![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতি অনুরাধা নক্ষত্রে বসি
বিক্ষিপ্ত সুখপ্রহর যোজনায়,
আদ্যোপান্ত বিহীন সুতো নিয়ে।
তুমি না ভালবাসতে ক্রম সাজানোর খেলা?
দেখোনা প্রায়শই অচেনা প্রহরের-
মাৎসর্যে ভুলে যাই কালের প্রকৃতি
ব্যাবধির দেয়াল ক্ষয়ে কখনো
চলে যায় অযাচিত তরঙ্গভঙ্গে,
কখনো রাশভারী স্থূল কালের ধাক্কায়
আবির্ভূত হই তোমার জলসা ঘরে,
খেয়ালের দানে হাত সাজিয়ে
চলে মেকি উল্লাসের সুখপ্রহর।
তুমি কি আসবে?
সাজাবে আমার সুখপ্রহর???
২৪ শে জুলাই, ২০১৬ রাত ১১:০৫
radha বলেছেন: আসবে না।ধন্যবাদ মন্তব্যের জন্য
২| ২৪ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫২
আহসানের ব্লগ বলেছেন: ভাল হয়েছে ।
২৫ শে জুলাই, ২০১৬ রাত ১২:০২
radha বলেছেন: ধন্যবাদ
৩| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১:৫৫
অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর কবিতা।
২৫ শে জুলাই, ২০১৬ সকাল ৯:০৯
radha বলেছেন: ধন্যবাদ।ভাল লাগলো।ভাল থাকবেন।
৪| ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:১৫
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো ।
৫| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩২
খায়রুল আহসান বলেছেন: সুখপ্রহর কল্পনাতেই সাজানো সুখকর, বাস্তবে তরঙ্গভঙ্গ ঘটে।
২৬ শে জুলাই, ২০১৬ রাত ১২:১১
radha বলেছেন: যথার্থ ই বলেছেন। ধন্যবাদ।
৬| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫১
রূপক বিধৌত সাধু বলেছেন: ৪ নাম্বার মন্তব্যকারী কী পাপ করলো জাতি জানতে চায়! উত্তর নেই ক্যানো?
৭| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫১
রূপক বিধৌত সাধু বলেছেন: ৪ নাম্বার মন্তব্যকারী কী পাপ করলো জাতি জানতে চায়! উত্তর নেই ক্যানো?
৩১ শে জুলাই, ২০১৬ রাত ১:১৮
radha বলেছেন: দুঃখিত দেরি করে উত্তরের জন্য।
।মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৮| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:৫৩
চাঁদগাজী বলেছেন:
বিশ্ব-চরাচর কেঁদে মরে একটুখানি ভালোবাসার তরে
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৬ রাত ১১:০২
নাবিক সিনবাদ বলেছেন: আসবে হয়তো