ।বাংলা ভালবাসি।তবে প্রাতিষ্ঠানিক শিক্ষার কারনে বাংলা লেখা হয়না।খুব কষ্ট হয় পারিনা বলে।
৬| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৫
মো: ইমরান আল হাদী বলেছেন: ভাল হয়েছে,এই রকমের একটি কবিকা লিখুন নিশ্চয়ই অনেক ভাল হবে।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৬ রাত ২:০১
মোল্লা রিফাত রায়হান বলেছেন: ভাল ছিল